তো আমরা এই টিউন এ জানব What is quora partner program in Bangla (কউরা পার্টনার প্রগ্রাম কি? এবং এখান থেকে কিভাবে টাকা কামানো যায়? তার আগে আমাদের quora সম্বন্ধে কিছু জানা দরকার।
ফেসবুক যেমন একটি অনলাইন প্লাটফর্ম। যেমন করে আপনি ফেসবুক এ ছবি বা স্ট্যাটাস আপলোড করেন তাতে আপনার বন্ধুরা লাইক করে টিউমেন্ট, শেয়ার করে।
Quora একটি প্লাটফর্ম। যেখানে আপনি ছবি না কিন্তু আপনার জেকোন প্রশ্ন শেয়ার করতে পারেন এবং কনো প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনার জিজ্ঞাস করা প্রশ্নে বা দেওয়া উত্তর এ Quora এড দেখাবে এবং তার থেকে জা ইনকাম হবে তার কিছু অংশ আপনাকে দেবে। Quora এই পধ্যতির নাম দিয়েছে quora partner program। এখানে উত্তর দেওয়া বা প্রশ্ন জিজ্ঞাস করার জন্য আপনাকে একটি একাউন্ট বানাতে হবে। এতে একাউন্ট বানানো মানেই quora partner program এ অংশ গ্রহন করা নয়। এখানে একাউন্ট বানানো মানে আপনি নিজের একটি প্রোফাইল বানালেন quora তে। পড়া চালিয়ে জান
আমি মহিম কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 90 টিউনারকে ফলো করি।