আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন । আমি ভালোই আছি কিন্তু কালকে রেজাল্ট :/ ভয় লাগে । আচ্ছা আমার কথা বাদ দেই।
আমাদের দেশে এতোই লোডশেডিং হয় যে খেলা দেখাই যায় না । এর জন্য অনেকে কারেন্ট কে গালাগালি করেন 😛 । আর মোবাইল বা ল্যাপ্টপ এ স্ট্রিম করে দেখতে হলে আমাদের মূল্যবান ইন্টারনেট গুলো শেষ হতে থাকে । এখন আমাদের আর কি করার। তবে হারামিফোন ( গ্রামীনফোন নামে পরিচিত) একটি ভালো কাজ করেছে । গাজী টিভি চ্যানেল টি ফ্রী করে দিয়েছে । ফলে আপনারা লাইভ গাজী টিভি দেখতে পারবেন এবং এর জন্য কোনো ইন্টারনেট লাগবে না
তো দেখি কিভাবে আপনারা ফ্রী তে দেখবেন গাজী টিভি ।
প্রথমে একটি জিপি সিম চাই আমাদের । এই সিম এ যেকোনো ৩ জি পেকেজ এক্টিভেট করুন তাহলে আর বাফার করবে না । মোবাইল এ দেখতে চাইলে মোবাইল এর ডিফল্ট ব্রাউজার এ rtsp://10.165.58.54:1935/live/wc7?TOKEN=GP1403970610487 এই এ্যাড্রেস লিখে এন্টার দিন 😀 আর খুশি তে দেখুন টিভি 😀 কোনো টাকা বা ইন্টারনেট কাটবে না
কম্পিউটার এ চালাতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে । প্রথম এ এখান থেকে ভিএলসি প্লেয়ার ডাউনলোড করুনঃ http://www.softpedia.com/get/Multimedia/Video/Video-Players/VideoLAN-Client.shtml
এবার media>stream>network এ যান এবং লিখুন rtsp://10.165.58.54:1935/live/wc7?TOKEN=GP1403970610487
এবার প্লে বাটন এ ক্লিক করুন এবং টিভি দেখুন 😀
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sotti