কনফিকার সম্পর্কিত একটি জরুরী টিউন

পহেলা এপ্রিল কনফিকার ওয়ার্মের আঘাত হানার কথা ছিল। এখন পর্যন্ত সবাই জানেন যে তা হয়নি। কোথাও কনফিকার আঘাত হানেনি। বলা হয়েছিল, এই কনফিকার আগের থেকে অনেক শক্তিশালী হবে। কিন্তু কারোরই সেই শক্তির রুপ্টা দেখা হয়নি। আমি কনফিকারের সেই রুপ দেখতে পেয়েছি। কনফিকার ঠিক কবে আমার পিসি তে আঘাত হেনেছে আমি জানিনা,তবে আমি টের পেয়েছি ৩রা এপ্রিল। আসুন প্রকৃত ঘটনা  জানা যাক।

আমার এর আগের পোস্টে আমি উল্লেখ করেছিলাম আমি নতুন ভিস্তা ব্যাবহারকারী । আজ ১০/১২ দিনধরে ভিস্তা চালাচ্ছি। ভেবেছিলাম ভিস্তাতে ভাইরাস ধরে না। হচ্ছিল ও তাই। XP ব্যাবহার করার সময় পেন ড্রাইভ দিয়ে জযেমন ভাইরাস আসত, ভিস্তাতে সেরকম হচ্ছিল না। কিন্তু এপ্রিল আসার আগেই একটা নতুন সমস্যার উদ্ভব হয়, তা হল আমি কোন এন্টিভাইরাস/মাইক্রসফটের ওয়েবসাইট ব্রাউজ করতে পারছিলাম না, আমি ভাবলাম কোন ছোটখাট ভাইরাস বোধোয় এই সমস্যার সৃস্টি করেছে।

তারপর ১তারিখে পিসি না চালিয়ে ২তারিখ ১২ টার পর পিসি নতুন করে সেটাপ দেই এই আশায়যদি কোন ভাইরাস ঢুকেও থাকে মুছে যাবে। কিন্তু ইন্সটল দেবার প্রথম কয়েক ঘন্টা কোন সমস্যা না করলেও পরে আবার একই সমস্যা, কিছুতেই ব্রাউজ হচ্ছিলনা এন্টিভাইরাস/মাইক্রসফটের ওয়েবসাইট,অন্যসব কিছু ব্রাউজ হচ্ছিল। কিছুই বুঝতে পারছিলাম না। আবার পিসি সেটআপ দেই, আবারো একই সমস্যা, এন্টিভাইরাসের ওয়েবসাইটে নাঢুক্লে তো ডাটাবেজ আপডেটও হয়না।

নেট এ অনেকঘটাঘাটি করে খোঁজ পেলাম malwarebyte antimalware নামের সফটওয়্যারটির। এটিও আমি এর ওয়েবসাইটথেকে নামাতে পারিনি,এর ওয়েবসাইট ও খুলছিল না, অবশেষে স্ক্যান দিলাম পুরো পিসি। প্রায় ২ঘন্টা পর স্ক্যান পরার দেখলাম একটাই malware আর তা হল worm.conficker, এটা ছিল একটা .dll ফাইল। এটা বসেছিল windowsএর system32 ফোল্ডারের ভিতরে। পরে ডিলিট করতে চাইলাম, রিস্টার্ট করতে হল রিস্টার্ট করার পর দেখলাম সব ঠিক আছে। আমার এই অভিজ্ঞতার পর আমি আরো ২ জনের কাছে একই সমস্যার কথা জানতে পেরেছি, তারা XP ব্যাবহারকারী। তাদের ভাষ্য অনুযায়ী এবং আমার অভিজ্ঞতা যা বলে।

  • ১. এই ভাইরাস একবার আঘাত হানলে আপনি যতই C ড্রাইভ ফরম্যাট দিয়ে নতুন করে windows সেটাপ দেন না কেন কোন লাভ হবেনা। ওটা থেকেই যাবে।
  • ২. প্রাথমিক ভাবে বুঝতে পারবেন যদি দেখেন যে, নামীদামী কোন ওয়েবসাইট ই আপনি খুলতে পারছেন না এবং মাইক্রসফটের ওয়েবসাইট ওখুলতে পারছেন না, তাহলে ধরে নিতে পারেন যে এই ভাইরাস টা আগাহত হেনেছে।
  • ৩. কখনো কখনো আপনার ব্রাউজারের ফ্লাশ প্লেয়ার গায়েব হয়ে যেতে পারে বিশষ করে মজিলা ফায়ারফক্স এর ক্ষেত্রে।
  • ৪. আমি শুধু ভিস্তা তে সফলভাবে এটা মুছে ফেলতে পেরেছি। এক্সপি এর কথা বলতে পারবনা। আমি মুছতে পেরেছি malwarebyte antimalware এর মাধ্যমে।
  • ৫. এক্সপি তে আরো ঝামেলা হতে পারে যেমন আপনার পিসি তে যদি কোন এন্টিভাইরাস থেকে থাকে তাহলে আপনার হয়ত সেই এন্টিভাইরাস টি আপনার পিসি তে যত *.exe ফাইল আছে সব গুলিকেই ভাইরাস হিসেবে শনাক্ত করবে। খুব সম্ভবত এটাও conficker এর একটি বৈশিষ্ট্য।

আমি জানিনা আপনাদের কারো এ ধরনের সমস্যা হয়েছে কিনা, আশা করি যেন না হয়, কারণ এই ওয়ার্ম টা ঠিক কি ধরনের ক্ষতি করতে পারে তা আমার জানা নেই, আর থাকবে কিভাবে ? আমিত জানতাম যে এইটা আঘাত হানেনি! কিন্তু আমার ভাবনায় ত আর ভাইরাস বসে থাকেনি ঠিকই এসেছে। আমি প্রাথমিক ভাবেই ওটা মুছে ফেলতে পেরেছি বলেই হয়ত ওটার সম্ভাব্য ক্ষতি আর কি কি হতে পারে জানতে পারেনি।কারোযদি জানা থেকে  তো জানাবেন , আগে থেকে সতর্ক হতে পারব। ও একটি কথা, malwarebyte antimalware আমি গুগোল সার্চ দিয়ে ডাউনলোড করেছিলাম।

Level 0

আমি দূরবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চেষ্টা থাকে ছোট জ্ঞানকেও বড় করে দেখার ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি একমত না।

Level 0

শাকিল ভাই, আপনার মত টা কি জানতে পারি?

ভাইরাস ভাইরাস ভাইরাস !!! ভাইরাস কি ভাই ? মার্চ এপ্রল জুন কখনও তো ভাইরাস পাইলাম না। Autorun.inf ছাড়া জীবনে কোন ভাইরাস দেখলাম না। তাও ওটাকে ভাইরাস বলায়ায় না। আমার ভিস্তা এক্সপি ২টাই ভালো আছে ……

ভাইরাস থেকে মুক্তির জন্য কনগ্রাচুলেসন…..

আর malwarebyte antimalware ডাইনলোড লিংকাটি দিয়ে দিলে ভাল হতো………..

আর একটি কথা ভাই, malwarebyte antimalware এটিই ভাইরাস না তো????? কারন এরকম অনেক টুলস সফটওয়ার এর আগেও ডাউনলোড করে ভাইরাসের সমস্যায় আরো বেশি পড়েছি…….. সুতরাং ডাইনলোড লিংকাটি দিয়ে উপকৃত করবেন আশাকরি…………

Level 2

আমি গতকাল ডাউনলোড করেছি। লিংক হল — http://software-files.download.com/sd/57eWIAgbl2ef5m_sxX_o2IbdBo_Cf5wQns0G4J8RoKR8liL26iYubEIvrvozg9DHYWJooTTLpoKbvHDlooYwAt6RvwskjxfC/software/11015805/10804572/3/mbam-setup.exe?lop=link&ptype=1901&ontid=8022&siteId=4&edId=3&spi=09097b6f04e25ce7ce503a0b71e5ce6c&pid=11015805&psid=10804572
মোট ফাইল সাইজ 2.77 মেগাবাইট। ডাউনলোড করতে না পারলে আওয়াজ দিবেন। আপলোড করে লিংক দেব।

Level 2

লিংক টা বড় হয়ে গেল।

Level 0

আমার যতটুকু ধারণা, malwarebyte antimalware খুবি ভাল একটি টুল। এটা ভাইরাস হবার সম্ভাবনা নেই বললেই চলে। কেউ যদি স্ক্যান না দিয়ে কোন কিছু না পান কিন্তু সমস্যা থাকে পিসি তে, তাহলে আবার স্ক্যান করে দেখতে পারেন safe mode এ পিসি অন করে। আশা করা যায়, তখন পাওয়া যেতে পারে। আর malwarebyte antimalware আমি ডাউনলোড করেছিলাম গুগল সার্চ করে CNET Download.com থেকে।