Facebook নিয়ে কিছু কথা। (জেনে রাখা ভালো)

...পরম করুণাময় আল্লাহের নামে শুরু করছি...

ফেইসবুক নিয়ে কিছু কথা- ( জেনে রাখা প্রয়োজন)

সামাজিক যোগাযোগের চরম একটি ডিজিটাল মাধ্যম। এর যেমন ভালো ব্যবহার আছে, তেমনি অপব্যবহারও আছে। যে যেভাবে ব্যবহার করে শান্তি পায়। তবে আমি চেষ্টা করে এর সুব্যবহার করতে। আর সেই সাথে আশা করব আমার ভালো বন্ধুরাও এটাই করবে। একসময় মোবাইল ছাড়াও মানুষ চলতে পেরেছে। কিন্তু দিন দিন মোবাইলের ব্যবহার বেড়ে যাওয়ায় এর ব্যবহার কারিও বেড়ে গেছে। এখন ৫-৬ বছেরের ছোট বাচ্চারাও মোবাইল ফোন ব্যবহার করছে। তেমনি ফেইসবুকও এখন ছোট বড় সবাই ব্যবহার করছে। কিন্তু লক্ষ্য করা যায় এর পজেটিভ ব্যবহার এর চেয়ে নেগেটিভ ব্যবহারই বেশি হচ্ছে। কিন্তু একটা কথা আছে-
"  নিজে ভালো হলে জগত ভালো।" আমরা নিজেরাই যদি এর ভালো ব্যবহার করি তাহলে আমাদের দেখা- দেখি আমাদের ছোট-ভাই বোন ও বন্ধুরা নিশ্চয়ই তাই করবে। যেমন কিছু দিন আগে দৈনিক প্রথম আলোয় পড়েছিলাম -"বদলে যাও, বদলে দাও।"


বাইরের দেশ গুলোর টিউন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি তাদের টিউনে মুহূর্তেই শতাধিক লাইক ও টিউমেন্ট পরে যায়, কিন্তু আমাদের তা হয় না কেন?। এবার আসি কিভাবে আমরা একটি সুন্দর কমিউনিটি গড়ে তুলতে পারি এই ফেইসবুকের মাধ্যমে -

* সব সময়ই যে ঘম্ভির টিউন করতে হবে এমনটি নয়। চেস্টা করুন পাশাপাশি কিছু গল্প কবিতা টিউন করতে।

* চেস্টা করুন সবার সাথে ভালো ব্যবহার করতে। (ব্যবহারেই বংসের পরিচয়।)

* চেষ্টা করুন নিজেকে অন্যদের থেকে আলাদা ও রুচিশীল ভাবে উপস্থাপন করতে।

* কোন ছবি বা, টিউন আপডেট দেবার পর পারসোনাল ম্যাসেজে কারো কাছে লাইক চাবেন না। এতে করে আপনার টিউনে হয় তো লাইক বাড়বে কিন্তু একবার ভেবে দেখেছেন - এতে করে আপনি কতটা ছোট বলে বিবেচিত হউন আপানর সেই ম্যাসেজ গ্রহণ কারির কাছে!

* প্রয়োজনে নিজের এলাকার বা, স্কুল- কলেজের সকলকে ফ্রেন্ড লিস্টে এড করতে পারেন। এতে করে আপনার একটি সুন্দর ও শক্তিশালী কনিউনিটি গড়ে উথবে।

* সব সময় চেস্টা করুন কোন নতুন টিউন করতে।

* শুধু সুন্দর সুন্দর কোন টিউন লিখলেই জনপ্রিয় হওয়া যায় না। যেকোন নতুন টিউন দেখলে তা এড়িয়ে যাবেন না, বরং লাইক বা টিউমেন্ট মেরে দিন। এতে আপনার Profile এর SEO Strong হবে।

* কেউ কোন সুন্দর টিউন করলে তা ভালো লাগলে কপি না করে শেয়ার করুন।  এতে করে আপনার মান ঠিক থাকবে। কিন্তু আপনি যদি কোন টিউন কপি পেস্ট করেন তাহলে আপনার মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। তাছাড়া যে টিউন টি কষ্ট করে লিখেছে সেও মনে কষ্ট পাবে এবং আপনার সম্পর্কে একটা ধারনা হবে যে আপনি নিজে থেকে কিছু লিখতে পারেন না।

* আসলে নিজে থেকে কোন টিউন করলে সেটা খারাপ লাগলেও আপনি গর্বিত। কেননা আপনি খেটে কিছু করেছেন, যা চুরি করা থেকে ভালো।

* চেষ্টা করবেন সকলে সকলের টিউনে লাইক টিউমেন্ট করতে।

জানিনা কতটুকু বলতে সক্ষম হয়েছি। তবুও চেষ্টা করলাম ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর,
ভালো লাগলে কি করতে হবে - তা নিশ্চয়ই বলে দিতে হবে না!
[ দয়া করে এই টিউনটি কপি করবেন না। আর প্রয়োজন হলে শেয়ার করতে পারেন। ]
-

 

-হিমু

Level 2

আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@shihab015: Nice

tnxx bro

Level 0

হ্যা ঠিক বলেছেন।