ফটোকপি মেশিনের মূল্য ২০১৯, কোনটি কিনবেন?

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস এবং যে কোন ব্যাবসা প্রতিষ্ঠানে ফটোকপি মেশিন একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট। খুব দ্রুত এবং অল্প সময়ে যে কোন দরকারি ফাইল বা ডকুমেন্টস কপি করে রাখার জন্য অথবা অনেক গুলো কপি বানানোর জন্য ফটোকপি মেশিনের কোন বিকল্প নেই। এজন্য ফটোকপি মেশিন কেনার আগে প্রয়োজন বুঝে এবং কাজের উপর ভিত্তি করে কোনটা কিনবেন তা নির্বাচন করা উচিত। তার সাথে বাজেটের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ফটোকপি মেশিনের দাম সাধারনত নির্ভর করে মেশিনের কাজের ধরন এবং কনফিগারেশনের উপর। বাজারে বিভিন্ন ব্রান্ডের ফটোকপি মেশিন কিনতে পাওয়া যায়। নিচে ফটোকপি মেশিনের দাম, ব্র্যান্ড এবং কনফিগারেশন দেওয়া হলঃ

ফটোকপি মেশিনের মূল্য দেখুন

 

তোশিবাঃ তোশিবা ফটোকপি মেশিনে রয়েছে উন্নত প্রিন্টিং ও স্ক্যান ফাংশন, ৫৫০ শীট কপিয়ার ক্ষমতা, ২০ সেকেন্ড ওয়ার্মআপ টাইম, ৪৫ পিপিএম মুদ্রণ গতি, ১২০০ x ১২০০ ডিপিআই মুদ্রণ রেজল্যুশন, ডুপ্লেক্সিং, ওয়াই-ফাই বাবস্থা, ইউএসবি সাপোর্ট সিস্টেম এবং ৬০০ x ৬০০ স্ক্যান রেজোলিউশন। তোশিবার বিভিন্ন মডেলের এবং সিরিজের ফটোকপি মেশিন রয়েছে। দাম এবং কনফিগারেসনের উপর ভিত্তি করে এগুলোর বৈশিষ্ট্য এবং সুবিধা বিভিন্নরকম হয়।

মডেলের উপর ভিত্তি করে তোশিবা ফটোকপি মেশিনের মূল্য ৩৭৫০০ টাকা থেকে শুরু করে ৫৬৫, ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

তোশিবা ফটোকপি মেশিনের মূল্য দেখুন

 

ক্যাননঃ ক্যানন ফটোকপি মেশিনে রয়েছে কালার প্রিন্টিং ও স্ক্যান ফাংশন, এ-৪/এ-৩ প্রিন্টিং, ২০ জিবি র‌্যাম, ৮০ জিবি হার্ডডিস্ক, সর্বাধিক কপি করার ক্ষমতা, ২৫% থেকে ৪০০% জুম, ৬০০ x৬০০ ডিপিআই রেজোলিউশন, একাধিক কপি, নেটওয়ার্ক প্রিন্টিং এবং ২০ পিপিএম গতি, মাল্টিফাংশন কপি এবং স্ক্যানিং সিস্টেম। ক্যাননের  বিভিন্ন মডেলের এবং সিরিজের ফটোকপি মেশিন রয়েছে। দাম এবং কনফিগারেসনের উপর ভিত্তি করে এগুলোর বৈশিষ্ট্য এবং সুবিধা বিভিন্নরকম হয়।

 

মডেলের উপর ভিত্তি করে ক্যানন ফটোকপি মেশিনের মূল্য ৭১৮০০ টাকা থেকে শুরু করে ৩৩০, ০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ক্যানন  ফটোকপি মেশিনের মূল্য দেখুন

 

রিকহঃ রিকহ ফটোকপি মেশিন  প্রিন্টিং, কপি এবং স্ক্যান করার জন্য খুব ভালো। ২০ সিপিএম কালার কপি স্পীড, ১২০০ ডিপিআই প্রিন্ট এবং স্ক্যান রেজল্যুশন, ৬০০ ডিপিআই রেজোলিউশন, ৯৯৯ এর বেশি কপি একই সময়ে, ২৫ সেকেন্ড ওয়ার্মআপ টাইম, ২৫-৪০০% জুম, ২ গিগাবাইট বিল্ট-ইন মেমরি, ২৫০ গিগাবাইট এইচডিডি সাপোর্টেড, টাচ এলসিডি ডিসপ্লে রয়েছে। রিকহ এর বিভিন্ন মডেলের এবং সিরিজের ফটোকপি মেশিন রয়েছে। দাম এবং কনফিগারেসনের উপর ভিত্তি করে এগুলোর বৈশিষ্ট্য এবং সুবিধা বিভিন্নরকম হয়।

 

মডেলের উপর ভিত্তি করে  রিকহ ফটোকপি মেশিনের মূল্য ৫৫০, ০০ টাকা থেকে শুরু করে ৩০৫, ০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

রিকহ ফটোকপি মেশিনের মূল্য দেখুন

 

 

শার্পঃ শার্প ফটোকপি মেশিনে মাল্টিফাকশন সাদা কাল কপিয়ার সুবিধা আছে। শার্প ফটোকপি মেশিনে ৬০০x৬০০ ডিপিআই প্রিন্ট রেজোলিউশন, ১৮ পিপিএম মুদ্রণ গতি এবং ৬৪ এমবি মেমরি, ইউএসবি কানেক্টিভিটি প্রিন্টিং/স্ক্যান এবং কপি ফাংশন আছে। শার্পের বিভিন্ন মডেলের এবং সিরিজের ফটোকপি মেশিন রয়েছে। দাম এবং কনফিগারেসনের উপর ভিত্তি করে এগুলোর বৈশিষ্ট্য এবং সুবিধা বিভিন্নরকম হয়।

 

মডেলের উপর ভিত্তি করে শার্প ফটোকপি মেশিনের মূল্য ৫৫০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দাম এর হয়ে থাকে।

শার্প ফটোকপি মেশিনের মূল্য দেখুন

 

Level 1

আমি ইকরাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো একটি পোস্ট,আমি আমার অফিস এর জন্য একটি ফটোকপি মেশিন কিনতে চাছিলাম, এমন একটি পোস্ট করার জন্য ধন্যবাদ

জ্ঞানমুলক লেখা। ধন্যবাদ ভাই আপনাকে।