নিরেট দেয়ালের ওপাশে কী হচ্ছে, তা-ও জানা যাবে সহজেই। ওয়াই-ফাই সংকেতযুক্ত নতুন একটি প্রযুক্তির সাহায্যে আড়ালের তথ্য সংগ্রহ করা যাবে। মার্কিন গবেষকেরা ওয়াই-ফাই সংকেত ব্যবহার করে রোবটের সাহায্যে নিরেট দেয়ালের অন্য পাশের দৃশ্য দেখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। পিটিআইয়ের এক খবরে এ তথ্য জানানো হয়।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, শান্তা বারবারার গবেষকেরা রোবটে এক্সরে ভিশন যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। এতে রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত ব্যবহার করে পুরু দেওয়ারের পাশে থাকা বস্তু বা মানুষের কার্যকলাপ দেখা সম্ভব হবে তাঁরা দাবি করেছেন।
গবেষকেরা জানান, তাঁরা এই প্রযুক্তিটির পেটেন্ট করাচ্ছেন। এতে দেয়ালের অপর পাশের বস্তুটির ছবি দেখার পাশাপাশি বস্তুর অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যাবে। এতে ওই এলাকা সম্পর্কে আগে কোনো তথ্য না থাকলেও চলবে।
রোবটে এই প্রযুক্তি যুক্ত হওয়ায় তা নানা উপকারে লাগবে। কোনো উদ্ধার অভিযান বা দুর্যোগে প্রতিকূল পরিস্থিতিতে বস্তু খোঁজা বা উদ্ধারে কাজে লাগানো যাবে। রোবট ছাড়াও এই প্রযুক্তি ওয়াই-ফাই সুবিধাযুক্ত পণ্যে যুক্ত করা যাবে।
অর্থাত্ স্মার্টফোন, ল্যাপটপেও এই প্রযুক্তি যুক্ত হলে তা ব্যবহার করে নিরেট দেওয়ালের অপর পাশের তথ্য জানা যাবে।
এর আগে গত বছর জুনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনেও এ ধরনের প্রযুক্তির তথ্য জানানো হয়েছিল।
ওই প্রতিবেদনে জানানো হয়, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষকেরা ওয়াই-ফাইয়ের নিরেট দেয়ালের ওপাশের তথ্য জানার জন্য একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। দেয়ালের ওপাশের চলমান কোনো বস্তুকে শনাক্ত করতে ওয়াই-ফাই ব্যবহারে তৈরি এ পদ্ধতিটির নাম দেন ‘ওয়াই-ভাই’।
এই পদ্ধতিতে দেয়ালের আড়ালে কী ঘটছে, তা দেখার জন্য মুঠোফোনই যথেষ্ট। এটি বিশেষ ধরনের ওয়্যারলেস পদ্ধতি। ওয়াই-ফাই বেতার তরঙ্গ পরিমাপ করে দেয়ালের ওপাশের কোনো বস্তুর কম রেজুলেশনে ছবি তোলা সম্ভব।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও মোবাইল ফোনের সাহায্যে দেয়াল ভেদ করে ছবি তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার দাবি করেছিলেন। ইলেকট্রো-ম্যাগনেটিক স্পেকট্রাম ও কনজুমার গ্রেড মাইক্রোচিপ উদ্ভাবনের কথা জানিয়েছিলেন তাঁরা।
আমি মোঃ মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 662 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Awsome..!!