কম্পিউটার (computer) শব্দটি গ্রিক কম্পিউট(compute)শব্দ থেকে এসেছে। compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা।আর computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র।কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্যগ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্হাপন করে। আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।
কম্পিউটার প্রজন্ম :
ব্যবহার উপযোগী কম্পিউটার প্রবর্তনের পর হতে নানা ধাপে কম্পিউটার আজ এ অবস্হায় পৌঁছেছে।এই ধাপগুলোকে নিচের মত পাঁচটি ভাগে ভাগ করা যায়।
IBM 650 computer system
১৯৪৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত যেসব ডিজাইন ও আকারের কম্পিউটার বাজারে বের হয় সেগুলোই এ শ্রেণীর অন্তর্গত। যেমন -mark-11,IBM650 ইত্যাদি এ ধরনের কম্পিউটার।
computer IBM 1401 announced October 1959.
১৯৫৮ থেকে ১৯৬৫ সময়কালে আবিস্কৃত কম্পিউটার এ শ্রেণীর অন্তর্গত। যেমন - NCR-300,IBM-1401ইত্যাদি এ ধরনের কম্পিউটার।
PDP8A-System
১৯৬৫ সাল থেকে ১৯৭০ সালের মধ্যে intergrated circuit (ic) আবিস্কৃত হয়। এতে small scale,medium scale integration ব্যবহার করা হয়।ফলে কম্পিউটার আকারে অনেক ছোট হয়ে যায়, দামে সস্তা এবং দ্রুত গতিসম্পন্ন হয়।যেমন - PDP-8,IBM-360 ইত্যাদি।
sharp-pc-1211
১৯৭০ থেকে ১৯৯৫ সালের মধ্যে আবিস্কৃত কম্পিউটার এ শ্রেণীর অন্তর্গত। যেমন -IBM-3033,sharp-pc-1211ইত্যাদি।
notebook-computer-pc
১৯৯৫ সালের পর থেকে পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালু হয়েছে। অপটিক্যাল ড্রাইভার ও super vlsi চিপ সহযোগে এ কম্পিউটার নির্মিত। এটি অত্যন্ত উচ্চ গতিসম্পন্ন এবং এর তথ্যভাণ্ডার অতি বৃহৎ।
চলবে ......
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
পরের পরবের আপেক্ষায় থাকলাম ………………..