আপনার SSD (Solid State Drive) এসএসডি’র আয়ু বাড়ান-

এখন অনেকেই SSD (Solid State Drive)ব্যবহার করছেন। আমি কোর আই সেভেন পিসিতে ৮ গিগাবাইট র‌্যাম ব্যবহার করেও ঠিক যতটা স্পিড আশা করছিলাম তা পাচ্ছিলামনা। শেষ পর্যন্ত SSD কেনার পর  পিসি’র গতি যেমন চাচ্ছিলাম তেমনটাই পেলাম। আসলে যারা সেলেরন প্রসেসর যুক্ত পিসি ব্যবহার করেন তারাও যদি SSD ব্যবহার করেন তাহলে দারুন গতি পাবেন। আমি অপারেটিং সিস্টেম ও অন্যান্য প্রোগ্রাম SSD তে ইনস্টল করেছি। বাড়তি ফাইল; মুভি, ফটো ইত্যাদি হার্ডডিস্কে রেখেছি। আসলে এটাই নিয়ম। SSD হার্ডডিস্কের চেয়ে টিকেও অনেক বেশি। তবে এর দাম হার্ডডিস্ক এর চেয়ে অনেকগুন বেশি। ৬৪ গিগা’র SSD র দাম ৯,৫০০ টাকা! যেখানে পাঁচ-ছ’হাজারে ১ টেরাবাইট হার্ডডিস্ক পাওয়া যায়। যারা পারফরমেন্স আশা করেন তাদের জন্য SSD মাস্ট।

এখন এর আয়ু বাড়াতে কি কি করতে হবে শিখে নিন।

  • ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করবেন না। উল্টো কথা শুনে চমকাবেননা। ঘটনা সত্যি। এর টেকনোলজি আলাদা। ডিস্ক ডিফ্রাগমেন্ট করলে লাভের চেয়ে ক্ষতি বেশি। ডিস্ক ডিফ্র্যাগমেনট বন্ধ করতে ডিস্ক ডিফ্রাগমেন্ট এ গিয়ে Run on a schedule box  টিক চিহ্নটি উঠিয়ে দিন।

উইন্ডোজ সেভেনের search indexing বন্ধ করুন। এটাও SSD জন্য ভাল। কিভাবে? উইন্ডোজের সার্চ বক্সে লিখুন: services.msc নিচের মত উইন্ডো আসবে।

এবার উইন্ডোজ সার্চ খুঁজে রাইট ক্লিক করে স্টপে ক্লিক করুন। এবার প্রোপার্টিজ এ যান।স্টার্ট আপ টাইপে ক্লিক করে ডিজ্অ্যাবল করে দিন।

  • হাইবারনেটিং বন্ধ করুন। কমান্ড প্রোম্পট এ গিয়ে লিখুন powercfg.exe /hibernate off এরপর এন্টার দিন।
  •  TRIM ব্যবহার করুন। কমান্ড প্রোম্পট এ গিয়ে লিখুন:

             fsutil behavior query disabledeletenotify এবার এন্টার দিন। যদি ঠিকঠাক টাইপ করে থাকেন তাহলে আসবে

'DisableDeleteNotify = 0' যদি না আসে তাহলে আপনার এসএসডি’র ফার্মওয়্যার আপডেট করতে হবে।

বলা রাখা ভাল যে, এসএসডি কিনলে ঐ নির্দিষ্ট কোম্পানীর নিজস্ব টুলস থাকে। তার মধ্যে ট্রিম যুক্তই থাকে। সেখান থেকেও চালাতে পারেন।

আপনি ও আপনার SSD ভাল থাকুন

(বি:দ্র: অন্যান্য সাইটের সাহায্য নিয়ে লেখা।)

Level 2

আমি মুহাম্মদুল্লাহ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এক্সপ্লোরার......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার এইচপি ল্যাপটপের সাথে ২৪জিবি এসএসডি আছে তবে সেখানে আমি সিষ্টেম ব্যাকআপ করে রাখছি ।

Level 0

Thanks