কোনটা নিবেন ? Apple watch নাকি LG watch urbane নাকি Motorola Moto 360.আসুন দেখে নেই কোনটা ভালো ?
Apple watch
প্রথমেই আসি Apple watch নিয়ে। Apple watch এর প্রধান বৈশিষ্ট্যই হলো এটি বিশ্ব মাতানো নজর কাড়া ডিজাইন। Apple Watch এর মোট তিনটি মডেল আছে Apple Watch, Apple Watch Sport and Apple Watch Edition. Apple সবচেয়ে বেশী প্রাধান্য দিয়েছে এটির কাস্টমারের ব্যাবহারের উপজুগিতার উপর। এছাড়া Health and fitness ফিচার গুলিতেও Apple watch গুরত্ব দিয়েছে। তবে Apple watch এর স্ক্রিন খুব একটা off হয়না। কারণ এর লং লাইফ ব্যাটারি।
তো কিনে ফেলুন এখনই। দাম শুরু মাত্র ২৭,৯২০ টাকা থেকে ১৩,৬০০০০ টাকা পর্যন্ত।
LG watch urbane
LG watch urbane কে ক্লিন আর মেটালিক ডিজাইন হিসাবে বেশ পরিচিত। এটার মধ্যে আছে Heart Rate monitor সিস্টেম। Barometer, Gyroscope and Accelerometer এর অপূর্ব সমন্বয় ।
GPS সিস্টেম টা চালু করেনি কারণ LG watch এর কারণ এটি ব্যাটারির চার্জ বেশী নষ্ট করে। কি কিনবেন ? না ভাই, এখনো বেরয়নি যে । ৩০ এপ্রিলে এটা বের হবে। দামটা ২৮০০০ টাকা থেকেই শুরু।
Motorola Moto 360
ফ্যাশানেবল ডিজাইনের জন্য Motorola Moto 360 এর বিকল্প হয়না। তবে এটিতেই একমাত্র লেদার ব্যান্ড ব্যাবহার করা হয়েছে। এটিতে ব্যাবহার করা হয়েছে ভয়েস কমান্ড । health-tracking এর জন্য Pedometer এবং Heart rate monitor। এর লং লাইফ ব্যাটারি মাত্র দুই ঘণ্টায় চার্জ হয়ে সারাদিন চলবে।
দাম মাত্র ২০,০০০ টাকা। Apple watch থেকে মিনিমাম ১০,০০০ টাকা কমে। এটাই কিনুন। কারণ Motorola এর সেই হাতুড়ি সেট এর কথা মনে নেই। কই মাছের প্রান।
ভালো থাকবেন । আর কিনলে আমারে জানাইবেন। আমি আছি এখানে।
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাধ থাকলেও সাধ্যে নাই । 😛