বর্তমান হ্যাক এবং হ্যাকারস নিয়ে কিছু কথা, কাজে লাগতে পারে আপনারও

….Hack & Hacker….

নামটি খুব আলচিত ও আতংকিত একটি নাম। ইদানিং অনেকের মুখে শুনছি ভাই আমার আইডি হ্যাক হইছে । ভাই আমারে বাচান।

আবার, ভাই আমার একজনের আইডি লাগব প্লীজ একটু হ্যাক করে দিন । আবার কিছু পোলাপাইন আছে চার অক্ষরের (Hack) শব্দটির উচ্চারণ শিখেই নিজেকে অনেক বড় হ্যাকার মনে করে থাকে । আমার এই লিখাটি আজ তাদের জন্যই ।

তো চলুন প্রথমে জেনে নেই কি কারনে আমাদের ফেইবুক বা, মেইল আইডি হ্যাক হয় ?

আসলে বর্তমানে Professional কোন হ্যাকার এই ধরনের কাজে লিপ্ত নয় । আপনারই আশে-পাশে থাকা ভাইবোন , বন্ধু-বান্ধব আপনাকে ফাকি দিয়ে নিজেদের কটু বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে বোকা বানিয়ে আপনাদের পাসওয়ার্ড চুরি করে নিচ্ছে । কাজেই নিজেদের একটু সতর্কতাই পারে আপনাদের হ্যাকিং এর হাত থেকে বাঁচাতে । বর্তমানে ফেইবুকের নিজস্ব প্রাইভেসি খুব শক্তিশালী। কোন নতুন আইডিও হ্যাক করা অনেকটা ইম্পসিবল । আর কোন প্রটেক্টেড আইডি হ্যাক!!!

মনে রাখবেন আপনার বোকামির জন্যই আপনার আইডিটি হ্যাক হয়ে যায় । আপনি যদি সিন্দুকের চাবি যেখানে সেখানে রেখে দেন তাহলে যা হয় আর কি!

এবার আসুন যেনে নেই বর্তমানের পুচকে হ্যাকারদের কথা-

বর্তমানে কিছু পোলাপাইন আছে, যারা Fishing, Scaming , অথাবা, নতুন কিছু Hacking Tool Use  করে আপনার নিকটেই ফাদ পেতে রাখে । আর আপনি চলার পথে সে ফাদে পা পরে যাওয়াটাই সভাবিক । যেমন ধরুন আপনি অনেক সময় ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখেন । হঠাত একদিন আপনার এক বন্ধু এসে আপনার কম্পিউটারে বসে আপনার পাসওয়ার্ড জেনে ফেলল । যা করতে হলে কোন প্রফেশনাল হ্যাকার হতে হয় না । বর্তমানে তেমন শুধু Google এ গিয়ে (How To See Own Browser Password) লিখলেই পেয়ে যাবে অনেক তথ্য । আবার কেউ বা ফেইসবুকের Apps কে কাজে লাগাচ্ছে, যেমন – অটো লাইক, টপ ফ্রেন্ডস, লাভ ফাইন্ডার, ইত্যাদি নামের । যা আপনারা প্রতিনিইয়তই করে আসছেন । কি ঠিক বললাম কি না?  আবার Fishing/ Pushing পেজ এর মাধ্যমেও আপনার বোকামিকে কাজে লাগাচ্ছে তারা ।

আসলে যারা অক্লান্ত পরিশ্রম করে Hacking শিখে তারা আপনাদের আইডি হ্যাক করে ৫০০- ১০০০ টাকা ভিক্ষা চাওয়ার জন্য শিখে না । কারন হ্যাকিং টাও একটা প্রফেশন । তারা দাদের মেধা কে জায়গা মতই কাজে লাগায় । আর ফেইসবুক হ্যাক করে যারা নিজেদের হ্যাকার মনে করছে তারা নেহাত ভিক্ষুক ছাড়া আর কিছু নয় । বরং তারা হ্যাকিং নামটির মর্যাদা নষ্ট করছে । মনে রাখবেন একজন প্রফেশনাল হ্যাকার কখনই পাবলিক প্লেসে নিজেদের পরিচয় বিলিয়ে বেড়াবে না ।

লিখাটি খুব অনেক সময় নিয়ে লিখেছি , আশা করি কেউ কপি করে নিজের নামে চালিয়ে দিবেন না, ভাল লাগলে শেয়ার করতে পারেন ।

---- DreamLess Himu Present ----

ফেইসবুকে আমি- হিমু

Level 2

আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

use Two step Varification/Login approval,জুকারবার্গ এর ও ক্ষমতা নাই আপনের ফেইসবুক id হ্যাক করে.ফেইসবুক id নিরাপত্তা নিয়ে অনেক টিউন করা আছে techtunes এ চাইলে দেখতে পারেন।আর আবুল মার্কা user দের id ফিসিং করে বেশি হ্যাক হয়.আর হ্যাক হলে http://www.facebook.com/Hacked এ গিয়ে মেইল এড্রেস দিয়ে id রিকভার করতে পারেন(এর উপরেও টিউন করা আছে).এখনকার সময় বাংলাদেশের হ্যাকার রা সব বিখ্যাত so they couldnot hack any targeted facebook id,but everyone should be warned.”prevention is better then cure”.
ঐ মাইরালা আম্রে মাইরালা…………………………………..

এই টিউনে অনেক কিছু শেখার আছে । 🙂

Ar Ki Bolbo Vai Apnar Tune Theke Kichu Sikhte parlam Thanks

ধন্নবাদ ঠিক কথা বলসেন মানুষ সামান্য ফেসবুক হ্যাক করতে পারলেই মনে করে মুই কি হনু রে !!!!!!

Level 0

যারা ফেসবুক হ্যাক করে তারা হ্যাক মানে কি তাইতো যানে না। হা হা হা!!!!

“যার ফেইসবুক হ্যাক করে যারা নিজেদের হ্যাকার মনে করছে তারা নেহাত ভিক্ষুক ছাড়া আর কিছু নয় ।”
সেরা বলেছেন ।

ভাইয়ারা, আমি কি বলব? টিটি থেকে একটি সফটওয়ার নামানো পর দেখি আমার ফেজবুক, জিমেইল, ইয়াহু, স্কাইপি আইডি সহ ৭/৮টি আইডি হ্যাক হয়ে গিয়াছে। এমনকি রিকভার আইডি সিকিউরিটি প্রশ্ন পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর রহমতে ৮দিন পর ২টি আইডি উদ্ধার করি। বাকী আইডি গুলো এমন সিস্টেম করি আইডি গুলো তারাও ব্যবহার করতে পারবে না। যারা হ্যাক করেছে তারা যেমন তেমন লোক নয়, বাংলাদেশের প্রথম শ্রেণীর হ্যাকার গুলোর একটি। যারা ভারতের ২০হাজার ওয়েব সাইট হ্যাক করেছে। আমি কিন্তু হ্যাকার নই।এই বিপদে পরার পর, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখিয়াছি। নাম এ জন্য বলিতেছিনা।কোন সময় বা না জানি, আমার কম্পিউটার আইপি বা যে কোন মাধ্যমে আমার কম্পিউটার হ্যাক করে বসে। অপনাদের অনুরোধ টিটি হোক যে কোন সাইট হউক। বাংলাদেশী হউক বা বিদেশী হউক। কাউকে বিশ্বাস করবেন না। যত বলুক , আমরা বাংলাদেশ কে এ করতাছি , ওই করতাছি, অশ্লিল পেজ বন্ধ করতাছি, বিদেশী আক্রমন থেকে বাচাইতাছি। হা, যদি সফটওয়ার নামাইতে চান। তাহলে ২/৩দিন পর কমেন্টস এ দেখবেন, কেউ হ্যাক সফটওয়ার বলেছে কিনা? সাবধানের মাইর নাই।