ব্রাজিল বিশ্বকাপের নতুন প্রযুক্তি 4K

১৯৭০ এর মেক্সিকো বিশ্বকাপ থেকেই নতুন প্রযুক্তি ও বিশ্বকাপ হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছে। ১৯৭০ এর বিশ্বকাপে সর্ব প্রথম রঙ্গিন সম্প্রচার শুরু হয়। ২০০৬ জার্মানি বিশ্বকাপ সর্বপ্রথম এইচডি সম্প্রচার করা হয় এবং ২০১০ দক্ষিন আফ্রিকা বিশ্বকাপ ইন্টারনেট স্ত্রিমিং এ সম্প্রচার করা হয়। তা ছাড়া এর কিছু ম্যাচ 3D টিভিতেও সম্প্রচার করা হয়।

২০১৪ বিশ্বকাপেও আছে নানা নতুন প্রযুক্তি। এই বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত থাকবে সেগুলুর প্রকাশ। বিশেষ করে শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ এ থাকবে সব চেয়ে বড় প্রযুক্তির আবির্ভাব। সনি এবং ফিফা উভয় পক্ষ নিশ্চিত করেছে যে ফাইনাল ম্যাচটি 4K প্রযুক্তিতে ধারণ ও সম্প্রচার করা হবে। 4K প্রযুক্তি আলট্রা হাই ডেফিনেশন নামেও পরিচিত। এই নতুন প্রযুক্তিতে রেজুলেশন হবে ন্যূনতম ৪০০০ পিক্সেল প্রশস্থ ও ২০০০ পিক্সেল দীর্ঘ যেখানে একটি সাধারণ কম্পিউটার স্ক্রিন ১৫০০ পিক্সেল প্রশস্থ ও ৮০০ পিক্সেল দীর্ঘ। বুঝতেই পারছেন এর বিশেষত্ব কি!

এই বিশ্বকাপের ম্যাচ গুলুর ইন্টারনেট স্ত্রিমিং দেখুন লিঙ্ক এ ক্লিক করে...

Level 0

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tvlive-bd.blogspot. com/