এমন কোন ভিডিও নেই যা আপনি ইউটিউব থেকে পাবেন না। আমাদের মধ্যে অনেকি আছেন যারা ইউটিউব থেকে গান শুনতে ভালবাসেন। কিন্তু অনেক এর ডাটা প্রবলেম এর কারনে সবসময় ইউটিউব চালানো হয় না। আবার অনেকের নেটওয়ার্ক সমস্যা।
কিন্তু আপনাদের কথা চিন্তা করে এমন অনেক অ্যাপ ও সাইট বানানো হয়েছে যেগুলো থেকে খুব সহজে ভিডিও ছাড়া অডিও ডাওনলোড করতে পারবেন। আজকে আমি আপনাদের জন্য সেসব সাইট ও সফটওয়্যার নিয়ে কথা বলব। আরেকটা কথা তবে এই প্রতিবেদনে ব্যবহার করা উপায়ের মাধ্যমে শুধুমাত্র কপিরাইট ছাড়া গান ডাউনলোড করা যাবে। এই উপায়ে কেউ কপিরাইট গান ডাউনলোড করলে তার দায় The Tech Tube BD নেবে না.
convert2MP3
Convert2MP3 একটি জার্মান ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে অনলাইনে যে কোন ভিডিও থেকে MP3 কনভার্ট করা সম্ভব। এই সাইট এর সাহাজ্য আপনারা জেকোন ভিডিও MP3 এছাড়াও আরো অনেক উপায়ে ডাউনলোড করতে পারবেন। শুধু আপনাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করতে হবে।
YoutubeMp3.is
YouTubeMP3.is ওয়েবসাইট থেকেও যে কোন YouTube ভিডিও MP3 তে কনভার্ট করে নেওয়া যাবে।
Free Youtube to Mp3 converter
এটি একটি অসাধারন টুল কিট। এর সাহাজ্যে জে কোন ভিডিও জেকোন ফরম্যাট এ ডাওনলোড করা জায়। আপনার যদি অ্যাড ভালে না লাগে তাহলে এটা আপনারা ব্যবহার না করাই ভালো।
এরকম আরো অসাধারন ভিডিও পেতে আমাদের TECH SITE টি ঘুরে আসতে পারেন।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।