ব্লগিং থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে (?)

বেশিরভাগ ব্লগারই তিন-চার মাসের মাথায় ব্লগিং ছেড়ে চলে যায়। নিজের মনের ইচ্ছা থেকে হোক বা টাকা আয়ের প্রচেষ্টা হোক বা অন্য যে কোন কারনে হয়তো শুরু করে ব্লগিং, তারপর বিভিন্ন কারনে বিদায় নিয়ে নেয়। বেশিভাগই কাউকে না বলে চলে যায়। পাঠকরা সাময়ীক একটা দূঃখ অনুভব করে, শূণ্যতা দেখা দেয় তাদের মধ্যে- এক সময় ভুলে যায়।

বাংলা ব্লগে অনেক অনেক ব্লগারকে দেখেছি একসময় তাদের মধ্যে অনেকেরই আগ্রহ না থাকার কারনে বা পড়ালেখার চাপে আবার কেউ কাজের চাপে অন্য প্রোফেশনে চলে গেছেন। কেউ বা ডিজাইন, ডেভলপমেন্টের সাথে জড়িয়ে কম সময়ে ব্লগিং এর তুলনায় বেশি আয় করছেন আর তাই সময় হয় না লেখালেখির।

ব্লগিং থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে

ব্লগিং ছেড়ে যাওয়ার আগে একটু হলেও ভাবতে হবে কি কারনে এসেছেন ব্লগিং এ? যদি টাকা আয়ের কারনে হয় এবং আপনি যদি পর্যাপ্ত পরিমান আয় করতে না পারেন তাহলে ভাবতে হবে যে কোন একটি সমস্যা হয়েছে-

১. আপনি ব্লগিং এর জন্য উপযুক্ত নন, আর তাই টাকা আয় সম্ভব হচ্ছেনা। আরো অনেক কিছু শিখার প্রয়োজন আছে। ব্লগিং শেখার জন্য বেশ কিছু ইংরেজী ব্লগ এবং বাংলা ব্লগও আছে। টিউটোরিয়ালবিডির একটি বিভাগও চালু আছে।

২. ব্লগিং এর জন্য যে লক্ষ্য নির্ধারন করেছিলেন তা ঠিক ছিল না। হয়তো ভেবেছেন তিন মাসের মধ্যেই ব্লগিং করে স্ব নির্ভর হবেন, অথচ তা হতে পারেন নাই। প্রকৃত পক্ষে লক্ষ্যবস্তু নির্ধারনে আমাদের ভুল হতেই পারে। একটি পথ অতিক্রম না কররে বুঝা যায় না পথটি কত কঠিন বা সহজ। লক্ষ্য নির্ধারনের ক্ষেত্রে যারা এগিয়ে আছে তাদের কাছ থেকে প্রকৃত অবস্থা জেনে নিতে পারেন।

যদি নিজের আগ্রহের কারনে ব্লগিং এ এসে থাকেন এবং এখন আগ্রহ নেই সুতরাং চলে যাবেন... তাহলে বলার কিছু নেই। তবে আপনার যে পাঠক তৈরী হয়ে গেছে তাদের একটু "গুড-বাই" বলে যেতে ভুলবেন না।

সময়ের চাপে যারা লিখতে পারছেন না তারা হয়তো লেখালেখিকে ধারাবাহিক একটা অবস্থানে রাখতে পারেন। আগে হয়তো প্রতিদিন একটা পোষ্ট লিখতেন, এখন কাজের চাপ বেশি বলে লেখালেখি একেবারে ব্ন্ধ না করে, সপ্তাহে কয়েকটি পোষ্ট দিতে পারেন। আমি ব্লগিং থেকে একেবারে বিদায়ের বিপক্ষে।

ব্লগিং এর অন্তরালে আমরা অনেক কিছুই শিখছি, অসীমের ব্লগিং এর অন্তরালে আমরা যা করে চলেছি পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আরেকটা কথা, এমন হতে পারে যে অনেক দিন ধরে লেখালেখি বন্ধ আছে, আর লিখতে পারছেন না। সে ক্ষেত্রে আপনি আবার শুরু করা জন্য নতুন বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। আপনি আবার ফিরে এলে আপনার পুরানো কোন পাঠকের সাথে নতুন করে দেখা হয়ে যেতেও পারে। হতেও পারে নতুন কোন আইডিয়ার জন্ম।

Crossed Post on TutorialBD.com and BigganProjukti.com

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ব্লগারকেই দেখেছি তুমুল আগ্রহ নিয়ে ব্লগিং শুরু করার পরেও সে আগ্রহ মিইয়ে গিয়েছে মডারেশনের খড়গ আর পাঠকের অনভিপ্রেত আচরণের কারনে। ব্যাপারটা দুঃখজনক 🙁

    ঠিক বলেছেন…

    এখন অনেক প্লাটফর্মই আছে… যারা নিজের আগ্রহ ও মতাদর্শকে অন্যের জন্য আটকে রাখবে তারা আর যাই হোক না কেন লেখক হতে পারবে না।

Right

২০০৮ সাল থেকে সামু বলগ. আমু বলগ আর আলু বলগ এ বিচরণ করেছি। কোথাও সত্য বলে ছাগু হয়েছি। কোথাও আবার গালিগালাজ এর কারনে ব্লগ ছেড়েছি। সবশেষে ২০০৯ সালের শেষের দিকে টিটিতে আস্তানা গেড়েছি। এই তো ভালোই আছি। ব্লগিং করে আয়ের কথা মাথায় আনিনি কখনো। তবে এখন মাঝে মধ্যে ইচ্ছা জাগে।

Level New

বাস্তবতাকে স্বীকার করে নিচ্ছি। ধন্যবাদ।

টেকটিউনস থেকে চলে যেতে মন চায় না। হয়তো কিছুদিন অনিয়মিত থাকি – এই যা। এখানে ব্লগাররা অনেক মার্জিত ও পরিশীলিত।

    ১০০% সহমত পোষন করলাম।

    অদৃশ্য ভাই, পারলে অনলাইনে আইসেন। আপনার সাথে কথা আছে। 🙂

এটাই বাস্তবতা।

সবাই ব্লগ ছেড়ে চলে গেলেও আমি রয়ে গেছি ব্লগার ডট কমে। সেই ২০০৯ সাল থেকে। ব্লগ করেও স্বনির্ভর হওয়া যায় তবে চেষ্টা থাকতে হবে। যেমন আমি হয়েছি এই http://gsmsolutionforum.blogspot.com ব্লগ টি দিয়ে।

স্পন্সর্ড ব্লগিং এর মত কিছুদিন এর মধ্যে ফ্রিল্যান্স এর অকাল আসবে…………………।।

অন্তর থেকে আসে যে কথা আপনি সেই কথা বলেছেন । ধন্যবাদ আপনাকে।

জটিল টিউন…

আমরা দুই বন্ধু চট্টগ্রামে থাকি । আমরা পূর্বে FREELANCING সম্পর্কে কিছুই জানতাম না । কিন্তু কিছুদিন আগে আমরা এব্যাপারে সামান্য ধারণা লাভ করি । বর্তমানে আমাদের NET CONNECTION রয়েছে । কিন্তু এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। তাছাড়া এব্যাপারে আমাদের জ্ঞান খুবই সামান্য। আমরা বর্তমানে অত্যন্ত আগ্রহী হওয়া সত্বেও প্রাথমিকভাবে কি করে FREELANCING –এ আত্মনিয়োগ করতে পারি তা বুঝে উঠতে পারছিনা। কিছুদিন আগে আমরা TECHTUNE সম্পর্কে জানতে পারি। তাই আজ আপনাদের BLOG করছি। আশা করি এব্যাপারে উপযুক্ত ও বিস্তারিত ধারণা দিয়ে আমাদের সহায়তা করবেন।
>SAIMUM
>PRATUL
POLOGROUND, CHITTAGONG.

    হাল্যো ব্রাদার আমিও আপনাদের এর মত এক ই অবস্থা ।আমি এই ব্লগে ২ বছর ধরে আছি কিন্তু চট্টগ্রামে সু্যোগ সুবিধা কম থাকার কারনে বেশি দূর এগুতে পারিনি ।আমার মনে হয় চট্টগ্রামে সামনে এগিয়ে জেতে গেলে অনেক পরিক্ষার স্মমুক্ষীন হতে হবে। আমার মনে হয় আমার সবাই যে যত্টুকু জানি সেটা যদি শেয়ারিং করতে পারি তাহলে কিছুটা এগিয়ে যাওয়া যাবে। আমরা দলগত ভাবে যদি শেয়ার করি তাহলে জিনিস টা আর ও ভাল এগুবে । আমার প্রস্তাবে যদি আপনাদের কাছে ভালও লেগে থাকে তাহলে প্লিজ জানাবেন ।
    পথিক রসুল
    [email protected]
    01929087271

    এক বছর ধরে আমিও ঢাকা ছেড়ে চট্টগ্রামে এসেছি- কাজের কারনে। চট্টগ্রামে এখন ইন্টারনেট সুবিধা ভালই মনে হচ্ছে। তবে প্রশিক্ষনের জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয় নি। আমার মনে হয় নিয়মিত কোন বিষয়ে পড়া ও তার সঠিক ব্যবহার করে হাতে কলমে এগিয়ে গেলে ভাল করবেন। এ বেপারে টেকটিউন্স ও বেশ কিছু বাংলা প্রযুক্তি ব্লগ ও ফোরাম প্রাথমিকভাবে সহায়তা করতে পারে। নিয়মিত আগ্রহই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে।

প্রতিটি কথাই একদম সঠিক বলেছেন। ধন্যবাদ।

ব্লগিং করে কিভাবে টাকা কামায় সেটাই তো জানিনা ।
আমি ব্লগে আসি কিছু শেখার জন্য, কিছু শেয়ার করার জন্য, কিছু অদৃশ্য বন্ধনের জন্য, কিছু মজা করার জন্য ।
কখনো টাকা কামানোর চিন্তা মাথায় আসে নাই ।

    "ব্লগিং করে কিভাবে টাকা কামায় সেটাই তো জানিনা "- জানাটা খুব বেশি প্রয়োজনীয়ও না।

    প্রয়োজন কিনা ? জানার জন্যোও তো জানার প্রয়োজন থাকতে পারে ।

যদি নিজের আগ্রহের কারনে ব্লগিং এ এসে থাকেন এবং এখন আগ্রহ নেই সুতরাং চলে যাবেন… তাহলে বলার কিছু নেই।

আমি বোধয় এই তাইপের। 😀

    *টাইপের।

    ধন্যবাদ রনি ভাই…ইদানিং ফেসবুকে স্ট্যাটাস দেখা যায় না ….

কোন প্রতিষ্ঠিত ব্লগার কখনও তার মূলমন্ত্র অন্যদের বলে না, কিন্তু তিনি এটা নিশ্চয় স্বীকার করবেন যে এই প্রতিষ্ঠা পাওয়ার পেছনে অন্য কারো অবদান আছে। জাতিগতভাবে আমাদের স্বাভাবিক আচরণ এটা। কত ব্লগার দেখলাম, কত ব্লগ পড়লাম, কত চেষ্টা করলাম বুঝার, কিন্তু সব বৃথা। শুরু করাই হল না, শেষ বলব কবে?

ধন্যবাদ ভাই , আমি একটি ptc সাইটের নাম দিলাম দেখেন আমি এখান থেকে $2 পেয়েছি?
http://www.ranbux.com/?ref=azgarbdkhan125

Level 0

Thanks

vi ami tune kore chai. ki vabe korbo jani na please amake ektu boleden. [email protected]

আমিও টিউন করতে চাই কিন্তু লগ ইন করেও কোথায় পোস্ট করবো খুজে পাইনি। অনুগ্রহ পূর্বক পদ্ধতি জানাবেন। ধন্যবাদ।