বাজারে থাকা স্যামসাং মেমোরি কার্ড থেকে সাবধান

স্মার্টফোনের জন্য ক্ষতিকারক হতে পারে দেশের বাজারে প্রাপ্ত স্যামসাং মেমোরি কার্ড। বাংলাদেশে স্যামসাং কোনো মেমোরি কার্ড পরিবেশন করে না। অথচ দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের মেমোরি কার্ড! ঈদ সামনে রেখে দেশের প্রযুক্তি বাজারে ছড়িয়ে পড়েছে

স্যামসাংয়ের নাম ব্যবহার করা জাল মেমোরি কার্ড।

ফলে স্যামসাং ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি হওয়া মেমোরি কার্ড কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। দেশের সর্ববৃহৎ কম্পিউটার বাজার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান মার্কেট থেকে ‘স্যামসাং মাইক্রো এসডিএইচসি কার্ড’ কিনে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের অভিযোগ, মেমোরি কার্ডের গায়ে ১৬ জিবি লেখা থাকলেও ব্যবহারের সময় দেখা গেছে এর স্টোরেজ আসলে ১০ জিবি। এ ছাড়া, ৮ জিবি ও ৩২ জিবি মেমোরি কার্ডগুলোতেও সঠিক পরিমাণ স্টোরেজ নেই। ‘ক্লাস ১০’-এর মেমোরি কার্ড বলা হলেও প্রকৃতপক্ষে তা ‘ক্লাস ৪’-এর চেয়েও কম গতিসম্পন্ন।

এ প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী স্যামসাংয়ের নাম ব্যবহার করে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। প্রতিরোধে ক্রেতাদের সচেতন থাকতে হবে।

জাল মেমোরি কার্ড স্মার্টফোনের মাদারবোর্ডের জন্যও ক্ষতিকর। তাই যাচাই করে মেমোরি কার্ড কেনা এবং অরিজিনাল মেমোরি কার্ড ব্যবহারের পরামর্শ তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স কর্তৃপক্ষের।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। একবার ঘুরে আসার অনুরোধ রইলো । আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই আমি নিজেই প্রতারিত হইছি । একটা ক্লাস ১০ এর মেমোরি কার্ড কিনছিলাম, কিন্তু এটার রাইট স্পিড ক্লাস ৪ এর চেয়েও অনেক কম ।

    @Parish: আমি ও নিজেই হয়েছি বলে টিউন করলাম যাতে অন্যরা প্রতারিত না হয়।

Level 0

Thanks vai.@ Atikur Rahman.

আমি তো কাল রাতেই একটা কিনলাম। এটা যে আসল স্যামসাং না, সেটা জেনেই আমি নিয়েছি। কিন্তু স্পিড এতো কম হলে তো সমস্যা! আমি এখনো টেস্ট করিনি।

Samsung না নিয়ে Transend বা SanDisk নিতে পারেন।

Level 0

কয়েক মাস আগে আমি একটা নিছিলাম, স্পীড ক্লাস ১০ এর মতই ছিল।

ভাই আমি কিনতে কিনতে বেচে গেছি কিন্তু এইস সি এর একটা কিনছি এটা যে কোন ক্লাস এ পড়ে বুঝমু কেমনে সাহায্য দরকার।তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।।

Level 0

Vai, Ami tosiba 8 GB kinsi 1 maser moddei damage .

লেখক বলেছেন- <<<>>>
তবে কি বাংলাদেশের বাহিরে অন্য দেশে পরিবেশন করে? আমার কর্মস্থলে পৃথিবীর নামকরা সব ব্রান্ডের প্রোডাক্ট রয়েছে। সবই অরিজিনাল এবং এখানে দু’নাম্বারি হওয়ার কোন প্রশ্নই আসেনা। আজ পর্যন্ত কোথাও কোন দোকানে স্যামসাংয়ের মেমোরি কার্ড নজরে আসেনি। তাই প্রশ্ন রইল কোন কোন দেশে স্যামসাংয়ের মেমোরি কার্ড বিক্রি হয়।

ভাই আপনার আসেনি কিন্তু আমিতো কিনে ধরা খেয়ে বসে আছি।

Level 0

joto vua jinis sob bikri hoy Multiplan center e….