ওরে ওরে, কত জানা-অজানারে – প্রথম পর্ব

বিশ্বের প্রথম ল্যাপটপ

বিশ্বের প্রথম ল্যাপটপ ‘আইবিএম ৫১১’ ১৯৭৫ সালে বাজারে ছাড়া হয়।১৬বিট প্রসেসর,৬২কিলোবাইট র‌্যাম এবং ৫ ইঞ্ছি সিআরটি মনিটর যুক্ত ল্যাপটপটির ওজন ছিল ২৫কেজি

বিশ্বের প্রথম কম্পিউটার গেইম

বিশ্বের প্রথম কম্পিউটার গেইম প্রাথমিক ফরমেট ছিলো ভিডিও গেইম,সে হিসেবে ক্যাথড রে টিউব অমিউজমেন্ট ডিভাইস ই ছিলো ১৯৪৭ সালের ২৫জানুয়ারী প্রথম পেটেন্ট কাইল্ড কম্পিউটার গেইম।তবে কম্পিউটারে নয়,একটি এনালগ ডিভাইসের স্ক্রিনে বিভিন্ন টার্গেট পয়েন্টে মিসাইল নিক্ষেপ করা নিয়েই প্লট করা হয়েছিলো গেইমটির।

বিশ্বের প্রথম হার্ডডিস্ক ড্রাইভ

হার্ডডিস্ক ড্রাইভ প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৫৬ সালে।আইবিএমের ‘৩০৫ রোম্যাক’ কম্পিউটারে ৬০ ইঞ্চি চওড়া এবং ২৯ ইঞ্চি পুরু বিশালাকৃতির হার্ডডিস্কটির ক্ষমতা ছিলো মাত্র ৫কিলোবাইট ।

বিশ্বের প্রথম সফলভাবে তৈরীকৃত সিডি

ফিলিপস সর্বপ্রথম সিডি বা কম্প্যাক্ট ডিস্কের প্রটোটাইপ প্রদর্শন করলেও এটি প্রথম সফলভাবে তৈরী করতে সক্ষম হয় জাপানী প্রতিষ্ঠান সনি।সনির তৈরী সিডিটি ১৫০ মিনিট আডিও চালাতে সক্ষম হয়েছিল।

বিশ্বের প্রথম ওয়েব ক্যাম

সর্বপ্রথম ওয়েব ক্যাম আবিস্কার হয় ১৯৯৪ সালে ‘ফগক্যাম’ নামক ওয়েব ক্যামটি সানফ্রান্সিস্কো ইউনিভার্সিটিতে। তা এখনও সচল রয়েছে !

বিশ্বের প্রথম থ্রিডি মাউস

বিশ্বের প্রথম থ্রিডি মাউসকে বলা হয় ব্যাটস,ফ্লাইং মাউস বা ওয়েলভস।১৯৯০ সালে ক্যান্টকের মাধ্যমে একটি আংটিকে থ্রিডি মাউস হিসেবে সর্বপ্রথম ব্যবহার করা হয়।ওয়্যারলেসে এ মাউসটিকে আঙ্গুলে পড়তে দেখে বিশ্ববাসী কিছুটা অবাক হলেও পরে রেজুলেশন অপর্যাপ্ততার জন্য তা আর মার্কেটে আসন করে নিতে পারে নাই।একটি বেইজ স্টেশনের সাহায্যে মাউসটিকে ট্র্যাপ করা হয়েছিলো ।

বিশ্বের প্রথম বাজারকৃত পেনড্রাইভ

৮মেগাবাইট ক্ষমতার আইবিএমের ‘ডিস্ক-অন-কি’ছিলো প্রথম ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ রা পেন ড্রাইভ।এটি ২০০০সালে ডিসেম্বরে বাজারে ছাড়া হয়।

বিশ্বের প্রথম অনলাইন ইলেক্ট্রনিক্স ব্যাঙ্ক

বিশ্বের প্রথম অনলাইন ইলেক্ট্রনিক্স ব্যাঙ্ক চালু হয় ১৯৯৪ সালে।‘ফাস্ট ভার্চুয়াল ব্যাঙ্ক’নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন লি স্টেইন।

বিশ্বের প্রথম ব্যাবহৃতএটিএম(ATM)

এটি বসানো হয় মাকিন যুক্তরাষ্ট্রের জজিয়ার সিটিজেন্স এন্ড সাউর্দান ন্যাশনাল ব্যাংকে।সালটি ছিলো ১৯৭০।(এটি নিয়ে আমার কিছু সংশয় আছে,কারন মাইক্রো প্রসেসর ছাড়া ATM ক্যাম্নে কাজ করবে বুঝতে পারলাম না... আর মাইক্রপ্রসেসরের জন্মই তো ৭১-এ...কেউ যদি জেনে থাকেন তো বলবেন)

বিশ্বের প্রথম ই-মেইলিং সিস্টেম

‘কিনার এপ্লিকেশন’ অভিধায় খ্যাত আজকের ই-মেইল তার যাত্রা শুরু করেছিলো ১৯৬৫ সালে একটি টাইম শেয়ারিং মেইনফ্রেম কম্পিউটারের মাধ্যমে।ধারনা করা হয়, বিশ্বের প্রথম ই-মেইলিং সিস্টেমটি সূচিত হয় এসডিসি’র কিউ ৩২ এবং এমাইটি’র সিটিএস’র হাত ধরে।

বিশ্বের প্রথম ই-মেইলি প্রেরণকারী ব্যক্তি

রেমন্ড টমলিনসন নামের এই ভদ্রলোক বিশ্বের প্রথম ইমেইলটি প্রেরণ করেছিলেন এবং তিনিই প্রথম ইমেইল এড্রেসে @চিহ্নটি যুক্ত করেন ।

বিশ্বের প্রথম মোবাইল ভাইরাস

২০০০সালের মাঝামাঝি সময় ‘টিমফোনিকা’নামে একটি ভাইরাস আবিস্কৃত হয় যা কম্পিউটার থেকে মোবাইলে পাঠানোর মাধ্যমে সক্রিয় হয়।তবে মোবাইল থেকে মোবাইলে কপি করতে পারে ভাইরাসের বৈশিষ্ট্যটির দিক থেকে বিচার করলে ‘Cabir’ ভাইরাসটিই মূলত মোবাইল ফোন জগতের সর্বপ্রথম খলনায়ক ।

বিশ্বের প্রথম এন্টিভাইরাস

বার্নাট ফিক্স ১৯৮৭ সালে প্রথম এন্টিভাইরাস তৈরী করেন।‘এমকেএসভার’নামক একটি ভাইরাসের সংক্রমন ঠেকাতে এই এন্টিভাইরাসটি তৈরী করা হয়।

কারও কাছে কমন পইড়্যা গেলে কিছু করার নাইক্কা . মনে রাখবেন আমি আপনার চেয়ে কম জানি ।

Level 0

আমি razsohan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অবশেষে , প্রকাশিত হলো প্রথম টিউন , জামালকে এই জন্য অনেক থেংকু , এত এত হেল্প করার জন্য .

    Level 0

    হুম , কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত , তুমি ভালু ছেলে সোহান , বাইচা থাকো .

    আরে সোহান ভাই , কী যে কন না আপ্নে ? আমার উচিত আপনারে ট্যাংকু দেয়া । ইরম একটা লেখা আমি নিজ হাতে প্রকাশ করছি … ইহা আমার সৌভাগ্য 🙂

    বাইচা থাকেন … বাংলা ব্লগ যতদিন থাকবে ততদিন 🙂

    Level 0

    দেখা যাইতেসে তোমার কমেন্ট আমি এডিট করতে পারুম , তাইলে তো তোমার কমেন্টাতারে পাল্টায়া দেওন যায় , কাইজ্জা লাগামু ভাবতাসি :p

    লাগায়া দেন … কাইজ্জা করতে পারি না । এট্টু প্রেকটিস করি 😛

এই লেখাটা সামহোয়্যারে প্রথমবার পড়ার সময় আমি অবাক হইয়া আবিস্কার করছিলাম – আমি কত কম জানি ! ( যে বিষয় নিয়া ঘাটাঘাটি করি সেই বিষয়েই ! ) ।

সোহান ভাইকে ধন্যবাদ 🙂

    Level 0

    তুমি হইলা উবুন্টু বস 😉

Level 0

পুত্তুম পিলাচ + 🙂

    Level 0

    টেকটিউনসে অবিলম্বে এই অপশন যুক্ত করার তেপ্র আন্দুলুন শুরু করা হোক 😉

    আমার টিউনসে স্বাগতম তপু ভাই . 🙂

লাগাইয়া দেন কাইজ্জা, প্রেকটিস করমু , আর ব্রেনওয়াশ দেয়ার প্রেকটিসও করমু , হি হি হি

    Level 0

    দেইখেন পরে কিন্তুক মামলা করতে পারবেন না , আমিও সৃয়াস 😉

অনেক মজার তথ্য।ধন্যবাদ টিউন টি শেয়ার করার জন্য। =

    Level 0

    আপনাকেও থ্যাংকু কমেন্ট করার জন্য 🙂

তথ্যবহুল টিউনস। অনেক কিছু জানলাম।:D
ধন্যবাদ শেয়ার করার জন্য

অনেক অজানা তথ্য । আগে জানা ছিল না । ধন্যবাদ আপনাকে ।

    Level 0

    সেম টু ইউ 🙂

অনেক সুন্দর তথ্য।ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনকেও ধৈন্যা পাতা 🙂

Level 0

as much i know SYMTECH is the 1st anti-virus and then NORTON company buy it later…
আপনর কি আগে জানা ছিল না ?

    Level 0

    আপনি যেটা বলছেন সেটা বানিজ্যিক , আর এটা ব্যাক্তিগত ভাবে বার্নাট ফিক্স তৈরী করেন . 🙂

Welcome to Techtunes 😀

    সোহান ভাই এর আগমন, শুভেচ্ছা সাগতম 😀

    Level 0

    যাক ভাগতম জানান নাই :-p

টেকটিউনসে স্বাগতম।

    Level 0

    আপনার লগে কাজ্জা বাধামু নাকি ভাবতাসি 😕

টেকটিউনসে স্বাগতম সোহান ভাই আপনার প্রথম টিউনের মাধ্যমে অনেক অজানাকে জানলাম,ভাল টিউন চালিয়ে যান ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ আতা গাছে তোতা পাখি ভাই 😛

Level 0

স্বাগতম আপনাকে।

    Level 0

    থ্যাংকু আপ্পি :d

ও এইটাই তাইলে পুত্তুম পিলাচ আর এইটাই তার সেই টিউন। অকে পুত্তুম পিলাচ।