কি ভাবে .edu.bd ডোমেইন রেজিঃ করবেন ?

শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নীতিমালার আলোকে এখন .edu.bd প্রয়োজন। অনেকেই জানেন না বা আবার অনেকের সঠিক ধারনা নেই যে কি ভাবে এইটা করতে হয়। বাংলাদেশ সরকারের বিটিসিএল এ বহু বার ইমেইল করলাম এমন কি ফোন পর্যন্ত করলাম কিন্তু কোন সদুত্তর পেলাম না শেষে নিজ এলাকা থেকে ঢাকা গিয়ে সরাসরি অফিস থেকে ৫ টা ডোমেইন রেজিঃ করে নিয়ে আসলাম। যা হোক মুল কথায় আসি।

১। আপনাকে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে একটি আবেদন পত্র লিখে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সিল সহ স্বাক্ষর দিয়ে নিতে হবে। নিচের চিত্র দেখে নিন।

২। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের জাতীয় পরিচয় পত্র যেখানে প্রধান শিক্ষক নিজেই সত্যায়িত করবেন।

৩। শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পত্রের সত্যায়িত এক কপি।

৪। বিটিসিএল এর ফরম। যেখানে রেজিস্ট্রান্ট ইনফরমেসান ও কন্টাক্ট ইনফরমেসান এ প্রধান শিক্ষক ও ২য় পেজে টেকনিক্যাল ইনফোতে বিদ্যালয়ের প্রধানের নাম এবং প্রাইমারি ডোমেইন নেম সার্ভার ও আই পি নাম্বার বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সিল সহ স্বাক্ষর দিয়ে নেবেন।

৫। এগ্রিমেন্ট পেপারের ৪ নং পৃষ্ঠায় সিল সহ স্বাক্ষর দিয়ে নিবেন। এর পর বাংলাদেশের যেকোনো ব্যাংক হতে

 

Divisional Engineer (Administration and Coordination), Data & Internet Services Division,BTCL Mogbazar, Dhaka, এই ঠিকানায় ১৫০০ টাকার ডিম্যান্ড ড্রাফট করে অফিসে জমা দেবেন। আপনার কাজ শেষ।

ফরমগুলো পেতে হলে http://whois.btcl.net.bd/download.php এই খানে গিয়ে ডাওনলোড করে নিন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অনেক কাজের টিউন। আমার একটি প্রশ্ন আছে… আমি যদি “DomainName.edu.bd” না নিয়ে কেবল মাত্র “DomainName.edu” ক্রয় বা রেজিস্ট্রি করতে চাই… তাহলে কি একই… কাজ করতে হবে… যা আপনার পোস্টে বর্ণনা করা আছে। যদি আপনার উল্লেখিত কাজ বা প্রদক্ষেপ গুলো না করা হয়… আমাকে কি ধরণের পদক্ষেপ বা সমস্যার সম্মক্ষিণ হতে হবে। এবং ঐ গুলো কিভাবে আমি অতিক্রম করতে হবে?

আরও একটি প্রশ্ন… কোন প্রকার প্রতিষ্ঠান ছাড়া; আমি কি “DomainName.edu” এই ধরনের Domain Name ক্রয় করতে পারবো? যদি পারি তাহলে… সেটার উপায় কিভাবে?