জানুন কিভাবে Google এর নতুন লে আউট এস ই ওর ভবিষ্যৎ নির্ধারিত করছে

প্রিয় ভিজিটর আপনি এক জন ব্লগার? বা আপনার যেকোনো ধরনের একটি ওয়েবসাইট আছে? তো এটা আপনি আমার সাথে এক মত হবেন যে যদি আপনার ওয়েবসাইট এ কোনো ভিজিটর না আসে। তাহলে আপনার ওই ওয়েবসাইট আপনাকে কোনো রকম সফল ফলা ফল দেবে না।

আমি নিশ্চিত রুপে বলতে পারি যে আপনি আপনার ওয়েবসাইট এ ভিজিটর আনার জন্য এস ই ও এর ব্যবহার  অবশ্যই করে থাকেন। আর যখন SEO এর প্রসঙ্গে এসেছি তাহলে,  আপনি কি খেয়াল করেছেন বিগত ৫ বছরে এস ই ও তে কি পরিবর্তন হয়েছে?

আশাকরি অবশ্যই এটা খেয়াল করেছেন এই ৫ বছর এ এস ই ও করে গুগল এর প্রথম পাতায় র‍্যাঙ্ক করা কত খানি কঠিন কাজ হয়ে পড়েছে।

 

কিন্তু বলতে পারবেন কেন SEO দিন দিন এত কঠিন হয়ে পড়ছে?

বেশির ভাগ এস ই ও পারদর্শীদের মতে, এর কারন হল Google এর জটিল এল্গোরিথম। এবং গুগল আপনার ওয়েবসাইট এর স্পীড, ব্র্যান্ড কুয়ারি, আরো ১০০ ধরনের কারনের উপর নির্ভর করে। কিন্তু ৫ বছর আগে এগুলি এত গুরুত্বপূর্ণ ছিল না।

কিন্তু এটি আশলে এর অর্ধেক গ্লপ মাত্র। এস ই ও এর দিন দিন এত কঠিন হয়ে পড়ার আংশিক কারন হল গুগল এর ক্রমাগত পরিবর্তনশীল এল্গোরিথম।

এখানে হচ্ছে টা কি বেশিরভাগ এস ই ও পারদর্শী সেটার উপর কথা বলছে না জেটাতে আপনাকে আসলেই নজর দিতে হবে।

Google এর সদা পরিবর্তনশীল লে আউট

আপনি জখন গুগল কোনো কিছু সার্চ করেন তখন কি দেখতে পান?

হ্যাঁ, কিছু Organic লিস্টিং আর কিছু টাকা দিয়ে দেখানো বিজ্ঞাপণ এর লিস্টিং।

আর এই ভাবে গুগল বছরের পর বছর সার্চ রেজাল্ট দেখিয়ে আসছে। যা মূল ধারনার সাথে অপরিবর্তিত আছে।

কিন্তু বিগত কিছু বছর ধরে গুগল তার লে আউট এ ছোট খাটো ফের বদল করেছে। যা এখন  খুব বড় ধরনের পরিবর্তন যোগ করেছে গুগল লে আউট এ।

চলুন দেখে নেওয়া যাক গুগল সার্চ রেজাল্ট লে আউট ২০১৩, ২০১৪, ২০১৫ এর সাথে ২০১৯ এর সার্চ রেজাল্ট লে আঊট এর তফাত কি?পড়া চালিয়ে জান

Level 1

আমি মহিম কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 90 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস