গ্রামীনফোনের নতুন ও বন্ধ সিম অফার। সব এক টিউনেই।

আপনার গ্রামীণফোন নতুন সংযোগের জন্য এলো দারুণ অফার।

অফারের বিস্তারিতঃ
২৪ আগস্ট, ২০১৬ থেকে সকল গ্রামীণফোন প্রি-পেইড (নিশ্চিন্ত), ডিজুস, একতা ১, ৩ ও বিএস ১, ৩, ৪ (সফল), বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন ও ভিলেজ ফোন সংযোগ নিচে উল্লেখিত অফারসমূহ উপভোগ করবে।
স্টার্ট-আপ মূল্য সিম মূল্য ২০০ টাকা (একতা সংযোগের মূল্য হবে ১৭০ টাকা)
আপনার নতুন প্রিপেইড সংযোগের সাথে নিচের সুবিধাসমূহ উপভোগ করুনঃ
অফারের বিস্তারিতঃ
নতুন সংযোগে দারুণ অফার

  • নতুন সংযোগে ৫ টাকার প্রিলোডেড টকটাইম, ৫০ জিপি-জিপি এসএমএস, ১ জিপি-জিপি এমএমএস ও ৫০এমবি ফ্রি ইন্টারনেট উপভোগ করা যাবে
  • ভিলেজ ফোনে ৫০ টাকার প্রিলোডেড টকটাইম থাকবে
  • বোনাস পাবার দিনসহ প্রিলোডেড বোনাসের মেয়াদ হবে ৩০ দিন
  • চালুর ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি এসএমএস ও ইন্টারনেট পৌঁছে যাবে
  • প্রি-লোডেড টক টাইম চেক করতে ডায়াল *৫৬৬# এবং বোনাস চেক করতে ডায়াল *১২১*১*২#
  • ফ্রি ভলিউম কোটা শেষ হওয়ার পর মেয়াদ থাকা অবস্থায় প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে, ২০০ টাকা পর্যন্ত

প্রথম রিচার্জে ১জিবি ফ্রি ইন্টারনেট, ১০০% টক টাইম বোনাস, আধা পয়সা ও ১ পয়সা প্রতি সেকেন্ড

  • ৩৪ টাকা প্রথম রিচার্জে গ্রাহক ১৫ দিনের জন্য ২৪ ঘণ্টাই যেকোনো গ্রামীণফোন নম্বরে ৫ পয়সা/সেকেন্ড কল রেট ও অন্যান্য যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কল রেট উপভোগ করবেন। এছাড়াও, ১৫ দিনের জন্য গ্রাহক যেকোনো লোকাল নম্বরে ৩৪ মিনিট ও ৩০ দিনের জন্য ১জিবি ইন্টারনেট পাবেন।
  • ৫৪ টাকা প্রথম রিচার্জে গ্রাহক ৩০ দিনের জন্য ২৪ ঘণ্টাই যেকোনো গ্রামীণফোন নম্বরে ৫ পয়সা/সেকেন্ড কল রেট ও অন্যান্য যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কল রেট উপভোগ করবেন। এছাড়াও, ১৫ দিনের জন্য গ্রাহক যেকোনো লোকাল নম্বরে ৫৪ মিনিট ও ৩০ দিনের জন্য ১জিবি ইন্টারনেট পাবেন।
  • স্পেশাল ট্যারিফ শেষ হলে গ্রাহক মূল প্যাকেজ কল রেট উপভোগ করবেন।
  • বিশেষ হ্রাসকৃত ট্যারিফ উপভোগকালীন অন্যান্য হ্রাসকৃত ট্যারিফ প্রযোজ্য হবে না। বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট অথবা ইমার্জেন্সি ব্যালেন্সে হ্রাসকৃত ট্যারিফ প্রযোজ্য নয় এবং এগুলো প্রথমে শেষ করতে হবে।
  • ১ ডিসেম্বর, ২০১৫-এর পরে চালু হওয়া নতুন গ্রাহকরাও হ্রাসকৃত ট্যরিফ, বোনাস ভয়েস ও ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন।
  • বোনাস চেক করতে ডায়াল *১২১*১*২#

৩৪ টাকা প্রথম রিচার্জে ৯ টাকায় ১জিবি অফারঃ

  • ৩৪ টাকা প্রথম রিচার্জে গ্রাহক ৯ টাকায় ১জিবি ইন্টারনেট কিনতে পারবেন (সমস্ত চার্জসহ)।
  • একটি ক্যালেন্ডার মাসে গ্রাহক ৯ টাকায় (সমস্ত চার্জসহ) ১জিবি ইন্টারনেট অফার ১ বারই নিতে পারবেন।
  • ৩৪ টাকা প্রথম রিচার্জের মাসসহ ৯ টাকায় (সমস্ত চার্জসহ) ১জিবি ইন্টারনেট অফার নেয়া যাবে পরপর ৪ মাস।
  • প্রত্যেকবার ৯ টাকায় ১জিবি ইন্টারনেট নিতে গ্রাহক *১২১*১৯# নম্বরে ডায়াল করবেন।
  • ৯ টাকায় (সমস্ত চার্জসহ) ১জিবি ইন্টারনেট অফারের মেয়াদ ৭ দিন। প্রযোজ্য সময়ের মধ্যে গ্রাহক অফারটি সর্বোচ্চ ৪ বার নিতে পারবেন। ৩৪ টাকা রিচার্জের প্রথম দিন থেকে চার ক্যালেন্ডার মাস শুরু হবে।
  • মাসিক অব্যবহৃত কোটা জানতে গ্রাহক *১২১*২০# ডায়াল করতে পারেন।
  • ২৪ আগস্ট ও তার পর থেকে ক্যাম্পেইন চলাকালীন শুধুমাত্র ৩৪ টাকা প্রথম রিচার্জে অফারটি প্রযোজ্য।
  • অফার চলাকালীন (৩৪ টাকা, ৫৪ টাকা রিচার্জের যেকোনোটির ক্ষেত্রে) অফার গ্রহণ করা গ্রাহকের জন্য উল্লেখিত রিচার্জ পয়েন্টসমূহ সীমাবদ্ধ থাকবে।
  • ৫% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট + মূল ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

 বন্ধ সিম সিম অফারঃ

গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণ (ERS এবং BPO সিম ব্যতীত) যারা ২৩ জুন ২০১৬ বা তার পূর্ব থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা ঠিক ২৯ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদে যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫টা) এবং অন্য যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) এবং ২টি GP-GP MMS (মেয়াদ ৩ দিন)বিস্তারিত:

  • ক্যাম্পেইনটি ৮ আগস্ট ২০১৬ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
  • অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে ‘Aug 017XXXXXXXX’ লিখে 9999 নম্বরে পাঠিয়ে দিন
  • রেজিস্ট্রেশন বিহীন গ্রাহকগণ যারা ১৫ ডিসেম্বর ২০১৪ থেকে তাদের সংযোগ ব্যবহার করছেন না তাদের জন্য অফারটি প্রযোজ্য নয়
  • যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড শুধুমাত্র রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রযোজ্য হবে
  • যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড ২৪ ঘণ্টা প্রযোজ্য হবে
  • বিকাল ৫টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত জিপি-জিপি কলে ১ পয়সা/সেকেন্ড চার্জ প্রযোজ্য হবে
  • কোনো প্রকার অপ্ট-ইন ছাড়াই উপযুক্ত গ্রাহকগণ অফারটি নিতে পারবেন (শুধুমাত্র ২৯ টাকা রিচার্জ করতে হবে)
  • লোয়ার ট্যারিফের মেয়াদ রিচার্জের দিনসহ ৩০ দিন। ক্যাম্পেইন চলাকালীন অফারটি একাধিকবার নেয়া যাবে। একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে
  • অফার চলাকালীন এই স্পেপশাল ট্যারিফ (আধা পয়সা/সেকেন্ড এবং যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/ সেকেন্ড, ২৪ ঘণ্টা) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং সকল রিচার্জ বেইজড লোয়ার ট্যারিফ (যেমনঃ ১ পয়সা অফার)-এর ক্ষেত্রে প্রযোজ্য।
  • স্পেশাল ট্যারিফ ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে
  • এছাড়াও ২৯ টাকা রিচার্জ অফারের ২৯MB প্রযোজ্য হবে, ২৯ MB অফারের শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
  • অফার জানতে ডায়াল করুন *121*1*2#.
  • সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

এই লেখাটির সৌজন্যে আমাদের ব্লগ আমরাইতো ডট কম। আমাদের ব্লগে আমন্ত্রিত।

Level 0

আমি আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub valo tune vai 🙂