ঘূর্ণিঝড় আসার ৩০ মিনিট আগে সতর্কবার্তা দেওয়ার জন্য নতুন এক প্রযুক্তি বের করেছে জাপান। সিস্টেমটির নাম দেওয়া হয়েছে, ‘মাল্টি প্যারামিটার ফেজড অ্যারি ওয়েদার রাডার’।
জাপানে ভারি বৃষ্টিপাতকে বলা হয় ‘গেরিলা রেইনস্ট্রোম’। প্রচলিত অর্ধ-গোলাকার রাডার দিয়ে শেষ মিনিটের আগ পর্যন্ত ‘গেরিলা রেইনস্ট্রোমের পূর্বাভাস পাওয়া যায় না। ওয়েদার রাডার ও ডিজিটাল রেডিও ওয়েভ ব্যবহার করে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে বাতাসে কী পরিমাণ জলীয় বাষ্প আছে তা পরিমাপ করে ২৮ থেকে ৩০ মিনিট আগেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে।
এই প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি (এনআইসিটি)। আগামী ২০২০ সালে টোকিওতে অলিম্পিকের আসর বসবে। বিশাল সে আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে টোকিও শহরের প্রাণকেন্দ্রে প্রযুক্তিটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ২০২০ সালে পুরোদমে এর ব্যবহার শুরু হবে।
এনআইসিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জীবনেও পরিবর্তন আনা সম্ভব হবে।
আরো পড়ুন ঃ-
মোবাইল ফোনের ধাক্কায় ক্যামেরা বাজার ছাড়া
ইন্টারনেটের সর্বাধুনিক প্রটোকলে যাচ্ছে বাংলাদেশ
Google Dorks : Use Google For Hacking websites, Databases and Cameras
HOW TO CHANGE COLOR OF FOLDERS IN WINDOWS? |
ব্যবহার করুন পৃথিবীর যে কোন প্রান্তের পিসি!
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।