ল্যাপটপে তিন স্ক্রিন! নতুন প্রযুক্তির স্বাদ

হ্যালো টেকটিউনস পরিবার, নিয়ে এলাম নতুন খবর। অবাক হওয়ার কিছু নেই শুধু টিউন পড়ুন।

ল্যাপটপে তিন স্ক্রিন! নতুন প্রযুক্তির স্বাদ বিশ্বে প্রথমবারের মতো তিন স্ক্রিনযুক্ত ল্যাপটপের ধারণা দিল গেমিং পিসি নির্মাতা রেজার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস টেক শো উপলক্ষে এ ল্যাপটপের ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভ্যালেরি প্রকল্পের অধীনে এ ল্যাপটপ তৈরি করছে রেজার। অবশ্য এখনো এটি ধারণা পর্যায়ে থাকায় কবে নাগাদ এটি বাজারে ছাড়া হবে তা নিশ্চিত নয়।
ল্যাপটপের মূল স্ক্রিনের সঙ্গে দুই পাশে দুটি স্ক্রিন স্লাইড আকারে বের হবে। প্রতিটি স্ক্রিন ১৭ ইঞ্চি মাপের।
গেমিং বিশ্লেষক জোনাথান ওয়াগস্টাফ বলেন, এখন গেমাররা একটির বেশি মনিটর ব্যবহার করেন। যদিও এই মনিটর প্রচলিত নয়, তবুও এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষ অবশ্যই এই ল্যাপটপ কিনবে।
সিইএস মেলায় গেমিং ল্যাপটপ হিসেবে আসার ঘোষণা দিয়েছে প্রিডেটর ২১ এক্স। এর দাম ৮ হাজার ৯৯৯ মার্কিন ডলার। এ ছাড়া ১৭ ও ১৫ ইঞ্চি মডেলের নোটবুক ওডিসির ঘোষণা দিয়েছে স্যামসাং।

আজকে থেকেই শুরু হোক দিন গোনা, সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন।

পূর্বে প্রকাশিত এখানে প্রযুক্তি কর্নার

Level 0

আমি Cyber Star। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস