এডসেন্সের বিকল্প !! আর হতাশা নয় !! এখন ই নেমে পড়ুন অন- লাইন আর্নিং জগতে
সবাই কে সালাম দিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
অনেক দিন আগেই BidVertiser.com এ একাউন্ট খুলেছিলাম। কিন্তু সেই একাউন্ট ইউজ করা হয় নি কারন এডসেন্স একাউন্ট আমার প্রথম থেকেই ছিল। অনেক দিন থেকেই আমি একটা প্রশ্নের সমনে বার বার পড়েছি সেটা হল- "ভাই করে কিভাবে এডসেন্স একাউন্ট খুলতে পারব?" যারা আমাকে প্রশ্ন করে তারা সবাই মনে করে এডসেন্স ছারা মনে হয় অন- লাইন আর্নিং সম্ভব নয়। আসলে আমি তখন তাদের এডসেন্স ছারা আর কোন উপায় ১০০% সিউর ভাবে বলতে পারি নাই কারন আমি নিজে-ই কখনও অন্য কোন কম্পানির এডস ইউজ করি নাই। গত মাসের মাঝা মাঝি সময়ে আমার একটা সাইটে আমি BidVertiser এর এডস ইউজ করা শুরু করি।আর একমাসে ই আর্ন করি ১৫.০৬$ খারাপ কি ? আর আপনি চাইলে মিনিমাম ৫০$ হলে চেক আনাতে পারেন। যাদের পেপাল একাউন্ট আছে তারা মিনিমাম ১০$ হলেই টাকা পেপালে আনতে পারে। তবে সবচেয়ে মজার ব্যপার হল BidVertiser প্রতি ক্লিকে মিনিমাম ০.৫ সেন্ট দেয় যা কিনা এডসেন্স থেকে অনেক বেশি। গুগল এডসেন্সে আমার এমন ও দিন গেছে ৫০ টা ক্লিক পরেছে সারাদিন এ আর আর্ন হয়েছে মাএ ১.৫/২ ডলার। তবে আমি বলব না BidVertiser এর তুলনায় গুগল এডসেন্সে খারাপ।
আমি আমার আজকের টিউনে এটাই বুঝাতে চেয়েছি যে- যারা এখন ও গুগল এডসেন্সে এর একাউন্ট পান নি তারা অলস না বসে থেকে BidVertiser দিয়ে আপনার অন- লাইন আর্নিং শুরু করতে পারেন। আর দেরি না করে এখন ই সাইন ইন হয়ে যান একজন পাবলিশার হিসেবে। সাইন ইন করতে এখানে ক্লিক করুন BidVertiser.com
আর হ্যা আমি আমার আন-ভেরিফাইড পেপালের ২০$ ডলার বিক্রি করতে চাই। কেউ যদি এই ২০$ ডলার নিতে রাজি থাকেন তাহলে ডলার প্রতি টাকা কত দিতে চান সেটা লিখে আমাকে মেইল করুন "[email protected]" or কল করতে পারেন 01915787377। ধন্যবাদ সবাইকে
আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...
Thanks for your informative post. একই সাইটে google adsence and BidVertiser.com এর AD একসাথে use করা যাবে কি না.? তার মানে আমি জানতে চাচ্ছি আমি যদি BidVertiser.com এর AD use করা আবস্থায় adsence এর জন্য apply করি তাহলে কোন problem হবে কি না..? উত্তরের আপেক্ষায় রইলাম। ধন্যবাদ।