WIMAX আর 3G : কিছু তথ্য

আপনারা সকলেই হয়ত জানেন আমাদের দেশে কিছুদিনের মধ্যেই আসছে wimax এবং 3g ।তাই এ নিয়ে কিছু লেখার ইচ্ছা করল কেমন হয়েছে জানাবেন।wimax লাইসেন্স পাপ্ত বাংলালায়ন ঘোষনা দিয়েছে জুনের মধ্যে তারা সংযোগ দেয়া শুরু করবে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনআর 3g এই বছরের শেষের দিকে আসতে পারে বর্তমানে সনি এরিকসন পরীক্ষামুলকভাবে সীমিতভাবে 3g ঢাকায় চালু করেছে।এবার চলুন আরো কিছু জানি...
নোকিয়া আর সনি এরিকসন মিলে যখন মার্কেটে হাইস্পিড 3G নিয়ে এলো তখন আমেরিকার কোম্পানিগুলোর মাথা খারাপ হয়ে গেলো কারন আমেরিকার কোম্পানিগুলো সাধারণত অন্যকোন দেশের কোম্পানির রাজত্ব পছন্দ করেনা তখন আমেরিকার ইন্টেল আর মটোরোলা মিলে নিয়ে এলো হাইস্পিড WIMAX ।ঠিক একি ধরনের ঘটনা ঘটেছে আমাদের দেশে যখন বিটিআরসি wimax এর লাইসেন্স দিল তিনটি দেশি কোম্পানিকে ঠিক তখনই মোবাইল কোম্পানিগুলো তাদের ইন্টারনেট রাজত্ব হারানোর ভয়ে খুবই তাড়াতাড়ি 3g লাইসেন্স দেবার জন্য বিটিআরসির কাছে ধরনা দিতে থাকল এবং দাবি করল wimax এবং 3g লাইসেন্স একসাথে দেবার জন্য।

এবার চলুন টেকনিক্যাল দিক দিয়ে কিছু জানি: wimax এর সবোর্চ্চ Bandwidth 70mbps আর একটি টাওয়ার দিয়ে ৩১ কিমি পর্যন্ত কভারেজ দেয়া যায়।Frequency 10-66GHz, 2-11Ghz ।আর 3g এর speeds up to 14.4 Mbit/s on the downlink and 5.8Mbit/s on the uplink.3g এর মাধ্যমে ভিডিও কল করা যাবে।আর ভয়েস কোয়ালিটি হবে আরও উন্নত।সুতরাং বুঝতেই পারছেন বাজারমাত করতে আসছে wimax।আশা করি টিউনটি ভাল লাগবে

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এইবার জম্বে মজা

Level 0

Miss kor bo vai oonek ami Russia tay aslam matro koiden agay r akhon e dilo ai shujugta
Khubvalo lagloooo
but rat ta valo holay e valo lagbay r na holay …..
ok
apnara enjoy koran vai
Best of luck my country
Saroar

Level 0

waaaaaaaaaaaaaaaah!!!!

কিন্তু ব্যাপার হচ্ছে আমার ব্রডব্যান্ড লাইনের ক্ষমতা আছে মেগাবিট পার সেকেন্ড এর চেয়ে বেশী স্পিড দেয়ার কিন্ত তারা বিটিটিবি থেকে স্পিড পায় আমার জন্য 15 KBps (Average User দের জন্য) । এখন এখানেও যদি বিটিটিবি স্পিড না বাড়ায় তা হলে কি কোন লাভ হবে? তবে এই উন্নত প্রযুক্তির প্রতিযোগিতা নিশ্চই দর্শনীয় হবে। আর আশা করছি এটা বাংলাদেশে ইন্টারনেট আরও সহজলভ্য করবে।

আমার জানামতে wimax এর জন্য বেশি পরিমানে freequancy বরাদ্দ থাকে তাই এর স্পিড বেশী হওয়ার কথা

খবরটা পেয়ে খুব ভাল লাগল।

বাংলাদেশ মেইন ইন্টারনেট গেটওয়ের (Fiber Optic Line) মোট স্পিড 20Gbps। System Loss সহ হিসাব করলে 18-18.5 Gbps। সুতরাং 3G হোক বা WiMax হোক কোনটারই Speed Par Line 40-64 Kbps এর বেশি হবে না। তবে সেটা বর্তমানের থেকে ভাল হবে এটা বলা যায়।

ধন্যবাদ, দারুন টিউনস্‌। speed খুব বেশি না বাড়লেও অনেক দিক থেকে ভাল কাজ হবে যেমন; বাংলালিঙ্গ ও গ্রামিনের প্রতিযোগিতা আমাদের কি কম লাভবান করেছে। আসলে আমার একটু স্বপ্নের মত লাগছে, খবরটা কতটা সত্য? ভাল সূত্র দিবেন মনে শান্তি পাইতাম।

ভাই সবই সত্যি কিছুদিন অপেক্ষা করুন

    কিছুদিন ????
    রে মিয়া কও ১ বছর।

Level 0

@রাকেশঃ “সুতরাং 3G হোক বা WiMax হোক কোনটারই Speed Par Line 40-64 Kbps এর বেশি হবে না”। এই কথা দিয়ে আপনি কি বুঝাতে চাইছেন?

EDGE এই -ত- 150-200kbps পাওয়া যায়।

Level 0

ভাল লাগল আপনােদর মন্তব্য শুেন।আপনােদর ধন্যবাদ।

Level 0

খবরটা পেয়ে খুব ভাল