গত ১৪ ফেব্রুইয়ারি ইউটিউব এক দশক পালন করলো। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ইউটিউব প্রতিষ্ঠিত হয়। এই দশ বছরে ইউটিউব সবার কাছে নিত্য-ব্যবহারিক একটি ওয়েবসাইটে পরিনত হয়েছে। বিনোদন, শিক্ষা এবং মুভি দেখা সহ হাজারো কাজে এখন ইউটিউব ভিডিও স্বীকৃত এবং ইউটিউব বিশ্বের সেরা ভিডিও শেয়ারিং সাইটও বটে। সেই ইউটিউবের সেরা ভিডিওগুলো আপনি দেখবেন না তা কি হয়।
দেখে নিন ইউটিউবের ইতিহাসে সেরা ১০ ভিডিও।
ইউটিউবের সব থেকে সেরা ভিডিও এর তালিকায় প্রথম স্থান অধিকার করে নেই ইউটিউব প্রতিষ্ঠাতা জাবেদ করিমের Me at the Zoo স্থান করে নিছে। ভিডিওটি ইউটিউবের প্রথম ভিডিও। ভিডিওটি এ পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ বার দেখা হয়েছে। দেখে নিন তাহলে ভিডিওটি-
কমেডি ইট'স নট ফান এই শিরোনামে লাইভ শোটি শুক্রবারে আয়োজিত হয়। ভিডিওটি দারুণ আলোড়ন সৃষ্টি করে এবং ইউটিউবের ইতিহাসে এটাই দ্বিতীয় জনপ্রিয় ভিডিও। ১৯৯৫ সালে ভিডিওটি নিয়ে নিউইয়র্ক ম্যাগাজিনে ফিচারও করা হয়েছিল। ভিডিওটির ইউটিউব লিংক পেলাম না তাই Hulu থেকে দিলাম।
ইউটিউব তারকা ইয়ান Hecox এবং এন্থনি Padilla ভিডিও গেম এবং পপ সংস্কৃতি নিয়ে ভিডিওটি ৬ মিলিয়ন দর্শক উপভোগ করেন এবং ৩২ মিলিয়ন সাবসক্রাইবার তৈরি করে। এটি ছিল পোকেমন থিম গান।
দেখুন ভিডিওটি
ভিডিওটি ছিল প্রথম ভাইরাল নিষিদ্ধ বিজ্ঞাপন। যেটা বাস্তব এবং ফেকের মধ্যে পার্থক্য তৈরি করে। ভিডিওটিতে দেখা যায় দুই ব্যক্তি সেতু এবং গাড়ির ভেতর থেকে আরও অন্য জায়গায় একে অন্যের দিকে সান গ্লাস ছুড়ে মারতে। ভিডিও দারুণ জনপ্রিয়তা পায়।
দেখুন ভিডিওটি-
জাস্টিন বিবারের প্রথম গান যেটা তার মা ইউটিউবে আপলোড করে। দারুণ জনপ্রিয়তা পায় ভিডিওটি। যে ভিডিওটির জন্য জাস্টিন বিবার পরিচিত মুখ হয়ে উঠেন।
দেখুন ভিডিওটি-
হোয়াইট হাউজে ২০০৮ সালে বারাক ওবামা যে বক্তব্য দেন, তারই একটা অংশ ছিল এই কথাটা। যা ইউটিউবে এবং বাস্তব জীবনে দারুণ জনপ্রিয়তা পায়। এটা রাজনৈতিক জীবনে ব্যাপক আলোড়ন তৈরি করে। পরে এটি নিয়ে তৈরি করা হয় এই মিউজিক ভিডিওটি।
দেখুন ভিডিওটি-
ইউটিউব নিউজের জন্য কখনো সুফল আনেনি। কিন্তু জাপানের সুনামির সময় হেলিকপ্টার থেকে করা এই ভিডিওটি স্থান করে নেয় ইউটিউবের ইতিহাসে শ্রেষ্ঠ ভিডিওর তালিকায়।
দেখুন ভিডিওটি-
২ মিলিয়ন ভিউ নিয়ে ইউটিউবের ইতিহাসে এটাই সবথেকে বেশিবার দেখা ভিডিও এখন পর্যন্ত। ইউটিউবে আপলোড করার পর ভিডিওটি দারুণ জনপ্রিয়তা পায় সারা বিশ্বে। স্টাইলটি হয়ে উঠে বিশ্বখ্যাত।
দেখুন ভিডিওটি-
ভিডিওটি ২০১৪ সালের আইচ বাকেট চ্যালেঞ্জের একটি পার্ট। বিল গেটস এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করেন। সাথে অনলাইন বিশ্বে পরিচিত হয়ে উঠে ভিডিওটি। সমগ্র বিশ্ব হুমড়ে পরে ভিডিওটি দেখার জন্য।
আপনিও দেখুন ভিডিওটি-
গ্লোজেল নামক সাংবাদিক ২০১৫ তেই প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎকার নেন এবং সেটা তিনি ইউটিউবে প্রকাশ করেন। যেটা মানুষ দেখার জন্য প্রতিযোগিতা শুরু করে আরকি। সাথে সাথে ভিডিওটি অনলাইন বিশ্বে রেকর্ড গড়ে ফেলে এবং সেটা ইউটিউবের ইতিহাসে সেরা ভিডিও এর একটি।
দেখুন ভিডিওটি-
ইউটিউবএর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা টেকটিউনসের পাঠক কেন সেরা ইউটিউব ভিডিওগুলা দেখবেন না? তাই কি হয়!
সেজন্য আপনাদের জন্য ঠিকই চলে আসলো সর্বকালের সেরা সেই ১০ টি ইউটিউব ভিডিও।
ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
৪ এবং ৭ নাম্বার টা ভাল লাগসে।