এবার চোখ দিয়ে চালান আপনার কম্পিউটার…

প্রজুক্তি জগতে এক নাম করা ব্রান্ড স্যামস্যাং বানালো চোখ দিয়ে নিয়ন্ত্রণ যোগ্য মাউস। স্যামস্যাং এই প্রযুক্তির নাম দিয়েছে Eyecan+ এই প্রযুক্তির মাধ্যমে যে কোন ব্যাক্তি তার এক চোখ দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এটিকে তারা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাবহারের কোন ইচ্ছা নেই। যারা শারীরিক ভাবে প্রতিবন্ধী শুধু তাদের জন্যই এই প্রযুক্তি। তবে  Eyecan+ ব্যাবহার করতে কোন অতিরিক্ত গ্লাস বা বস্তু লাগাতে হবেনা। এর মাধ্যমে কোন বেক্তি Text Editing এবং Web page navigate করতে পারবেন খুব সহজেই চোখের পলক পেলে।



 Eyecan+ এ মোট ১৮ ধরণের কমান্ড ব্যাবহার করা হয়েছে। copy, paste, select all, drag and drop, scroll, zoom in, close program and print.

তবে এর সফটওয়্যার টি ওপেন সোর্স থাকবে। যাতে সবাই এই প্রযুক্তি ব্যাবহার করতে পারেন।

Yonsei University  এর Hyung-Jin Shin নামে এক কম্পিউটারের ছাত্র এই প্রযুক্তিকে উন্নয়নে সবচেয়ে বেশী ভুমিকা রাখে।

সুত্রঃ- techtimes

পোস্টটি প্রথম প্রকাশিত হয় এখানে। 

সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন খবর। ধন্যবাদ আমাদের জানানোর জন্য।

    @হাসান খান: ভাই আর ধন্যবাদ দিয়ে কি হবে, গালি দেন। ফ্রন্ট ক্যামেরা যে সামনের ক্যামেরা কে বুঝায় এটা আমার জানা ছিলনা। আমি ঐ ওয়েবসাইট থেকে সরাসরি অনুবাদ করি। ধুর আর TT তে লিখবইনা