দেশের সবাই যখন উবুন্তুর জোয়ারে ভাসছে তবে আমি আর বসে থাকি কেন? আবাল বৃদ্ধ বনিতা সহ সবাই উবুন্তুউউবুন্টু বলে মুখে ফেনা তুলে ফেলেছে উবুন্তুর এই সুবিধা ওই সুবিধা হ্যান ত্যান ইত্যাদি ... এতটাই কৌতহলী ছিলাম যা বলার অপেক্ষা রাখে না . উবুন্টু সম্পর্কে ভালো ভাবে যে কারু থেকে জানব এমন উপায় ও ছিল না। যতটুকু জানার তা জেনেছি ইন্টারনেট এর উবুন্টু বিজ্ঞ ভাই দের টিউন মারফত তখন বিস্ত্তারিত কেউ লিখত না ..... অতপর সকল দোকানে খোজ করার পরেও যখন এই উবুন্টু এর সিডি পাচ্ছিলাম না ..তখন একরকম বাধ্য হয়েই ডাউনলোডাইলাম .. যাই হোক .. কারওয়ান বাজার এর বিখ্যাত কিছু ওয়াইফাই কে আমি প্রায় 2 বছর যাবত একটু ব্যাকা ত্যারা ভাবে ব্যবহার করে আসছিলাম .. ব্যাকা ত্যাড়া ভাবে ক্যামনে চালাই সে বিষয়ে আরেক দিন টিউনামু ... তো এই ওয়াইফাই এর মারফতে অবশেষে উবুন্টু এর ইমেজ তা ডাউনলোড করিলাম
এইবার ইনস্টল দেওয়ার পালা ... রাম রাম বলিয়া বাজারে গেলাম ডিস্ক কিনতে ডিস্কে নগদে বার্ন কইরা সাধের ল্যাপি এর রম এর মধ্যে হান্দাইয়া দিলাম প্রথম প্রথম হয়ত তাই এমন .. উইন্ডজ এর মত চোখ বন্ধ কইরা ইনস্টল দেওয়ার মত না
অতপর ইনস্টলেশন সম্পন্ন করিবার মনিটর এর ডেস্কটপ এর দিকে তাকাইয়া আমার ভিমরি খাওয়ার মত দশা হইয়া গেল .. ভালো করিয়া চোখ মুছিয়া যাহা দেখিলাম তাহা দেখিবার জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না .. দেখিলাম আমার 1 টেরাবাইট হার্ড ডিস্ক এর পার্টিশন গুলা সহ ফরমেট হয়ে গেছে
মানে ফুল হার্ড ডিস্ক এর একটা পার্টিশন দেখাইতাসে .. যা হবার তাই হয়ে গেছে বলে আমি মানিয়া নিয়া বন্ধুকে ফোন করে অর ল্যাপি নিয়া বাসায় আসতে বললাম .. অতপর ডাটা রিকভারি করে সে যাত্রায় রক্ষা পেলাম।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি আপনাদের উবুন্টু ব্যবহার করা থেকে বিরত রাখতে বলছি ?
না কখনই না ,, আপনি অবশ্যই উবুন্টু ব্যবহার করবেন, তবে?
তবে কথা হচ্ছে আপনাকে উবুন্টু কি তা অবশ্যই জানতে হবে আগে
সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা , শেখার প্রবনতা , এবং ইচ্ছার উপর নির্ভর করছে.আপনি প্রতি মাস এই 1 এমবিপিএস এর লাইন ব্যাহার করেন সেক্ষেত্রে আপনার জন্য উবুন্টু ইনস্টল করা জায়েজ . কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া উবুন্তুর এ পয়সার ও মুল্য নাই .. কারণ .. ইনস্টল করার পর আপনি যদি একটা গান ও প্লে করতে পারবেন না কারণ আপনাকে অবশ্যই প্লেয়ার এর কোডেক ডাউনলোড করতে হবে সুধু মাত্র তার পরেই আপনি গান এবং ভিডিও প্লে করতে পারবেন
আপনি যদি ইউজালি অ্যাডভান্স ইউসার হয়ে থাকেন এবং ক্লাউড কম্পিউটিং কোড ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা থাকে .. তাহলে আপনাকে উবুন্টু ব্যবহার এর উপযুক্ত আছেন কারণ উবুন্টু এর মাক্সিমাম কাজ ই হয় টার্মিনাল এর মাধ্যমে . তবে উবুন্টু এর জন্য এর আলাদা কমান্ড আছে সেটা অবসই অন্য কথা তবে আপনার কোড সম্পর্কে ধারণা না থাকলে এইসবের কিছুই বুজবেন না
আপনি সার্ভার ব্যবহার করে থাকেন বা আপনার যদি কোন নিজেস্ব সার্ভার থাকে তবে আপনি উবুন্টু ব্যবহার করতে পারেন . আজকাল কের বেশির ভাগ সার্ভার এ উবুন্টু এর সার্রভার দ্বারা নিয়ন্তিত হয় . ফেসবুক সহ বিখ্যাত টেক জায়ান্ট গুগলের সার্ভার ও উবুন্টু এর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে . কারণ উইন্ডজ এর সার্ভার থেকে উবুন্টু এর সার্ভার এর ঝামেলা মুক্ত . উইন্ডজ এর মত নাই কোন ভাইরাস . আপনার ডাটা গুলো থাকবে সব সময় সুনীয়য়্ন্ত্রিত এবং সুরক্ষিত
শেষ কথা হিসাবে আমি যেই বলতে চাই ,,,, আপনি যদি ভালোভাবে উবুন্ট সম্পর্কে না জানেন তবে ভুলেও নিজে নিজে এটা করতে যাবেন না .. তাহলে আপনার ই ক্ষতি ,,, উবুন্টু নিয়ে অনেক ভাই ই অনেক কথাই বলে ..কিন্তু আসল কথা টা কেউ বলেন না ভাই !
দুরবস্থার এই দেশ , যে দেশে ইন্টরনেট নিয়েই যখন টানাহেচড়া করতে হয়। সেখানে উবুন্টু চালানো মরার উপর খরার ঘা ছাড়া র কিছুই না
ধন্যবাদ সবাই কে .,,
ভালো থাকবেন , ভুল হলে ক্ষমা করবেন , আজকের মত আলবিদা
আমি Gameb0y। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vi ami linux dite jia duiber hard disk formate dise