কেমন আছেন সবাই? সব ঠিকতো? আপনাদের দোয়ায় আমি ভাল আছি।
কিছু বিশেষ কথাঃ গত মাসে টেকটিউনসের ভিজিটরদের ভোটে সফটওয়্যার নিয়ে টিউন বিজয় লাভ করেছে। অথচ কর্তৃপক্ষের কাছে টেকনোলজির সংবাদ বেশি গ্রহনযোগ্য। অর্থাৎ নির্বাচিত বা স্টিকি হচ্ছে ঐসব জনপ্রিয় সংবাদ গুলোই। আমিও এর পক্ষে।
কিন্তু জাতির কাছে প্রশ্নঃ আমার তাহলে কি নিয়ে টিউন করা উচিত?
সফটওয়্যার নাকি টেকনোলজির সংবাদ?
তবে আমি গদ বাধা সফটওয়্যার নিয়ে টিউনের চরম বিপক্ষে। কারন দেখা যাচ্ছে একই সফটওয়্যার কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানির তাই একজন টিউনারই একাধিক টিউন করছেন একই সফটওয়্যার নিয়ে! এটা কি আমাদের সবার কাম্য? যাই হোক এবার আজকের টিউনের কথায় আসি।
জেমস বন্ডের বিছানা খ্যাত এই খাটটি ডিজাইন করেছেন Nicolas Mélan। এই বিলাসবহুল ফার্নিচারে থাকছে লাইটিং সিস্টেম, প্লাজমা স্কিন,5.1 surround THX সিস্টেম যা আপনাকে ঘুমানোর সময় গান শোনাবে। এছাড়াও থাকছে এলার্ম সিস্টেম যা আপনাকে সঠিক টাইমে ঘুম থেকে উঠাবে।
৪০ ইঞ্চির এই LCD TV টি আপনাকে দিবে সত্যিকারের দেখার আনন্দ। ১৬০টি হীরার এবং সোনার পরিচ্ছন্ন আবারনে তৈরি এটির দাম প্রায় 130,000 ডলার!
শরীরকে সুস্থ রাখতে দেখুন কি অভিনব ব্যবস্থা! শরীরের অতিরিক্ত চর্বি থেকে মুক্তি পেতে এই পানির ব্যায়াম। সুগঠিত শরীরের জন্য এর তুলনা হয় না। (শাকিল ভাই চেষ্টা করে দেখতে পারেন) 😉
চোখের আকৃতিতে তৈরি এই স্পিকারটি ডিজাইন করেছেন Cabasse। যার দাম হাকা হয়েছে ১৫০০০০ ডলার। অত্যাধুনিক এই স্পিকারটি আপনাকে দিবে সত্যিকারের অনুভতি।
ছুটির দিনে কষ্ট করে বাহিরে না গিয়ে ঘরেই এখন খেলা যাবে গলফ। বিরাট বড় TV স্কিন দিয়ে খেলা যাবে এই খেলা। পাহাড় পর্বত, বরফের রাজ্য বা সমুদ্রের প্রান্তের স্কিনে খেলা যাবে। মজার বিষয় হলো আপনার ছোড়া বলটি গাছে বারি খাবে বা পানিতে ডুবে যাবে!
তা কবে আসছেন আমার এই কল্পনার রাজ্যের বাড়িতে?
সামনে পরীক্ষা তাই বেশ কিছুদিন টিউন করতে পারবো না। তবে আপনাদের পাশেই থাকবো।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
valo