২০ তারিখ থেকে টেকটিউনস বন্ধ হবার পর থেকে কলিজাটা পুরাচাপ দিয়া আসিলো। ভাবলাম গেল আমার কষ্টে লেখা টিউন গুলো। উপায় অন্তর না দেখে মেহেদি ভাইকে মেইল করলাম। উনি জানালেন যে লোকাল হোস্টিং কোম্পানিতে হোস্টিং করার খেসারত তারা দিচ্ছেন। তবে কোন চিন্তা করতে মানা করে দিলেন কারণ পুরো ডেটাবেইসের ব্যাকআপ তারা নিয়ে রেখেছেন এবং খুব শ্রীঘ্রই টেকটিউনস ভাল একটি সার্ভারে হোস্ট করা হচ্ছে এবং ৩ জুন থেকে টেকটিউনস পুরোদমে চালু হতে যাচ্ছে। মেহেদি ভাইয়ের মেইল পড়ে কলিজাটা ঠান্ডা হইয়া গেল।
আজকে সকালে টেকটিউন.কম.বিডি ঠুকে দেখি সব ঠিক হয়ে গেছে। আগের চেয়ে সাইটা একটু স্পিডি মনে হল। আমার টিউন ও মন্তব্য দেখলাম, সব ঠিকঠাক আছে। টেকটিউনস এখন নিজেস্ব সার্ভারে চলে গেছে তাই এখন থেকে আমরা টিউনাররা নিশ্চিতে ব্লগ করতে পারব। এ কয়েকদিনে মাথায় অনেক আইডিয়া জমা হয়ে গেছে। টিউন করতে হবে।
নাহ আজকে আসলেই খুব ভাল লাগছে। ধন্যবাদ টেকটিউনস।
আমি প্রযুক্তিবিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মত টিউনার কে আবার পড়তে পারবো এটা ভেবেই আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ধন্যবাদ প্রযুক্তিবিদ