আজ সারাবিশ্ব নোকিয়ার সম্পর্কে জানে। এখন মানুষ খুব ভালোভাবেই জানে যে নোকিয়া আবার ফিরে এসেছে। তাই এই ধাপের ক্ষেত্রে বলা যায় তারা খুব ভালোভাবেই সফল হয়েছে। ক সময় তাদের নিত্যদিনের সাথী হিসেবে ছিল কোনো না কোনো নোকিয়া ফোন। উন্নত স্মার্টফোনের এই যুগে এসেও অনেকে আগেকার নোকিয়া ফোনগুলোকে স্মরণ করে থাকেন ফোনগুলোর শক্তিশালী নির্মাণ গঠন এবং বেশ কয়েকদিনেও চার্জ না ফুরানো ব্যাটারি ক্ষমতার জন্য। সম্বলিত কিছু ফোন বের করলেও সেগুলো অ্যান্ড্রয়েডের সাথে টেক্কা দিয়ে পারেনি। অসাধারণ বিল্ড কোয়ালিটি এবং ক্যামেরা সম্বলিত কিছু ফোন বের করলেও সেগুলো অ্যান্ড্রয়েডের সাথে টেক্কা দিয়ে পারেনি।
নোকিয়া ৩৩১০, নতুন vs পুরাতন মডেল; Source:
3210. Launched in 1999 and regarded as one of the finest mobiles ever
Nokia 5110 – The Business Phone
A Nokia 8210.
nokia 3310
আরও পরবর্তীতে জানানো হবে।
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।