জেনে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তায় নিয়োজিত এন্টিভাইরাসটি কতটুকু কাজ করতেছে

আমরা অনেকে ফ্রী এন্টিভাইরাস সহ বিভিন্ন এন্টিভাইরাসের ট্রায়াল ভার্সন ব্যবহার করি ।
আর নিচিন্তে নাকে তেল দিয়ে কাজ চালিয়ে যাই ।
আপনি জানেন কি এসব এন্টিভাইরাসের অধিকাংশই পিসিকে স্লো করে দেয় । আর ইন্টারনেটে যে সব ফ্রী এন্টিভাইরাস পাওয়া যায় সেগুলোর অধিকাংশই ভাইরাস ।

কি বিশ্বাস হচ্ছে না ?

এর ফাঁদে অনেকেই পড়তেছে আর দু-দিন পরপর কম্পিউটার নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে ।

আপনি নিজেও হয়তো জানেন না আপনার সাধের এন্টিভাইরাস কাজ করতেছে, না শুধুই ঝামেলা করতেছে ।

আজ আমি আপনাদের একটা ছোট টিপস্ দেব যার মাধ্যমে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার সাধের এন্টি-ভাইরাসের কর্মকান্ড ।

নোটপ্যাড ওপেন করুন (New Text Document.TXT) এবং নিচের কোডটি কপি-পেষ্ট করে দিন

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এখন নোটপ্যাডের ফাইলটি রি-নেম করুন New Text Document.TXT  থেকে myfile.com এ ।

অতঃপর আপনার এন্টি-ভাইরাস দিয়ে myfile.com ফাইলটি স্ক্যান করুন ।
যদি আপনার এন্টি-ভাইরাসটি সঠিকভাবে কাজ করে তাহলে একটা ওয়ার্নিং ম্যাসেস আসবে এবং myfile.com ফাইলটি ডিলিট করে দেবে ।

অন্যথায় বুঝে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তায় আপনি কার উপর নির্ভরশীল হয়ে আছেন ।

অবশ্যই মতামত জানাবেন .....

Level 0

আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am moving ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Yes, It works.
I have tested on my Avast Antivirus Free edition version 5.0.545.
It detecs the file (myfile.com) as virus and immedietly delete the file.
Thank U lots.

Level 3

ভাইয়া,
কাজ করে।
ধন্যবাদ।

    আপনার মতামতের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ একলা ভাই টিউনটির জন্য । কবে যে ডাবল হয়ে আসবেন । লাইসেন্স করা Antivirus ছাড়া একটা ঠিক নেই , কথাগুলো 100% সঠিক ।

    আপনাকেও ধন্যবাদ, এনিওয়ে কমল ভাই আপাতত ডাবল হওয়ার চিন্তা নাই …..

    লাইসেন্স করা Antivirus ছাড়া একটা ঠিক নেই , কথাগুলো 100% ভুল।

i anti v is ok…………

    মনে হয় i=my হবে । তো যাই হোক ধন্যবাদ ফলাফল জানানোর জন্য ।

    hmm thik bolso

Level 0

আপনার tune জন্য অনেক ধন্যবাদ .পোরোনো tune। আগেই জানা ছিলো ।

    যারা জানে না আমার টিউনগুলো তাদের জন্য ….. ধন্যবাদ

Level 0

vai amar ta kaj kore na that means virus catch korte parsena !!!!!!!!!!!!!!1

okkkkkkkkkkkkkkkkkkkk
bosssssssssssssssss
কাজ হৈসে…………

I am using AVG Internet Security 9.0. But it failed to detect this file 🙁

১০০% ঠিক হতে হলে লাইসেন্স করা এন্টিভাইরাস শুধু নয়, এর ইন্টারনেট এডিশন লাগবে। তাও পাইরেটেড উইন্ডোজে নয়, জেনুইন, আপনার নামে রেজিষ্ট্রেশন করা উইন্ডোজ যখন সেট-আপ দিবেন, তখনই এন্টিভাইরাসের লাইসেন্সড ইন্টারনেট এডিশনও ইনষ্টল করতে হবে। উইন্ডোজ এবং এন্টিভাইরাস দু’টোই অটোমেটিক আপডেট দিয়ে রাখতে হবে।
অন্যথায় উবুন্টু ব্যবহার করতে হবে।
তারপরও ইন্টারনেটে ১০০% নিরাপত্তা বলতে কিছু নেই। বিল গেটস্- এর পি.সি-ও ভাইরাসে আক্রান্ত হতে পারে।

    ১০০% লাগবে না । ৮০% হলেই চলবে ।
    আমাদের প্রয়োজনীয় কাজগুলো সঠিক ভাবে করতে পারলেই এবং পিসিকে সচল রাখলেই যথেষ্ট নয় কি ?

    ভাই, বাংলাদেশে থাইকা আপনি সবাইরে জেনুইন উইন্ডোজ ইউজ করতে কইতাছে…..???
    আরে…. এরা তো এখন পাইরেটেড উইন্ডোজই কেনে না…. দোস্তের কাছ থেকে ধার আইনা কাজ চালায়… 😀

    শুভ ভাই ১০০% সঠিক কথা বলেছেন ।
    আমার এক ফেরেন্ড আমার ৭ এর ডিস্কটা নিয়ে আর ফেরত দেয় নি ।

    তাহলে যেখানে ভাইরাসের বালাই নেই, সেই উবুন্টু ধীরে ধীরে ব্যবহার করতে শুরু করুন।

ভাইরাস ডিলিটও হয়ে গেছে। ধন্যবাদ। =

Level 0

আমার avg 9.0.837 এন্টি ভাইরাস তো সঙ্গে সঙ্গেই ধরে পেললো…ধন্যবাদ একলা পথিক ভাই

    আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য …………

File টা save ও করতে দিল না। তার আগেই delete.
Produce Name : avast! Free Antivirus
Program Verson : 5.0.545
Virus Definitions Verson : 100611-1
এন্টিভাইরাসটির 4.5 তম ভার্সন থেকে ব্যবহার করছি। এখন পর্যন্ত ভালই আছি।
অনেক এন্টিভাইরাস দিয়ে মাঝেমধ্যেই PC Scan করেছি।
ফলাফল No Threats/Virus Deteced।
আশা করি ফ্রী হলেও Data Security কম দেয়নি।

চেক করলাম। আমার অ্যাভিরা ঠিকই আছে। ধন্যবাদ টিউনটির জন্য।

ভালতো……………………………………..

Level 0

avira বেস্ট না হলে ও আসল কাজ ঠিক ই করতে পারে ।

আপনাকে অনেক ধন্যবাদ । ।

Level 0

oshadharon…………………kintu ei file take virus hishebe detect kore keno ??? ar ha….ami nije AVG Intenet Security 2012 use kori…..ei file take great threat hishebe detect koreche and delete koreche…….thanks……..