জিপিএস এর পরিচয়নামা

জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে বিশেষ ধরণের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে কোন বস্তুর সূক্ষèতম অবস্থান নির্ণয়ের পদ্ধতি। জিপিএসের গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার শুরু হয়েছিলো মিলিটারি পজিশনিং নেভিগেশন এবং অস্ত্রের লক্ষ্যস্থির করার সহায়ক কৌশল হিসেবে। সর্বপ্রথম ১৯৬৭ সালে স্যাটেলাইট ট্রানজিট উৎক্ষেপণ করা হয়। এতে কোন টাইমিং ডিভাইস ছিলো না। পজিশন নির্ণয়ে রিসিভার বাই-ডিফল্ট ১৫ মিনিট সময় ধরে নিত; প্রয়োজনীয় ক্যালকুলেশন এবং সংশ্লিষ্ট কাজ সম্পাদনের জন্য। পরবর্তীতে জিপিএস ভিত্তিক অন্যান্য কাজ করার জন্য স্যাটেলাইট ছাড়া হয় ১৯৭৮ সালে। ১৯৮৪ সালে জিপিএস ব্যবহার করে বিশেষায়িত  কাজগুলো করার জন্য প্রযুক্তিটি  সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু, ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের নিরাপত্তা বিঘিœত হওয়ার অজুহাতে পুনরায় এর ব্যবহার সীমিত করে দেয়া হয়। অদ্যাবধি এই সীমিতায়ন বহাল রয়েছে। আমরা এখন জানব জিপিএস এর কর্মপদ্ধতি।

জিপিএস এর সামগ্রিক মেইনটেন কাঠামো তিন ভাগে বিভক্ত।

  • ১-    মহাকাশ বিভাগ
  • ২-    নিয়ন্ত্রণ বিভাগ
  • ৩-    ব্যাবহার কারী কিংবা ভোক্তা বিভাগ

মহাকাশ বিভাগঃ-

এ বিভাগে মূলত রয়েছে চারটি স্যাটেলাইট। স্যাটেলাইটগুলোর কক্ষপথ এমন ভাবে প্রোগ্রাম করা আছে যেন যে কোন সময়ে পৃথিবীর যে কোন প্রান্তের আকাশে কিংবা ভূমিতে অবস্থিত কোন বসÍুর অবস্থান সূক্ষèভাবে নির্ধারণ করা সম্ভব হয়। প্রতি ঘন্টায় প্রায় ১২ হাজার মাইল বেগে এই স্যাটেলাইটগুলো দৈনিক দু’বার করে প্রদক্ষিণ করছে আমাদের এই পৃথিবীকে। যুক্তরাষ্ট্রের এই স্যাটেলাইটগুলোর ওজন ৩ হাজার থেকে ৪ হাজার পাউন্ডের কাছাকাছি। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও আরো বিভিন্ন দেশ যেমন রাশিয়া, চীন, জাপান, ইরান ইত্যাদি দেশগুলোও মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে কিংবা পাঠাচ্ছে। কিন্তু, প্রযুক্তিগত উৎকর্ষতায় যুক্তরাষ্ট্র অগ্রসর হওয়ায় তাদের পাঠানো স্যাটেলাইটগুলো অধিক ফলপ্রসু রেজাল্ট প্রদান করে থাকে।
নিয়ন্ত্রণ বিভাগঃ-

জিপিএস স্যাটেলাইটগুলোর নিয়ন্ত্রণ ও সার্বিক পর্যবেক্ষণের জন্য বেশ কিছু গ্রাউন্ড ষ্টেশন বা মনিটরিং ষ্টেশন রয়েছে। এই ধরণের বেস ষ্টেশনের সংখ্যা প্রায় পাঁচটি। বৃহৎ আমেরিকার কলোরাডোর স্প্রিং-এ রয়েছে মাস্টার কন্ট্রোল ষ্টেশন কিংবা মেইন সেন্টার। এই ষ্টেশনটি অন্যান্য গ্রাউন্ড ষ্টেশন থেকে ডাটা কালেক্ট করে। এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ও স্যাটেলাইট নেভিগেশন মেসেজ আপডেট করে থাকে।

ব্যবহারকারী বা ভোক্তা বিভাগঃ-

কক্ষপথে অবস্থানরত স্যাটেলাইটগুলো মাস্টার কন্ট্রোল ষ্টেশন থেকে ডাটা কালেক্ট করে এবং এদের পাঠানো সিগন্যাল রিসিভ করে লোকাল ইউজারের জিপিএস রিসিভার। এই রিসিভার প্রাপ্ত সিগন্যাল প্রসেসিং করে ইউজারের কাঙ্খিত লোকেশন নির্ণয় করে থাকে।

জিপিএস এর ব্যবহারঃ-

সাধারণত জিপিএস এর ব্যবহার পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে।

  • পজিশনিং
  • নেভিগেশন
  • টাইমিং
  • ম্যাপিং
  • ট্র্যাকিং

মিলিটারি কমিউনিকেশন, এন্টারটেইনমেন্ট, টেকনোলজি, ইন্ডাষ্ট্রি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উপরোক্ত ক্যাটাগরিতে জিপিএস ব্যবহৃত হচ্ছে। বর্তমান দৃষ্টিকোণ থেকে জিপিএস হচ্ছে সারা বিশ্বজুড়ে স্থাপিত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক উন্নত রেডিও পজিশনিং সিস্টেম। এই প্রযুক্তি ব্যবহার করে জল, স্থল কিংবা আকাশ পথে যে কোন বস্তুর ত্রিমাত্রিক অবস্থান, গতিবেগ ইত্যাদি লোকেট করা যায়। বের করা যায় পৃথিবীর যে কোন প্রান্তের রাত-দিন, সময়-আবহাওয়া। জেমস বন্ডের রোমাঞ্চ ভরা ছবির মত খুঁজে নেয়া যায় শত্রু কিংবা বন্ধুকে।

wRwcGm Gi cwiPqbvgv|

wRwcGm ev †Møvevj cwRkwbs wm‡÷g n‡”Q we‡kl ai‡Yi wd«‡Kv‡qwÝi Dci wfwË K†i †Kvb e¯‘i m~ÿèZg Ae¯’vb wbY©‡qi c×wZ| wRwcG‡mi †Møvevj cwRkwbs wm‡÷g e¨envi ïiæ n‡qwQ‡jv wgwjUvwi cwRkwbs †bwf‡Mkb Ges A‡¯¿i jÿ¨w¯’i Kivi mnvqK †KŠkj wn‡m‡e| me©cÖ_g 1967 mv‡j m¨v‡UjvBU UªvbwRU Dr‡ÿcY Kiv nq| G‡Z †Kvb UvBwgs wWfvBm wQ‡jv bv| cwRkb wbY©‡q wiwmfvi evB-wWdë 15 wgwbU mgq a‡i wbZ; cÖ‡qvRbxq K¨vjKz‡jkb Ges mswkøó KvR m¤úv`‡bi Rb¨| cieZx©‡Z wRwcGm wfwËK Ab¨vb¨ KvR Kivi Rb¨ m¨v‡UjvBU Qvov nq 1978 mv‡j| 1984 mv‡j wRwcGm e¨envi K‡i we‡klvwqZ KvR¸‡jv Kivi Rb¨ cÖhyw³wU mK‡ji Rb¨ Db¥y³ K‡i †`qv nq| wKš‘, 2000 mv‡j gvwK©b hy³iv‡óªi cÖwZiÿv Lv‡Zi wbivcËv wewNœZ nIqvi ARynv‡Z cybivq Gi e¨envi mxwgZ K‡i †`qv nq| A`¨vewa GB mxwgZvqb envj i‡q‡Q|

Avgiv GLb Rvbe wRwcGm Gi Kg©c×wZ|

wRwcGm Gi mvgwMÖK †gBb‡Ub KvVv‡gv wZb fv‡M wef³|

1- gnvKvk wefvM

2- wbqš¿Y wefvM

3- e¨venvi Kvix wKsev †fv³v wefvM

gnvKvk wefvMt- G wefv‡M g~jZ i‡q‡Q PviwU m¨v‡UjvBU| m¨v‡UjvBU¸‡jvi Kÿc_ Ggb fv‡e †cÖvMÖvg Kiv Av‡Q †hb †h †Kvb mg‡q c„w_exi †h †Kvb cÖv‡šÍi AvKv‡k wKsev f~wg‡Z Aew¯’Z †Kvb emÍyi Ae¯’vb m~ÿèfv‡e wba©viY Kiv m¤¢e nq| cÖwZ N›Uvq cÖvq 12 nvRvi gvBj †e‡M GB m¨v‡UjvBU¸‡jv ˆ`wbK `yÕevi K‡i cÖ`wÿY Ki‡Q Avgv‡`i GB c„w_ex‡K| hy³iv‡óªi GB m¨v‡UjvBU¸‡jvi IRb 3 nvRvi †_‡K 4 nvRvi cvD‡Ûi KvQvKvwQ| Z‡e eZ©gv‡b hy³ivóª QvovI Av‡iv wewfbœ †`k †hgb ivwkqv, Pxb, Rvcvb, Bivb BZ¨vw` †`k¸‡jvI gnvKv‡k m¨v‡UjvBU cvwV‡q‡Q wKsev cvVv‡”Q| wKš‘, cÖhyw³MZ DrKl©Zvq hy³ivóª AMÖmi nIqvq Zv‡`i cvVv‡bv m¨v‡UjvBU¸‡jv AwaK djcÖmy †iRvë cÖ`vb K‡i _v‡K|

wbqš¿Y wefvMt- wRwcGm m¨v‡UjvBU¸‡jvi wbqš¿Y I mvwe©K ch©‡eÿ‡Yi Rb¨ †ek wKQz MÖvDÛ †ókb ev gwbUwis †ókb i‡q‡Q| GB ai‡Yi †em †ók‡bi msL¨v cÖvq cvuPwU| e„nr Av‡gwiKvi K‡jviv‡Wvi w¯úªs-G i‡q‡Q gv÷vi K‡›Uªvj †ókb wKsev †gBb †m›Uvi| GB ‡ókbwU Ab¨vb¨ MÖvDÛ †ókb †_‡K WvUv Kv‡j± K‡i| Ges cÖ‡qvRbxq Bb÷ªvKkb I m¨v‡UjvBU ‡bwf‡Mkb †g‡mR Avc‡WU K‡i _v‡K|

e¨enviKvix ev †fvKÍv wefvMt- Kÿc‡_ Ae¯’vbiZ m¨v‡UjvBU¸‡jv gv÷vi K‡›Uªvj †ókb †_‡K WvUv Kv‡j± K‡i Ges G‡`i cvVv‡bv wmMb¨vj wiwmf K‡i †jvKvj BDRv‡ii wRwcGm wiwmfvi| GB wiwmfvi cÖvß wmMb¨vj cÖ‡mwms K‡i BDRv‡ii Kvw•LZ †jv‡Kkb wbY©q K‡i _v‡K|

wRwcGm Gi e¨envit-

mvaviYZ wRwcGm Gi e¨envi cvuP fv‡M fvM Kiv †h‡Z cv‡i|

* cwRkwbs

* †bwf‡Mkb

* UvBwgs

* g¨vwcs

* Uª¨vwKs

wgwjUvwi KwgDwb‡Kkb, G›Uvi‡UBb‡g›U, †UK‡bvjwR, BÛvwóª BZ¨vw` wewfbœ †ÿ‡Î Dc‡iv³ K¨vUvMwi‡Z wRwcGm e¨eüZ n‡”Q| eZ©gvb `„wó‡KvY †_‡K wRwcGm n‡”Q mviv wek¦Ry‡o ¯’vwcZ K…wÎg DcMÖn wfwËK DbœZ †iwWI cwRkwbs wm‡÷g| GB cÖhyw³ e¨envi K‡i Rj, ¯’j wKsev AvKvk c‡_ †h †Kvb e¯‘i wÎgvwÎK Ae¯’vb, MwZ‡eM BZ¨vw` †jv‡KU Kiv hvq| †ei Kiv hvq c„w_exi †h †Kvb cÖv‡šÍi ivZ-w`b, mgq-AvenvIqv| †Rgm e‡Ûi †ivgv fiv Qwei gZ Luy‡R †bqv hvq kÎæ wKsev eÜz‡K|

Level 3

আমি নীরব মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতি সাধারণ একাকী একজন মানুষ। প্রতিনিয়ত শিখছি একটু একটু করে। ভীষণ ছোট্ট একটা জগত আমার। প্রযুক্তির অসাধারণ অগ্রযাত্রা আর বিশ্বায়নের এই যুগে নিজের চরিত্রটাকে বড্ড বেমানান লাগে। তবুও, পথ চলি অবিরাম। নতুন কোন সুন্দর আলো ঝলমলে সোনালী প্রভাতের প্রতিক্ষায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Bangladesh Offline MAP ase kono ?? for CAR use or, cellphone ??

    আমার ঠিক জানা নেই। তবে জানলে আপনাকে জানিয়ে দেবো।
    ভালো থাকুন।

    অবশ্যই আছে। গুগল ম্যাপে GPS দিয়ে ঢাকা তো দূরে থাক রংপুরের লোকেশনও নিখুতভাবে ট্রেস করা যায় 300 মি রেডিয়াসে। বাংলাদেশের আনাচে কানাচে গ্রামের মেঠো পথের ছবিও পাবেন।

    Level 2

    I asked ”OFFLINE MAPS” !! which doesn’t requires any internet connection !! like 99% countries are using GARMIN, TOMTOM, etc …

জানা ছিল না ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আমরা সবাই প্রতিনিয়ত শিখছি। তাতে ধন্যবাদের কি আছে। তবে ভালো থাকুন।

ধন্যবাদ

    ধন্যবাদ কেন?
    তবে ধন্যবাদের জন্য পাল্টা ধন্যবাদ।
    ভালো থাকবেন।

জানা ছিল না। নতুন কিছু জানলাম।

ট্র্যাকিং এর সূত্র ধরে বলছি, মোবাইলের লোকেশন বের করার কোন ব্যবস্থা আছে (পাবলিকের জন্য)?

আপনার জন্য শুভকামনা রইল!

    বাংলাদেশে জনসাধারণের জন্য এই ধরনের কোন উন্মুক্ত লোকেশন পজিশনিং সিস্টেম আছে বলে আমার জানা নেই। তবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মোবাইল ফোন অপারেটরদের সাহায্য নিয়ে মোবাইলের লোকেশন বের করার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু, কোন কোন অপোরেটর ফ্রেন্ড ফাইন্ডার জাতীয় ট্র্যাকিং চালু করেছে।পরে একদিন এ ব্যাপারে বিস্তারিত জানাব। শুভ কামনা আপনার জন্যও থাকলো। ভালো থাকবেন।

    মোবাইলের লোকেশন বের করার জন্যে https://www.aloashbei.com.bd এই টি বাংলাদেশের অন্যতম সাইট।

    আপনাকে অনেক অনেক ধন্যবাধ !!!

    এটা কি পাবলিক ব্যবহার করতে পারে ?
    এটা কি ভাবে ব্যবহার করতে হয়? অনুগ্রহ পূর্বক বিস্তারিত জানন।

    https://www.aloashbei.com.bd এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করুন আর গ্রামীন সিম দিয়ে একটিভ করলেই সব সুবিধা পাবেন। তবে কোন খারাপ কাজে ব্যাবহার না করাই ভালো।

    প্রিন্স ভাই আমার আইডি [email protected]

আরেন্টু ডিটেলস লিখলে ভালো হত…………….

Wi-Fi সুযোগ সুবিদার ব্যাপারে জানার ছিল ।

    আরেকদিন বিস্তারিত লিখব। ভালো থাকুন।

    খুব শীঘ্রই জানতে পারবেন। অপেক্ষা করুন। আর ভালো থাকবেন।

    Wi-Fi সুযোগ সুবিধা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারন আমার একটা Wi-Fi হট স্পট (মিনি) আছে। আমি নকিয়া ৫৮০০ সেট কে হটস্পট হিসেবে ব্যবহার করি। এবং এটা থেকে ওয়াই ফাই যুক্ত মোবাইলে ও ল্যাপ্টপে ইন্টারনেট ব্যবহার করি। সুবিধা অনেক ! তার মধ্যে অন্যতম আইপি সুবিধা। যখন এটা ব্যবহার করি তখন সেটা আর গ্রামীনফোনের আইপি থাকেনা।তখন ফিনল্যান্ড এর আইপি পাই। আমার রানিং ip:89.250.54.81 । এর কারন যেই সফটয়্যারটি এই সুবিধা দেয় সেটির সারভার ফিনল্যান্ডে। বর্তমানে গ্রামীনের আইপি দিয়ে অনেক সাইটে প্রবেশ করা যায় না আবার অনেক সাইট গ্রামীনের আইপি কে স্পাম করে দিয়েছে।

Level 0

জিপিএস এর সুবিধা বাংলাদেশ এ আছে কিনা জানি না. , কিন্তু জিপিএস এর মত বা কাছাকাছি একটি সফট বেবহার করে দেখছি . ফলাফল অতন্ত চমত্কার আসে.
গুলশান বনানী , ধানমন্ডি এসব এলাকার রোড বাই রোড ইউসার ট্রেক করতে পারে. তাছাড়া মহা সরকে দ্রুত বেগে থাকলেও একটু পর পর লোকেশন আপডেট হতে থাকে.
মোবাইলের “গুগলে মাপ সফট” হলো সেই কাজের জিনিস. চালু করার পরে শূন্য চাপলে নিজের অবস্থান শো করে.

    বিস্তারিত জানার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন।

    ভাই আপনি মনে হয় GPS Supported Mobile এ দেখসেন। আর যদি তাই হয় তাহলে গুগল ম্যাপস GPS থেকেই তখ্য নিচ্ছে ।

    dux ভাই আপনার মোবাইল টিতে যদি বিল্ট ইন integrated gps থাকে তবে আপনি গুগল ম্যাপেই gps এর সকল সুবিধা পাবেন। কিন্তু সেজন্যে গুগল একাউন্ট থাকতে হবে এবং গুগল ম্যাপে সাইন ইন করতে হবে(মোবাইলে ইন্সটল কৃত ম্যাপে)।গুগল ম্যাপ ইন্সটল করা না থাকলে http://m.google.com এ মোবাইলের ব্রাউজার দিয়ে প্রবেশ করুন এবং গুগল ম্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন।

    Md Sr Aslam ভাই,

    এই সাইট এর মাধ্যমে ( http://m.google.com ) কম্পিউটারে, নিজের লোকেশন বের করার কোন ব্যবস্থা আছে ?

    আপনার E-mail ID দেয়া যায় ?

dux ভাই আপনার কাছ থেকে এ ব্যপারে বিস্তারিত জানার আশা করছি।

আবার আসবো ফিরে