সোলার প্যানেল এখন সারা বিশ্বে খুব বেশী পরিমাণে ব্যাবহার হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে এর চাহিদা খুব বেশী। কিন্তু এর দাম খুব বেশী থাকায় মানুষ তাদের চাহিদা মাফিক সোলার প্যানেল ব্যাবহার করতে পারছেনা। ফলে Northwestern University এর গভেসকরা বিকল্প কিছুর চিন্তা করেন। তারা বলেন এই Blu-Ray ডিস্ক সোলার সেলের সব সুভিধা দিতে পারবে। কারণ এর মধ্যেও সোলার প্যানেলের মতো আলো গ্রহন করার ক্ষমতা রয়েছে। Northwestern University এর গভেসকরা তাদের গভেসনায় দেখান যে প্রথমিক পরীক্ষায় এটি খুব ভালো সাফল্য দিয়েছে।
Blu Ray ডিস্ক সর্ব প্রথম SONY কোম্পানি ২০০০ সালে DVD এর বিকল্প হিসাবে উদ্ভাবন করে। যার মাধ্যমে DVD এর চেয়ে আরও বেশী গান বা ভিডিও ধারন করা যেত।
তথ্য সুত্রঃ- nature
পোস্টটি প্রথম প্রকাশিত হয় এখানে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমাকে পেতে পারেন...
বাংলা প্রযুক্তি ব্লগ | ফেসবুক প্রোফাইল | টুইটার | গুগল প্লাস | ইউটিউব
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tahole to amader jonno onek balo. Emni te ami aro age ekbar ekta newspaper e film er paper diye solar panel toiri korar system abiskar somporke podcilam.