মাইক্রোসফটের জি,এম এখন বাংলাদেশের শাকিল। জানুন তার সম্পর্কে।

মাইক্রোসফটের গ্লোবাল বিজনেস সাপোর্ট বিভাগের জাপান শাখার জেনারেল ম্যানেজার পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের যশোরের  মোস্তাক শাকিল আহমেদ।

আসুন জানি শাকিল সম্পর্কে-

  • মোস্তাক শাকিল আহমেদ  প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানের দায়িত্ব পেলেন।

  • শাকিল শিংহুয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটারে উচ্চতর ডিগ্রী নিয়ে গত ১৪ বছর ধরে মাইক্রোসফট এ কর্মরত আছেন।
  • এর আগে তিনি এশিয়ার কনজুমার সাপোর্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে জাপান মাইক্রোসফটে কর্মরত ছিলেন।

  • তিনি তাছাড়া  সিয়াটলে মাইক্রোসফট এর প্রধান কার্যালয়ে বিভিন্ন ইঞ্জনিয়ারিং বিভাগের ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন।
  • উইন্ডোজ এক্সপির বাংলা সংস্করণ এর সময় শাকিল উইন্ডোজ বিভাগে কর্মরত ছিলেন এবং প্রত্যক্ষভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন।
  • অধিকাংশ সময় দেশের বাইরে থাকলেও তিনি দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন।

ডিজিটাল বাংলাদেশের জন্য ভবিষ্যতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন  মোস্তাক শাকিল আহমেদ
মাইক্রোসফটের এই নতুন জি,এম শাকিলের গ্রামের বাড়ি যশোর জেলায়।  😆

এখানে ফেসবুক পেজ, শুধু প্রযুক্তি- লাইক এন্ড আপডেট।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যশোরে আমিও থাকি ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @রাকিব হাসান: ধন্যবাদ রাকিব ভাই। আমরা আমরাই তো।

এখন দেখি বড় বড় কোম্পানি এর ভাল ভাল পোস্ট এ চাকরি করে বাঙালিরা।
ধন্যবাদ আমাদের জানানোর জন্য।

    @মোঃ আলমগীর হোসেন: ধন্যবাদ। টেকটিউনসের সাথে থাকুন। 🙂

Level 0

ধন্যবাদ ভাই খুব সুন্দর টিউন এর জন্য।