তবে এই গতি দেয়া শুধু মাত্র সম্ভভ হয়েছে ট্রেন লাইনে Friction System ব্যাবহার করার জন্য। Friction System টা হলো Magnetic Levitation এর মাধ্যমে ট্রেন চালনা করার সিস্টেম। তাই জাপানের এই ট্রেনের নাম দিয়েছে Maglev. বর্তমানে এটি শুধু Uenohara এবং Fuefuki সিটিতে এটি চলা চল করছে।
অস্ট্রলিয়াতে 160 Km/h আর USA তে 240 Km/h কিলোমিটার পর্যন্ত স্পীডের ট্রেন চলাচল করে। যা জাপানের তুলনায় খুব সামান্য।
তবে জাপান আর USA যাই বলেন চায়নার সাথে কে পারে? ওরা এমন এক ট্রেন তৈরি করতে যাচ্ছে যা প্রতি ঘণ্টায় যাবে 2,900 km/h. যা হবে বিমানের চেয়েও তিন গুন বেশী স্পীড। তবে এটিকে বায়ু শূন্য ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে নেয়া হবে। ফলে বাতাসের কোন বাধা থাকবেনা।
তো চলুন যাই জাপানে , নাকি চায়না যাবেন ? 600 Km/h নাকি 2,900 km/h.
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাদের দেশে কবে হবে ?