প্রথমেই একটি সংবাদ দিয়ে শুরু করি :
“ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো জাতীয় ই-তথ্যকোষের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এটি উদ্বোধন করেন। বাংলা ভাষার এই ই-তথ্যকোষ হচ্ছে মানুষের জীবন যাপন-সম্পর্কিত তথ্য ও জ্ঞানভান্ডার। খবর বাসস ও ইউএনবি “ (ই-তথ্যকোষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রথম আলো ডেস্ক | তারিখ: ২৮-০২-২০১১ :http://www.prothom-alo.com/detail/date/2011-02-28/news/134624 )
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) এর আগের কাজ বিশেষত জেলা ভিত্তিক পোর্টালের সাথে পরিচয় ছিল (http://www.bangladesh.gov.bd/index.php?Itemid=272&id=225&option=com_content&task=view) সে কাজটি মান সম্মত ছিল সে আশায় গেলাম ই তথ্যকোষ এ । কিন্তু এর যা অবস্থা তা সবার সংগে শেয়ার না করে থাকতে পারছি না ।
জাতীয় ই-তথ্যকোষ
http://www.infokosh.bangladesh.gov.bd/index.php হলো জাতীয় ই-তথ্যকোষ এর ঠিকানা । নামটা মনে হয় ekosh রাখা যেত যদি e thotho kosh অনেক কঠিন মনে হয় কিংবা শুধু info ই থাকত । এখন নামটাই বাংলা ইংরেজী জগা খিচুঢ়ি ।
প্রথম পাতাতেই আবার দেখি
”"জাতীয় ই-তথ্যকোষ"- এ সন্নিবেশিত তথ্যাবলি সাময়িক (provisional), এবং চূড়ান্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারের তথ্য হিসাবে বিবেচিত হবে না।”
এই প্রথম জাতীয় কিছু পাওয়া গেল যা সরকারের নয় । আবার চুড়ান্ত হলেই কি আমি যে তথ্য টি দিলাম সেটি সরকারের হয়ে যাবে ? বুঝলাম না
এবার আসি এটি প্রনয়নে কারা প্রণয়নে :একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম লিংক টি সরাসরি জাতীয় ই-তথ্যকোষ থেকে কপি করা । ক্লিক করুন এটি কাজ করছে না । কারন লিংকের ঠিকানা দেয়া আছে http://a2i.pmo.gov.bd/ এবার http://www.a2i.pmo.gov.bd/ দিয়ে চেষ্টা করুন লিংকটি খুলবে । এই লিংক টি ই যদি internet explorer (আমি ভার্সন ৮ ব্যবহার করেছি) দিয়ে খোলেন পেজের কোড সহ দেখতে পাবেন সত্যিকার অর্থেই একসেস টু ইনফরমেশনের উদাহরন
যোগাযোগ:
যোগাযোগ বিষয়টি আছে দু জায়গায়
মো: নজরুল ইসলাম খান, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব - ১একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম
প্রধানমন্ত্রীর কার্যালয়,পুরাতন সংসদ ভবন তেজগাঁওঢাকাবাংলাদেশ
ফ্যাক্স নং : ৮৮০-২-৮১৫৯৮৯৫
এইটি একটি ই-তথ্যকোষ এবং প্রকল্পের নাম একসেস টু ইনফরমেশন কিন্তু কোন ই কমিইনিকেশন ( ই মেইল ) নাই । আবার ওনারা নাকী একসেস টু ইনফরমেশন বাড়াবেন ?
বানান : ”তথ্য সরাসরি কোষে সংকলন করতে এই সদস্যপদ অনুমোতি পত্র হিসেবে বিবেচিত হবে” এই অনুমোতি মার্কা বানান পাওয়া যাবে একাধিক পাতায়
ই-তথ্যকোষ এর কনটেন্ট :
এবার আসি কনটেন্ট এর দিকে (সংবাদ অনুযায়ি : দুই শতাধিক সরকারি-বেসরকারি সংস্থার অংশগ্রহণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও এটুআই যৌথভাবে এই ই-তথ্যকোষ তৈরি করেছে।)
কর্মসংস্থান বাটনে ক্লিক করলে পাওয়া (http://www.infokosh.bangladesh.gov.bd/list2.php?category_id=6) ডকুমেন্টের ৩ নং টি হচ্ছে
(http://www.jeebika.com.bd/) যে সাইটটি কিনা ৮ ডিসেম্বর ২০৩১ সালেরআবেদনের শেষ তারিখ মেয়াদ ওয়ালা চাকরীর খবর দেয় । সত্যিই ডিজিটাল জাতীয় ই তথ্যকোষ বটে !
আমি মানবী০৩। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সরকারি মাল লাউ (এনালগ) আর কদু (ডিজিটাল) এর পার্থক্য
চলেন আমরা লাউ আর কদু গুলো ভুনা করে খাই!