আমার উবুন্টু ইনস্টল , 1 টেরাবাইট হার্ড ডিস্ক ফরম্যাট , অতপর একটি গল্প !

দেশের সবাই যখন উবুন্তুর জোয়ারে ভাসছে তবে আমি আর বসে থাকি কেন? আবাল বৃদ্ধ বনিতা সহ সবাই উবুন্তুউউবুন্টু বলে মুখে ফেনা তুলে ফেলেছে উবুন্তুর এই সুবিধা ওই সুবিধা হ্যান ত্যান ইত্যাদি ... এতটাই কৌতহলী ছিলাম যা বলার অপেক্ষা রাখে না . উবুন্টু সম্পর্কে ভালো ভাবে যে কারু থেকে জানব এমন উপায় ও ছিল না। যতটুকু জানার তা জেনেছি  ইন্টারনেট এর উবুন্টু বিজ্ঞ ভাই দের টিউন মারফত  তখন বিস্ত্তারিত কেউ লিখত না ..... অতপর সকল দোকানে খোজ করার পরেও যখন এই উবুন্টু এর সিডি পাচ্ছিলাম না ..তখন একরকম  বাধ্য হয়েই  ডাউনলোডাইলাম .. যাই হোক .. কারওয়ান বাজার এর বিখ্যাত কিছু ওয়াইফাই কে আমি প্রায় 2 বছর যাবত একটু ব্যাকা ত্যারা ভাবে ব্যবহার করে আসছিলাম  .. ব্যাকা ত্যাড়া ভাবে ক্যামনে চালাই সে বিষয়ে আরেক দিন টিউনামু   ... তো এই ওয়াইফাই এর মারফতে অবশেষে উবুন্টু এর ইমেজ তা ডাউনলোড করিলাম

এইবার ইনস্টল দেওয়ার পালা ... রাম রাম বলিয়া বাজারে গেলাম ডিস্ক কিনতে ডিস্কে নগদে বার্ন কইরা সাধের ল্যাপি এর রম এর মধ্যে হান্দাইয়া দিলাম প্রথম প্রথম হয়ত তাই এমন .. উইন্ডজ এর মত চোখ বন্ধ কইরা ইনস্টল দেওয়ার মত না

অতপর ইনস্টলেশন সম্পন্ন করিবার  মনিটর এর ডেস্কটপ এর দিকে তাকাইয়া আমার ভিমরি খাওয়ার মত দশা হইয়া গেল .. ভালো করিয়া চোখ মুছিয়া যাহা দেখিলাম তাহা দেখিবার জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না .. দেখিলাম আমার 1 টেরাবাইট হার্ড ডিস্ক এর পার্টিশন  গুলা সহ ফরমেট হয়ে গেছে

মানে ফুল হার্ড ডিস্ক এর একটা পার্টিশন দেখাইতাসে .. যা হবার তাই হয়ে গেছে বলে আমি মানিয়া নিয়া বন্ধুকে ফোন করে অর ল্যাপি নিয়া বাসায় আসতে বললাম .. অতপর ডাটা রিকভারি করে সে যাত্রায় রক্ষা পেলাম।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি আপনাদের উবুন্টু ব্যবহার করা থেকে বিরত  রাখতে বলছি ?

না কখনই  না ,, আপনি অবশ্যই উবুন্টু ব্যবহার করবেন,  তবে?

তবে  কথা হচ্ছে আপনাকে উবুন্টু কি তা অবশ্যই জানতে হবে আগে

আপনি উবুন্টু ব্যবহার করবেন কি করবেন না ?

সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা , শেখার প্রবনতা , এবং ইচ্ছার উপর নির্ভর করছে.আপনি প্রতি মাস এই 1 এমবিপিএস এর লাইন ব্যাহার করেন  সেক্ষেত্রে আপনার জন্য উবুন্টু ইনস্টল করা জায়েজ . কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া উবুন্তুর এ পয়সার ও মুল্য নাই .. কারণ .. ইনস্টল করার পর আপনি যদি একটা গান ও প্লে করতে পারবেন না কারণ আপনাকে অবশ্যই প্লেয়ার এর কোডেক ডাউনলোড করতে হবে সুধু মাত্র তার পরেই আপনি গান এবং ভিডিও প্লে করতে পারবেন

আপনি যদি অ্যাডভান্স ইউসার হন।

আপনি যদি ইউজালি অ্যাডভান্স ইউসার হয়ে থাকেন এবং ক্লাউড কম্পিউটিং কোড ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা থাকে .. তাহলে আপনাকে উবুন্টু ব্যবহার এর উপযুক্ত আছেন  কারণ উবুন্টু এর মাক্সিমাম কাজ ই হয় টার্মিনাল এর মাধ্যমে . তবে উবুন্টু এর জন্য এর আলাদা কমান্ড আছে সেটা অবসই  অন্য কথা তবে আপনার  কোড  সম্পর্কে ধারণা না থাকলে এইসবের কিছুই বুজবেন না

আপনার যদি সার্ভার থাকে ....

আপনি সার্ভার ব্যবহার করে  থাকেন বা আপনার যদি কোন নিজেস্ব সার্ভার থাকে তবে আপনি উবুন্টু ব্যবহার করতে পারেন . আজকাল কের বেশির ভাগ সার্ভার এ উবুন্টু এর সার্রভার দ্বারা  নিয়ন্তিত হয় . ফেসবুক সহ বিখ্যাত টেক জায়ান্ট গুগলের সার্ভার ও উবুন্টু এর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে . কারণ  উইন্ডজ এর সার্ভার থেকে উবুন্টু এর সার্ভার এর ঝামেলা মুক্ত . উইন্ডজ এর মত নাই কোন ভাইরাস . আপনার ডাটা গুলো থাকবে সব সময় সুনীয়য়্ন্ত্রিত  এবং সুরক্ষিত

শেষ কথা হিসাবে আমি যেই বলতে চাই ,,,, আপনি যদি ভালোভাবে উবুন্ট সম্পর্কে না জানেন তবে ভুলেও নিজে নিজে এটা করতে যাবেন না .. তাহলে  আপনার ই ক্ষতি ,,,  উবুন্টু নিয়ে অনেক ভাই ই অনেক কথাই বলে ..কিন্তু আসল কথা টা কেউ বলেন না ভাই !

দুরবস্থার এই দেশ , যে দেশে ইন্টরনেট নিয়েই যখন টানাহেচড়া করতে হয়। সেখানে উবুন্টু চালানো মরার উপর খরার ঘা ছাড়া র কিছুই না

ধন্যবাদ সবাই কে .,,
ভালো থাকবেন  , ভুল হলে ক্ষমা করবেন , আজকের মত আলবিদা

Level 0

আমি Gameb0y। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi ami linux dite jia duiber hard disk formate dise

    বিয়াপক জ্ঞান অর্জিত হইল।
    ২০০৯ সালে আমিও এইভাবে আমার হার্ডডিস্ক উৎসর্গ করেছিলাম। আমার শ্রদ্ধেয় স্যারের বক্তব্য ছিলো লিনাক্স ইনস্টল করে গান চালাতে পারলে মনে করবা তুমি অনেক কিছু শিখেছ। বি:দ্র: স্যার ২০০১-০২ সালে BSC পাশ করা। তার জ্ঞানের পরিধি যেমনটি বাড়ে নি ২০০৯ সাল পর্যন্ত কিন্তু সে অনুযায়ি লিনাক্স বেস্ড অপারেটিং সিস্টেমগুলা কিন্তু ঠিকই উন্নত হয়েছে।

    আপনি যে ভুল করেছেন, তা আমরা সবাইকে বার বার বলি, একটু পড়ুন, তারপর ইনস্টল দিন। কে শুনে কার কথা :@ । সব কিছু হারায় দোষ পরে লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমগুলার উপরে।

    যাই হোক, আমি এখন যে অপারেটিং সিস্টেম থেকে লিখছি, তা হল ডিপিন লিনাক্স। যা ইনস্টল করলে অন্তত গান শুনতে পারবেন বা মুভি দেখতে পারবেন। এটার জন্য ইন্টারনেট লাগবে না। আশা করি একটি সমাধান দিয়েছি।

    #উবুন্টু কার জন্য, এই প্রশ্ন যদি আমাকে কেউ করে, তাহলে আমি বলব উবুন্টু সবার জন্য। উবুন্টুর একটি ভ্যারিয়েন্ট এডুবুন্টু, যা তিনটি স্তরে আছে। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ছাত্র-ছাত্রীদের কথায় মাথায় রেখে পর্যায়ক্রমে এই তিনটি অপারেটিং সিস্টেম বানানো। আপনি চাইলে একটিতেই সব ইনস্টল দিয়ে মজা নিতে পারেন। এরপরের মানুষের কথা না বলি 🙂

    @nil.akash: ভাই কোন দিক দিয়ে ফাউল একটু বলবেন? ক্রাক করার মত থ্রিল নাই, এন্টি ভাইরাস দেওয়ার মত মজা নাই এইগুলার যদি ফাউলের সজ্ঞা হয় তাহলে আমি গর্বিত।
    @মাহফুজুর রহমান বিপ্লব: ধন্যবাদ ভাই। বুদ্ধিমানের মত কথা বলেছেন। আগে জেনে নিন, তারপর চালানো শুরু করেন। তবে চেখে দেখতে চাইলে লাইভ চালাতে পারেন :)।
    @Ahmedshajal: জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই :D। মরতে তো হবেই, তাইলে নিশ্বাস নেওয়া বন্ধ করে দেন 🙂 (আল্লাহ মাফ কর)। আগে পড়ুন, জানুন, তারপর শুরু করুন।

    @সবাই: আপনাদের সাহায্য করার জন্য আমাদের ক্ষুদ্র একটি চেষ্টা: https://www.facebook.com/groups/linux.loverz/ । এটি সম্পূর্ণ কমিউনিটি দ্বারা পরিচালিত একটি ফেসবুক গ্রুপ। এডমিনদের গালি দিয়ে নিজের ফেসবুক আইডি হারাবেন না।
    http://forum.linuxdesh.org/ আমাদের আরেকটি প্রয়াশ।

Level 0

কেউ যদি এডভান্স ইউজার হয় তবে সে নিজেই ডিসাইড করতে পারবে যে সে উবুন্টু ইউজ করবে নাকি অন্য কিছু।হাহা তাদের জন্য এইসব টিউনের দরকার হয় না

    Level 0

    @RIK: এটা শুধু জানানোর জন্য … তেমন সিরিয়াস ভাবে নিয়েন না :p

Level New

faul….1ta OS….. kicu features jodi windows er moto hoto….tahole use kora jeto….

    Level 0

    @nil.akash: হ্যা ভাই .. তবে Wine নাম একটা সফটওয়ার আছে উবুন্টু তে , ওইটা নামাইয়া উইন্ডজ এর সব সফটওয়ার ইনস্টল করে চালাতে পারবেন

সতর্ক করার জন্য অসঙ্খ ধন্যবাদ ভাই । এ মাসেই উবুন্তু ডাউনলোড করার ইচ্ছা ছিল ।
ভাবতেছি আগে আর বেশি করে জেনে নেই পরেই চালাব ……………

    Level 0

    @মাহফুজুর রহমান বিপ্লব অবশ্যই ভালো করে জেনে নিবেন …. তাছাড়া শেখার ক্ষেত্রে আপনি চাইলে উইন্ডজ এর পাশাপাশি উবুন্টু চালাতে পারেন …. সেটা অনেক ভালো হে

Level 0

আগে যেহেতু অন্যদের আর্টিকেল পড়েছেন, সম্ভবত বুঝেছিলেন ইনস্টলেশনটা একটু ডিফারেন্ট। তবে খুব বেশি রকম কিছু না। দুই-একটা ইনস্টলেশন ম্যানুয়াল/টিউটো পড়লেই হয়তো বুঝতেন, ইভেন যে সময় ডাউনলোড করেছেন ওই সময়টাতেও চোখ বুলিয়ে নিলে পারতেন।। তাই হার্ডডিস্ক ফরমেটটা গাফিলতির কারণেই হয়েছে ধরে নিতে পারেন।

নেট কানেকশন প্রয়োজন হয়ত বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু মাস্ট কোনো বিষয় না। অন্য অনেক উবুন্টু বেজড ডিস্ট্রো আছে সাধারণ ইউজারদের জন্য তৈরি। উবুন্টু ব্যবহার করতে একেবারে এক্সপার্ট হয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। এখন আর সেই কনসোল উপর ডিপেন্ড করে থাকতে হবে এমন দিনও নেই। এটা এমনিতেই ব্যবহার করতে থাকলে দিনে দিনে শেখা হয়ে যাবে। সাধারণ কাজের বেশিরভাগই গ্রাফিক্যাল।
একবার যা করার করেছেন, এবার আরেকটু বুঝে কাজ করুন। দেখবেন একসময় এটা আরো সহজ মনে হচ্ছে। উইন্ডোজের মত নেক্সট নেক্সট দিয়ে গেলে অবশ্য অন্য কথা। পার্সোনালি আমার কাছে মনে হয় উবুন্টু বেজড ডিস্ট্রোগুলো সাধারণ ইউজারদের জন্য উইন্ডোজ থেকে বেশি উপযোগী।

    Level 0

    @Ashik72: ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ … তবে উবুন্টু ইনস্টল করার পরে জোদি একটা গান প্লে করতে হলেও এম পি থ্রি কোডেক ডাউনলোড করতে বলে .. সেটা নামানোর জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগে … এটা এমন না যে উইন্ডজ এর মত সহজে কোথাও পেয়ে গেলাম অথবা বন্ধুদের কাছ থেকে পেন ড্রাইভ এ করে নিয়ে এলাম ..অনেক ভাই এ উবুন্টু এর গুনগান গাইয়া চিল্লায় .. কিন্তু এটার বেসিক সম্পর্কে জানতে হলেও আপনাকে নুন্যতম ইন্টারনেট কানেকশন , টার্মিনাল , উবুন্টু এর সাধারণ কমান্ড সম্পর্কে ধারণা থাকতে হবে …

    উবুন্টু বেসিক্যালি আপনাদের মত মাথাওয়ালা এডভান্স প্রোগ্রামার টাইপের ইউসারর দের জন্য!!!!!

    হুদাই আমজনতা রে এইসব এর মধ্যে পেচানোর কোন মানে হয় না !!!

      Level 0

      @Gameb0y: উবুন্টুকে অনেক নিয়ম-কানুন মেনে চলা লাগে এজন্য এই অবস্থা। আমিও অস্বীকার করছিনা যে এটা ব্যবহার করতে একটু এডভান্স হওয়া ভালো আর নেট কানেকশন থাকাটাও প্রয়োজনীয়। কপিরাইটের কারণে সরাসরি উবুন্টুর সাথে রেস্ট্রিকটেড এক্সট্রাগুলো সম্ভব হয় না। তাই সাধারণ কিছু মিডিয়া ফাইল চলেনা। এর জন্য যদি উবুন্টুর গোষ্ঠী ধরে দোষ দেন তাহলে তো সমস্যা।

      যদি কিছু মনে না করেন আরেকটু কষ্ট করে মিন্ট, জোরিন, এলিমেন্টারি ওএস এগুলা একটু টেস্ট করেই দেখুন না। এসবে কিন্তু তেমন কিছু এক্সট্রা ডাউনলোডের দরকার নেই এবং উবুন্টু বেজড ডিস্ট্রো। স্টার্টার হিসেবে এগুলোই আপনার জন্য বেস্ট হবে। 🙂

        Level 0

        @Ashik72: ঠিক কৈছেন ভাই !

      Level 0

      @@Gameb0y: : ও আরেকটা বিষয় – এগুলো ব্যবহার করার জন্য প্রথমেই আপনার এত কষ্ট করে ইন্সটল করার কোনো প্রয়োজন নেই। এখানে থেকে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার টা নামিয়ে নিন। এটা দিয়ে সহজেই ইমেজগুলো পেনড্রাইভে বুটেবল করতে পারবেন। পরে পেনড্রাইভ থেকে বুট করলেই লাইভ সেসনে স্টার্ট হবে। সেখানে আপনি প্রায় সবকিছু পাবেন যা নরমালে সেটাআপে পাবেন। পরে যদি ইচ্ছা করে একটু ইনস্ট্রাকশন পড়ে সেটআপ দিতে পারেন।

      বেস্ট অব লাক এবং ওপেনসোর্সের জগতে স্বাগতম। 🙂

Level 0

সম্ভবত লিংক ট্যাগ ব্লক করা। ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার লিংক – http://www.pendrivelinux.com/universal-usb-installer-easy-as-1-2-3/

উবুন্টূ চালানোর জন্য যে একেবারে ইন্টারনেট লাগে এমন কোন কথা নাই। যে কোডেকগুলোর ব্যাকয়াপ + আরো বিভিন্ন সফটওয়্যারের ব্যাকয়াপ আমি রেখে দেই। সেমিনার নেয়ার সময় .deb ফাইলগুলো পেনড্রাইভে দিয়ে দেই। সবাই ঐখান থেকেই ইন্টারনেট কানেকশন ছাড়াই sudo apt-get dpkg -i *.deb কমান্ডের মাধ্যমে ইন্সটল করে নেয়।