পকেটে বহনযোগ্য Laptop কিনতে পারবেন মাত্র ১৬ হাজার টাকায়

বাংলাদেশীদের জন্য সুখবর। যারা কমদামে উন্নতমানের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য ইন্টেল বের করেছে পোর্টেবল ল্যাপটপ। যা আপনি আপনার পকেটে নিয়ে ব্যবহার করতে পারবেন। আর তার দামও খুব কম। তাই সকলে সাধ্যের মধ্যে এই ল্যাপটপ গুলো সাপ্লাই দিচ্ছে কম্পিউটার সোর্স। বাংলাদেশের বাজারে এসেছে ইন্টেলের পোর্টেবল কম্পিউটার। মাত্র ৪ ইঞ্চি আকৃতির বহনযোগ্য এই পোর্টেবল পিসিটিতে রয়েছে ১.৮৩ গিগাহার্জ গতির কোয়াড কোর অ্যাটম প্রসের, এইচডি গ্রাফিক্স, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ।


প্রয়োজনে এতে ব্যবহার করা যাবে অতিরিক্ত ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড। পিসিটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮.১ বিং।
বুক পকেটে অথবা হাতের মুঠোয় বহনযোগ্য পিসিটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর বা টিভিতে সংযুক্ত করতেই ডেস্কটপ বা ল্যাপটপের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। ওয়াই-ফাই অথবা ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত হওয়া যায় ইন্টারনেট দুনিয়ায়। ইউএসবি পোর্টের মাধ্যমে অতিরিক্ত ডিভাইস সংযোগ বা ডেটা আদান-প্রদান করা যাবে অনায়াসে।
ইন্টেলের এই পোর্টেবল পিসিটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১৬ হাজার টাকায়। এটি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারগুলোতে। পিসিটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। আরো জানতে যোগাযোগ: ০১৭৩০ ৩৫৯২৬৩।

Subscribe my youtube Channel

আমার YouTube চ্যানেল

 

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস