এবার ব্র্যাক ব্যাংক থেকেই মাস্টার কার্ড (International)

আমরা যারা অনলাইনে বিভিন্ন ছোট-খাট ব্যবসার সাথে জরিত যেমন ডোমেইন হোস্টিং প্রোভাইডার, কিংবা বাল্ক এসএমএস প্রোভাইডার অথবা অন্য বিদেশি সার্ভিস কিনে দেশে লোকাল সেবা দেয়ে থাকি বা যারা দেন তারাই কেবল আন্তর্জাতিক ভিসা বা মাস্টার কার্ড এর প্রয়োজনীয়তা বুঝি। এছাড়াও অনলাইনে কেনা-কাটা করার জন্যও আন্তর্জাতিক ভিসা বা মাস্টার কার্ড এর প্রয়োজনীয়তা অবর্ননীয়। আর আমাদের দেশে আন্তর্জাতিক ভিসা বা মাস্টার কার্ড পাওয়া যেন সোণার হরিন (স্বর্ণের কথা বলছি ভাই, অন্য কিছু ভাববেন না যেন)। আর সে কারণেই আমরা বিভিন্ন ভার্চুয়ার আন্তর্জাতিক ভিসা বা মাস্টার কার্ড  কিংবা অনলাইন মানি ট্রান্সফার ব্যবহার করে থাকি যেমন, NETELLER, SKRILL, Payowner, Paypal ইত্যাদি। এবার নিচে এদের একেকজনের বিবরণ দেই যে, কার কেমন উপকারিতাঃ-

১. NETELLER Virtual Master Card: অনলাইন জগতে টাকা পেমেন্ট দেওয়ার জন্য এর তুলনা হয়না। ঠিক যেন ফিজিকাল কার্ড। একটি পূর্নাঙ্গ  আন্তর্জাতিক মাস্টার কার্ডের সকল সুবিধাই পাবেন এতে। যেকোন প্রকার ওয়েব সাইট এ এটি দ্বারা পেমেন্ট দিতে পারবেন। তবে দুঃখের বিষয় বাংলাদেশের কোন ব্যাংক থেকে এতে টাকা আপলোড দেওয়া যায়না। শুধু এতে নয়, কোন অনলাইন সার্ভিসেই দেওয়া যায়না। মানে বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী এদেশ থেকে বিদেশে সরাসরি ব্যাংক মাধ্যমে টাকা পাঠানো যাবে না, শুধু আসবে। মানে ওয়ান ওয়ে। খানিকটা পুলিশের পকেটের মত বলতে পারেন, কেননা ওদের পকেটে কোন টাকা গেলে সেটা আর ফেরৎ আসে না নাকি। তাই ওটাকে ওয়ান ওয়ে পকেট বলা হয়। (কোন পুলিশ ভাই আমার লেখাটি পড়ে আবার আমার মামলা দিয়েন না দয়া করে)

২. SKRILL, Payowner: সেই একই কাহিনি, সবই করতে পারবেন শুধু বাংলাদেশের কোন ব্যাংক থেকে এতে টাকা আপলোড দিতে পারবেন না!

৩. Paypal: যদিও বাংলাদেশে ব্যবহার করার অনুমোদন নেই, তবুও অনেকেই ঝুকি নিয়ে ব্যবহার করেন। কাজেই এটি ব্যবহার না করাই উত্তম।

এবার আসি অনলাইনে ডলার কেনার অভিজ্ঞতা নিয়ে কিছু কথায়- NETELLER, SKRILL, Payowner এর একান্ট এ টাকা আপলোড করতে গেলে অর্থাৎ কার্ডে টাকা আনতে হলে অবশ্যই দৌড়াতে হয় ভিক্ষুখের মত... আর সেখানেই নানা প্রকার অনলাইন ডিজিটাল প্রতারণা!

আমার অভিজ্ঞাঃ গত রমযানের ঈদের আগে আমার প্রয়োজন হলো ১০০ ডলারের, কিন্তু এক দিনে মধ্যে কোথায় কার কাছে পাবো এত টাকা নেটেলারে? পরিচিত কারো কাছে পাচ্ছিলাম না। তাই অনলাইনে বিভিন্য জায়গায় সার্চ করে কয়েকটা সাইট এর ঠিাকানা পেলাম। তাদের সাথে ফোনে কথা বললাম। একেকজন একেক রকম দাম চাইলো ডলারের সাথে ১০০ ডলারের জন্য ২-৩ দিন সময়ও নাকি দিয়ে হবে বললো। যাইহোক যা দাম চাইলো তারা, কেউ ৯২ টাকা প্রতি ইউএস ডলার, কেউ ৯৪, ৯৫, ৯৬ টাকা পর্যন্ত সাথে বিকাশে টাকা পাঠানোর খরচও দিতে হবে। আর সবাই অপরিচিত ও কারোর কোন নির্দিষ্ট ওয়েব সাইট ও নেই, আছে শুধু নতুন সিরিজর মোবাইল নম্বর। কাজেই কিভাবে তাদের বিশ্বাস করবো ভেবে পাচ্ছিলাম না। অবশেষে পরিচিত একজনের কাছে ডলার পেলাম তবে তাম ১০০ টাকা প্রতি ডলার। পরিচিত হওয়াতে সেই চড়া দামেই নিলাম। কেননা নাই মা’র চেয়ে কানা মা নাকি ভালো, মানে টাকা মার যাবার কোন চিন্তা নেই, যেহেতো পরিচিত। কয়েকদিন আগে আমার এক কাছের বন্ধ ফেইসবুকে পরিচিত একজনের কাছ থেকে একবার ডলার কিনেছিল, সেই আশায় আবার ডলার কেনার জন্য ২০০০ টাকা বিকাশ করে দেওয়ার সাথে সাথে সে উধাও! বেচারা দড়ি ছিরে ** খেল। কি আর করা সেও তার পর থেকে ঐ আমার পরিচিত লোকের কাছ থেকে ১০০ টাকা প্রতি ডলার দাম দিয়ে ডলার কিনতো।

অবশেষে দেখা গেল কেউ চড়া দামে ডলার বিক্রি করে লাভবান হচ্ছে, আবার কেউবা টাকা মেরে দিয়ে বাড়িতে দালান উঠাচ্ছে। বিষয়টা যেন এমনঃ- সোনা মিয়া বেশি দামে ডলার বিক্রি করে, আর লাল মিয়া কম দামের কথা বলে টাকা মেরে দেয়!

মাঝখান থেকে মিয়া মিয়া ঠিকই আছে, শুধু সোনা লাল হয়ে গেছে

ব্র্যাক ব্যাংক এর ভিসা বা মাস্টার কার্ডঃ হ্যা আমি অবশেষে এই সোনা লাল হওয়ার অত্যাচার থেকে রক্ষা পেতে নিয়ে নিলাম ইউনিভার্সাল মাস্টার ক্লাসিক কার্ড, যা আমাদে দিয়ে ব্র্যাক ব্যাংক। নিচে আমার অরিজিনাল মাস্টার কার্ডের একটি ছবি তুলে আপলোড দিলাম সাথে আমার সকল ক্রেডিট ও ডেবিট কার্ড-

উপরের সবকটি কার্ডই আমার নিজের, আবার কেউ ভাবতে পারেন নেট থেকে ডাউনলোড করে গল্প করছি। প্রতিটি কার্ডেই নাম লেখা রয়েছে।

ব্র্যাক ব্যাংক মূলত দু’ধরনরে কার্ড দিয়ে থাকে।

১. ইউনিভার্সাল ভিসা/মাস্টার ক্লাসিকঃ ডুয়াল ভিসা/মাস্টার ক্রেডিট কার্ড যা শুধু বাংলাদেশেই নয় বিশ্বব্যাপী গ্রহনযোগ্য। এটি দেশে স্থানীয় মুদ্রায় এবং বর্হিবিশ্বে বৈদেশিক মুদ্রায় ব্যবহারযোগ্য। বর্তমানে ভিসা/মাস্টার ক্রেডিট কার্ডের ১০,০০০ টাকা হতে ৭৫,০০০ টাকা ক্রেডিট লিমিট দেয়া হয়ে থাকে।

২. ইউনিভার্সাল ভিসা/মাস্টার গোল্ডঃ ডুয়াল ভিসা/মাস্টার ক্রেডিট কার্ড যা শুধু বাংলাদেশেই নয় বিশ্বব্যাপী গ্রহনযোগ্য। এটি দেশে স্থানীয় মুদ্রায় এবং বর্হিবিশ্বে বৈদেশিক মুদ্রায় ব্যবহারযোগ্য। ক্লাসিক কার্ড ও গোল্ড কার্ড এর মধ্যে মূল পার্থক্য হলো গোল্ড কার্ডের ঋণ সুবিধা ক্লাসিক কার্ডেও চেয়ে অনেক বেশি। বর্তমানে ভিসা/মাস্টার ক্রেডিট কার্ডের ৭৫,০০১ টাকা হতে ৫০০,০০০ টাকা ক্রেডিট লিমিট দেয়া হয়ে থাকে।

ইউনিভার্সাল ভিসা/মাস্টার ক্লাসিক কার্ড দিয়ে আমি যা করতে পারিঃ- 

✡ বিশ্বের যেকোন দেশের ATM (অভিনেতা এটিএম নয়) থেকে টাকা উত্তোলন করতে পারি।

✡ যে কোন দেশের ওয়েব সাইট এ পেমেন্ট দিতে পারি।

✡ নেটেলার, স্ক্রিল সহ যে কোন অনলাইন একাউন্ট এ টাকা আপলোড দিতে পারি। মানে আমি চাইলে এখন নেটেলার, স্ক্রিল সহ যে কোন অনলাইন ডলার বিক্রি করতে পারি।

✡ ফ্ল্যাট রেট ডলার কণভার্সন। মানে ৮০ টাকা হাড়ে আপনাকে ব্র্যাক ব্যাংক বাংলাদেশী টাকা ইউ.এস মুদ্রায় কনভার্ট করে দেবে।

✡ আরো অনেক অনেক সুভিধা আছে যা লেখার মত ধৈর্য্য নেই আমার।।

কে বা কারা নিতে পারবে এই ইউনিভার্সাল ভিসা/মাস্টার কার্ড? - দুই শেণীর লোক এটি নিতে পারবে। ১. কর জীবি (ব্যবসায়ী), ২. পর জীবি (চাকুরী বীবি) [নামগুলো আমার নিজের দেওয়া] ব্যবসায়ী হলে আপনাকে আপনার ব্যাসা প্রতিষ্ঠারেন নাম ও তার ট্রেড লাইসেন্স দেখাতে হবে। আর সিকিউরিটি হিসেবে নূন্যতম ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা দিতে হবে। আর চাকুরীবীবি হলে আপনাকে প্রতি মাসে নূন্যতম ২০,০০০/- (বিশ হাজার) টাকা বেতন পেতে হবে ও তার ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (বেতনের) ও চাকুরীর পরিচয় পত্র দেখাতে হবে। যদিও আমি চাকুরীবীবি তবুও আমাকে ব্যবসায়ী হিসেবে কার্ডটি নিতে হয়েছে। কেননা আমি প্রতি মাসে নূন্যতম ২০,০০০/- (বিশ হাজার) টাকা বেতন পাইনা বলে। তাই সিকিউরিটি হিসেবে নূন্যতম ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা দিয়েই এটি নিয়েছি।

ইউনিভার্সাল ভিসা/মাস্টার ক্লাসিক সম্পর্কে বিস্তারিত দেখুন ব্র্যাক ব্যাংক এর সাইট হতে এখানে

সুতরাং এই কার্ড পাওয়ার জন্য আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখার কার্ড ডিভিশন এ যোগাযোগ করুন।

Level 0

আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@মাসুম ভাই পঞ্চাশ হাজার টাকার কমে হবে না¿

Ata sobar jonno somvob na.

না ভাই ওটাই সর্ব নিম্ন লিমিট, ব্যাংক এর শর্ত অনুযায়ী

কথা ঠিক যে সবার জন্য সম্ভম নয়, তবে হ্যা যারা বড় ধরনের লেনদেন করেন তাদের কাজে আসবে হয়তো

ভাই আপনার ফেসবুক লিংকটা দেওয়া যাবে আপনার সাথে কিছু কথা ছিলো মাস্টার কার্ড সম্পর্কে।

টেকটিউন্স যদি আবার আমাকে ব্লক করে? তাহলে কেমন হবে?

আপনি স্কাইপ ব্যবহার করেন? আমি ফেইসবুক ব্যবহার করিনাহ ভাই!

এই দিলাম আমার ফেইসবুক লিংক https://www.facebook.com/profile.php?id=100010122129579

ভাই Dutch Bangla Bank এর থেকে ভালো সুবিধা দেয়, আমি ওদের সাথে কথা বলেছি। ডলার রেট ও কম। Brack সব দিক থেকেই পিচাশ।

কেবলমাত্র কথা বলেছেন তো? এর পর কার্ড চেয়ে দেখুন কি বলে! বলবে ইন্টারন্যাশনাল অনলাইন গেটওয়ে নাই! আরোও আরোও কত্ত কিছু আমিও গিয়েছিলাম DBBL এর কাছে পাইনি! কাজেই অবশেষে এই কাজ

তাহলে আপনার স্কাইপটা দেন?

Omor Farukh bolecen Brac Bank Pishac. BRAC Bank kokhono pishac na. BRAC er service jara peyece tara jane BRAC Bank ki.
Any kind of BRAC Bank related help just call 01681505522. Credit card, loan and Account opening and more….

হ্যা আমি জানি ব্র্যাক ব্যাংক অনেক ভালো। আমার কাছে তাদের সার্ভিস অনেক ভালো লেগেছে। আব্দুল হান্না ভাই

50 hazar joma deya thakle er por chotokato projon e $ use korte parbo?dhoren amak 32 $ fee dite hbe ,se khetre???

হ্যা করা যাবে আপনি আপনার মোট লিমিট এর যে কোন পরিমান (১ টাকা থেকে শুরু করে) পেমন্ট বা কেনা কাটা করতে পারবেন

ভাই ফ্রিল্যান্সিং করলে কি পাওয়া যাবে?

    ভাই, ফ্রিল্যান্সিং এর সাথে এর কোন সম্পর্ক নেই। উপরের নিয়মগুলো অনুযায়ী সবাই নিতে পারে।

অনেকে ১৫০০ টাকায় কার্ড বিক্রয় করে,,,,,,
MY FB http://www.fb.com/tanvir.mahamud.7

১৫০০ টাকায় যেগুলো বিক্রয় হয়, সেগুলো ফ্রি কার্ড। যেমন পেওনিয়ার নেটেলার ভার্চুয়াল কার্ড ইত্যাদি।

vai amer akta card khub dorker karon amer online onek taka ace but kono vabei tulte parteci na jpde amake aktu help korten ami khub khusi hotam

r vai 1500 takay j card paoya jay oi card dia ki ami taka uthate parbo r k day ter number ta din dorker hole take 3000 taka debo

আরে ওই কার্ডগুলো নিতে ১৫ টাকাও লাগেনা। আর ওগুলো দিয়ে আপনি যদি ATM থেকে টাকা উঠাতে চান তাহলে 4.5% চার্জ কাটবে।

ভাই nb কি সেটা ঠিক বুঝতে পারলাম নাহ!

Level New

মাসুম ভাই, রচনাটির জন্য আপনাকে ধন্যবাদ।
এই কার্ড দিয়ে কি আমি ফেইসবুকে অ্যাড এর জন্য পেইমেন্ট দিতে পারবো?
অনুগ্রহ করে জানাবেন।

    @Fazle Rabbi ভাই, আপনি এই কার্ড দিয়ে ফেইসবুকে অ্যাড এর জন্য পেইমেন্ট সহ যাবতীয় পেমেন্ট দিতে পারবেন।

      Level New

      ধন্যবাদ, মোহাম্মদ মাসুম ভাই। তবে আমি তো ৫০,০০০ হাজার টাকা দিয়ে একাউন্ট খুলতে পারবো না। তবে ফেইসবুকে একটি অ্যাড দিতে চাই।অনুগ্রহ করে, আমাকে ফেইসবুকে অ্যাড করেন। পরবর্তীতে আপনার সাথে মেসেজে আলাপ করবো। আমার fb ID হচ্ছে ফজলে রাব্বি।

আমার পেওনির কার্ড আছে যাতে আর্জেন্ট কিছু ডলার দরকার। কেউ কি আমাকে পাঠাতে পারবেন? পারলে আমার সাথে যোগাযোগ করবেন, মোবাইলঃ ০১৯৬৫-০৯১৬৯২। অথবা ফেসবুকঃ http://www.facebook.com/msa208

আপনাদের কারও ইন্টারনেশনাল ডেবিট কার্ড লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা ডলার তুলতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এতে আমার payoneer account এ ডলার জমা হলো আর আমি আপনাকে বাংলাদেশে টাকা দিয়ে দিলাম।

    ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড লাগবেনা ভাই, আমার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে। আর আপনার পেওনির কার্ড এ ডলার লাগলে বলতে পারেন। Skype: tms_masum

প্রথমে তো ভালোই লাগছিলো, পড়ে ৫০ শুনে তো পটাশ হয়ে গেলাম।

ভাই আমিনুল ইসলাম, পটাশ খেলে মুখ পরিষ্কার হয়। কোন সমস্যা নেই নিয়মিত পটাশ দিয়ে মুখ দৌত করতে থাকুন, কোন এক সময় আর পটাশ থেতে হবেনা।

(কিছু মনে করবেন না, মজা করলাম আর কি)

Level 0

মজা পাইলাম মাসুম ভাই। কিন্তু বিদেশের এটিএম থেকে টাকা উত্তোলন করলে, সেক্ষেত্রে ফি কত নিবে?

    বিদেশের এটিএম থেকে টাকা উত্তোলন করলে কোন ফি নাই, তবে আপনাকে অল্প কিছু সুধ দিতে হবে, কেননা আপনি এর বিল মাস শেষে দিবেন তাই এক মাস পর মোট বিলের সাথে কিছু পরিমান ইন্টারেস্ট সহ বিল দিতে হয়। তবে সেটা অনেক অল্প।

Level 0

ভাই পেজা কি সমস্যা করল… পেজা সম্পর্কে তো কিছুই লিখলেন না ?
pyza সম্পর্কে কিছু বিস্তারিত লিখুন।

    পেজা হলো কমদামী মাধ্যম, এর ডলার একটু সস্তাতেই কিনতে পাওয়া যায় (৬৬-৭০ টাকা)। আর পেজা দিয়ে সব জায়গায় পেমেন্ট দেওয়া যায়না।

Level 0

ভাই, কার্ডের বাৎসরিক ফি কত তা তো লিকলেন না।

@মোহাম্মদ মাসুম vai, Brack er credit card theke neteller e kivabe dollar load korbo?

নেটেলার লগইন করার পর Money in অপশন এ ক্লিক করুন, সেখানে ভিসা/মাস্টার কার্ড থেকে টাকা লোড করার অপশন পাবেন।

অনেক আগেই দেখেছি, কিন্তু ৫০,০০০ টাকায় আমারে কামড়ায় নি, তাও বছরে এক হাজার দুইশত টাকাও লাগবে…… 🙂

আর এইটা আমাদের মতো স্টুডেন্ট দের ৫০,০০০ টাকা জমা দিয়ে,ভুয়া ভাবে কার্ড নেয়া, নিছক নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই না।

যদিও আপনি জব করেন তারপর ও ভুয়া ভাবে Bussiness Man সেজে কার্ড বানাইছেন, এবংআপনি ভুয়া প্রতিষ্ঠানের নাম ও তার ট্রেড লাইসেন্স দিয়েছেন……বাংলাদেশের ব্যাংকিং ঝামেলা কি জিনিস তা সবাই জানেন কি না জানি না, এ ব্যাপারে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে।

আপ্নাকে দেখে ঐ শিয়ালের গল্পের কথা মনে পড়ে গেলো।

নিজের লেজ কাটা পড়েছে বলে, সবার লেজ কাটার জন্যে মিটিং ডাকছিলো,

Mind Koiren na…..moja korlam 🙂

মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি সত্যি-ই ভালো মানুষ। উনার জন্য আজকে আমার মাষ্টারকার্ডে ডলার পেলাম যা দিয়ে আমার মায়ের চিকিৎসার ওষুধগুলো Import করতে পারব। আল্লাহ উনার ভালো করুক।

    অনেকদিন বাচার ইচ্ছা আমারও আছে.. দোয়া করেবন যেন দীর্ঘজীবি হই। এটাই চাওয়া

virtual master card এর জন্য যোগাযোগ করতে পারেন। মোবা: ০১৭২৮৬৫৩৩৩৪ (মারুফ)।

প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম কিন্তু এখনও বুজতে পারলাম না কোন কার্ডটা আসলেই সবথেকে ভাল?
এমন একটা কার্ড এর নাম কি কেও বলতে পারবেন যেটা, খুবই ভাল, সব জায়গায় ব্যাবহার করা যাবে, খরচ খুবই কম
আর সব থেকে বড় কথা হল স্টুডেন্টরা নিতে পারবে?
থাকলে একটু বলবেন।

পেওনিয়ার এর কার্ড এর জন্য ১ মাস আগে এপ্লাই করেছিলাম।
কয় দিন আগে মেইল এ দেখি আমাকে বলা হচ্ছে আমার কার্ড এর নাম্বার দিয়ে কার্ড অ্যাক্টিভ করতে কিন্তু আমিও কার্ডই পাইনি।
আমি পোস্টাল কোড দিয়েছি ঢাকার যেখানে আমি থাকি আর গ্রাম দিয়েছি আমার অরজিনালটা
এখন কোন ঠিকানায় আমার কার্ডটা আসবে বলতে পারবনে কি কেও?

এ ক্ষেত্রে আপনার কার্ড না আসার সম্ভাবনাই বেশি, কেননা ঠিকানা এক আর পোস্টাল কোড আরেকটি দেওয়া হয়েছে।

bro apnar contact number ta ki pete pari ?
or mail ID ?

মাসুম ভাই তাহলে আমি এখন কি করব বলতে পারেন?
আর ভাই মেইন কোনটা( মানে কোন ঠিকানায় আমার কার্ডটা আসবে) ?
আর আমি কি আবার এপ্লাই করতে পারব একই আইডি কার্ড দিয়ে?
মাসুম ভাই আমি যদি আবার এপ্লাই করি, তাহলে আমি কি এড্রেস দিব একটু বলবেন ভাই হুম।
ভাল থাকবেন।

    যে জায়গান আপনি থাকেন সেখানের ঠিকানা ও পোস্টাল কোড দিবেন তাহলে হবে।

আর মাসুম ভাই ফ্রীতে যেই কার্ড আছে তার মধ্যে সবথেকে ভাল কোনটা অনলাইন এর জন্য?

ভাই আমি একজন student আমার ইউটিউব চ্যানেলের ভিডিও বুষ্ট করার জন্য international মাষ্টারকার্ড প্রয়োজন।আমি কি করব কিছু বুঝতে পারছি না।একদিকে ইউটিউবের ভিও কমের হতাশা। আবার এখন মাষ্টারকার্ডের ভেজাল। মাথা নষ্ট। প্লিজ আমাকে গাইড করেন ভাই