بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
সব বয়সের মানুষের কাছে শ্রেষ্ঠত্বের লড়াই খুবই পরিচিত একটি ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম তখন ছোটরা মিলে কতো বিষয় নিয়েই না ঝগড়া করতাম। তোর খেলনাটার চাইতে আমারটা ভালো, তোর চাইতে আমার গল্পের বই বেশি আছে, তোর চেয়ে আমার শক্তি বেশি ইত্যাদি ইত্যাদি। সময় বদলে গেছে বহু আগেই, এখন শ্রেষ্ঠত্বের লড়াই হয় প্রযুক্তি সাথে প্রযুক্তির, প্রযুক্তি পণ্যের সাথে প্রযুক্তি পণ্যের। একটা সময় ছিলো যখন কোন রকম বাসায় একটা কম্পিউটার থাকলেই বড়াই করা যেত কিন্তু আজকাল কম্পিউটার নিয়ে আর বড়াই করার সুযোগ নেই।
মোটামুটি যারা একটু আধটু পড়াশোনা করে তারাই দেখা যায় একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপের মালিক। এখন প্রশ্ন হলো, সবার যদি কম্পিউটার থাকে তাহলে শ্রেষ্ঠত্বের লড়াই কোথায়? এখানে শ্রেষ্ঠত্বের লড়াই হলো প্রযুক্তি পণ্যের। আপনার যদি একটা সাধারন ডেস্কটপ থাকে তাহলে নিশ্চয় ডেস্কটপের সাথে সেলফি তুলবেন না কিন্তু আপনার যদি একটি আপেল (অ্যাপল) মার্কা ল্যাপটপ থাকে তাহলে ঠিকই একখান পোজ দিয়ে ছবি আপলোড করবেন ফেসবুকে এবং যথারীতি ক্যাপশন থাকবে, “অবশেষে আমার স্বপ্নের নায়ক/ নায়িকার সাথে”।
অ্যাপল কম্পিউটারের দাম আকাশ ছোঁয়া বলেই হয়তো এতো ভাব কিন্তু একবারও কি ভেবেছেন আপনি যা চান তার সাথে অ্যাপলের কম্পিউটার কতোটুকু সামঞ্জস্যপূর্ন? আপনার জন্য অ্যাপলের কম্পিউটার সত্যিই প্রয়োজন নাকি অ্যাপল প্রডাক্ট ব্যবহার করা শুধু টাকার অপচয়! আমরা আজ উইন্ডোজ পিসির সাথে অ্যাপল ম্যাকের তুলনা করবো এবং দেখবো কোনটা বিজয়ী হয়। সব শেষে থাকবে আপনার পছন্দের কনফিগারেশন অনুযায়ী আপনার জন্য উপযুক্ত কম্পিউটার বেছে নেওয়ার সুযোগ।
তাহলে চলুন শুরু করি, তবে শেষ সমাধান পাওয়ার আগে আর কোন ঝগড়া নয়।
আপনি অনেক সাধনার পরে একটা ম্যাক পিসি কিনলেন তারপর দেখা গেলো সচরাচর যেভাবে আপনি অভ্যস্ত তার সাথে নতুন সিস্টেমে অনেক ফারাক দেখা দিয়েছে। ম্যাকের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলো আপনার কাছে উইন্ডোজের জন্য পিসির মতো এতোটা সহজবোধ্য হয়তো আর লাগছেনা। তবে সেটা বড় কোন সমস্যা নয়।
আপনি হয়তো জানেন যে, ম্যাকের হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ের নির্মাতা হলো একই কোম্পানি অর্থাৎ অ্যাপল। আপনি যখন কোন টেকনিক্যাল সমস্যায় পড়বেন তখন অ্যাপল কাস্টমার সেন্টারে গেলেই আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ের সমস্যার সমাধান করতে পারবেন।
কিন্তু উইন্ডোজের নিজের কোন ফিক্সট হার্ডওয়্যার সাপোর্ট নেই। আপনি মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও হয়তো কম্পিউটার ব্যবহার করছেন অন্য কোম্পানির। কোন একটা সমস্যায় আপনি হয়তো ভাবছেন যে এটা হার্ডওয়্যারের সমস্যা কিন্তু পরে দেখা গেলো আসলে অপারেটিং সিস্টেম আপনার হার্ডওয়্যার সাপোর্ট করছে না। আমার নিজের পিসিতেও আমি হার্ডওয়্যার সমস্যার কারনে উইন্ডোজ ৮ বা তারপরবর্তি কোন সংস্করণ ব্যবহার করতে পারিনা।
আপনার কি মনে হয় এ ক্ষেত্রে বিজয়ী কে হবে? অ্যাপলের প্রডাক্টের এই টেকনিক্যাল জাতীয় টেকনিক্যাল সমস্যা সমাধানে বেশি সুবিধা থাকায় এক্ষেত্রে বিজয়ী হিসাবে অ্যাপলকেই নির্বাচিত করতে হবে।
আপনি যদি একটি জরিপ করেন যে কতোজন মানুষ উইন্ডোজ পিসি এবং কতোজন মানুষ অ্যাপল ম্যাক ব্যবহার করে তাহলে আপনাকে মোটামুটি আশ্চর্য হতে হবে ব্যবহারকারীর অনুপাত দেখে। কারন বর্তমান বিশ্বে প্রায় ৯০শতাংশ মানুষ উইন্ডোজ পিসি ব্যবহার করে আর মাত্র ১০শতাংশ মানুষ অ্যাপল ম্যাক ব্যবহার করে।
যদি জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করেন তাহলে উইন্ডোজকে ম্যাকের দশগুন উপরে স্থান দিতে হবে। যদিও এতো জনপ্রিয়তার কারন কি তা পরবর্তি অংশেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।
কথায় আছে দামে কিবা আসে যায় কাজে তারপরিচয়। আসলে কথাগুলো কথা বলার প্রসঙ্গেই শুধু বলা যায়, কারন বাস্তব জীবনে দামের সাথে সব সময় আমাদের কাজের সম্পর্ক খুঁজতে হয়। জিনিস যতো ভালোই হোক দাম যদি তার বেশি হয় তাহলে মানুষ সেটাকে কম ব্যবহার করবে সেটাই স্বাভাবিক। বর্তমান বাজারে একটা অ্যাপল ম্যাকের যা দাম তার প্রায় তিন ভাগের একভাগ দাম দিয়ে আপনি একটি উইন্ডোজ পিসির মালিক হতে পারবেন। এ কারনে ম্যাকের চাইতে উইন্ডোজ পিসির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
ম্যাক এবং উইন্ডোজ দামের কারনেই মুলত তাদের প্রধান তফাৎ। সত্যি কথা বলতে কি যাদের অ্যাপলের ম্যাক কেনার সামর্থ্য আছে তারা খুব কম সংখ্যক মানুষ উইন্ডোজ পিসি ব্যবহার করে। যদিও সহজ ব্যবহার বান্ধব হওয়ার কারনেও উইন্ডোজের জনপ্রিয়তা সর্বাধিক।
যেহেতু অ্যাপল ম্যাক একই কোম্পানির হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম দ্বারা চালিত সেহেতু এটা অনেক বেশি ব্যবহার বান্ধব। কারন সব ক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সঠিক সমন্বয়ের মাধ্যমেই সুন্দর একটি ব্যবস্থাপনা সৃষ্টি করা যায়। তাছাড়া অ্যাপল ম্যাকের নিরাপত্তা ব্যবস্থা উইন্ডোজের চাইতে অনেক বেশি শক্তিশালী। কিন্তু সব চেয়ে বড় কথা হলো অ্যাপল ম্যাকের চাইতে উইন্ডোজের ব্যবহারকারী অনেক বেশি থাকার কারনে হ্যাকারদের প্রথম পছন্দ হলো উইন্ডোজ পিসি।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ম্যাক কি শুধু তার সংখ্যালঘুতার কারনে হ্যাকারদের দ্বিতীয় পছন্দ? উত্তরের পক্ষে যুক্তি হলো ৬০ শতাংশের অনেক বেশি। কারন তিমি মাছ যদি আপনি সহজে শিকার করতে পারেন তাহলে নিশ্চয় পুটি মাছ শিকার করতে চাইবেন না। বাকি ৪০শতাংশ উত্তর হলো ম্যাকের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে।
আমি এতোক্ষণ খুব সামান্য টপিক্সের আলোকে অ্যাপল ম্যাক এবং উইন্ডোজ পিসির তুলনা করার চেষ্টা করলাম। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা উপরে উল্লেখিত ৪টি টপিক্সের মধ্যে ম্যাক এবং উইন্ডোজ ৫০-৫০ স্কোর করেছে। এখন নিশ্চয় আপনার দ্বিধান্বিত ভাব আরো বেড়ে গেছে। আপনি হয়তো আপনার নিজের জন্য কোনটা উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারছেন না! বেশি চিন্তার কিছু নেই, আপনার জন্য টিউনের শেষ প্রান্তে রয়েছে আপনার জন্য উপযুক্ত কম্পিউটার বেছে নেওয়ার সুযোগ। নিচের লিংকে ক্লিক করুন এবং হ্যাঁ / না টাইপের ১০টির মতো প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন আপনার উপযুক্ত কম্পিউটার কোনটি?
এতোক্ষণে নিশ্চয় জেনে গেছেন আপনার জন্য কোন কম্পিউটারটি উপযুক্ত। তাহলে এবার দেরী না করে নিচের টিউমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার জন্য উপযুক্ত কম্পিউটারের নাম। আপনার টিউমেন্ট এবং আমার টিউনের মাধ্যমে টেকটিউনস পরিবার জানতে পারবে উইন্ডোজের জাতি বলে পরিচিত বাঙ্গালী জাতি সত্যিকার অর্থেই উইন্ডোজের জন্য উপযুক্ত নাকি অন্য কিছু।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
PC wins !