সীমানাপেরিয়ে বাংলা ব্লগ পুরষ্কার আপনার জন্য

প্রিয় ব্লগার বন্ধুরা,

কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগ সিমানাপেরিয়ে। এখানে লেখকদের জন্য একটি মজার আয়োজন করা হয়েছে।

ব্লগটির জন্য ২০ টি আরটিকেল লিখেদিতে হবে।যাদের লিখা মনোনিত হবে তাদের কে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

লেখার নিয়ম

  • ১. প্রতিটি লেখা ইউনিক হতে হবে। অন্য কোথাও পূর্বে প্রকাশিত হতে পারবে না।
  • ২. লেখাগুলো কমপক্ষে ১৫০ শব্দের হতে হবে।
  • ৩. লেখার বিষয়: প্রযুক্তি,সার্চ ইনজিন অপটিমাইজেশন,টিউটোরিয়াল
  • ৪. লেখা এডমিন কতৃক গৃহিত হতে হবে।

কি পাবেন

  • হোস্টিং : নিজস্ব সি প্যানেল, এক বছর এরে জন্য ২০০ এম বি
  • ডোমেইন: একটি .com ডোমেইন.
  • ডিজাইন: (প্রয়োজনে) ওয়ার্ডপ্রেস অথবা জুমলা দিয়ে সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন।

তাহলে দেরী কেন এখনই রেজিস্ট্রেশন করে লেখা আরাম্ভ করুন। ধন্যবাদ

Level 2

আমি Masumul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।ব্যাচেলর সাবজেক্ট ছিল EEE , Stamford University আর মাস্টার্সের সাবজেক্ট MIS, Daffodil University। সর্বশেষ ফেয়ারট্রেড গ্রুপ এ আই টি ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পার্পল আই টি লিমিটেড এ পরিচালকের দায়িত্ত পালন করছি। ডোমেই হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট আমাদের মুল ব্যাবসা।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

খুশি হলাম তবে আপনার ব্লগে কিছু লিখে দিতে পারলে আরো বেশি খুশি হতাম দেখি ……………।

    অপু ভাইয়া ধন্যবাদ আপনাকে।আশা করছি আপনার লিখা সিমানাপেরিয়েতে দেখতে পাবো।

হে হে ২০ টা !!! ভাই পুরষ্কার কি?? 😉

    Level 0

    টিউনে দেওয়া আছে ফাহিম ভাই

ফাহিম রেজা বাঁধন পুরষ্কার কি তা টিউন টিতে দেয়া আছে ভাইয়া।

আপনি যে বিশটি লেখার কথা বলেছেন তা কি একজনকেই বিশটা লেখতে হবে নাকি ব্লগে মোট বিশটা হলে হবে?

    কামরুল কক্স ভাই একজনকেই ২০ টা দিতে হবে।যদি পুরষ্কার নিতে হয়।আর এমনিতে কারো আগরহ থাকেলে যেকেউ লিখা দিতে পারবে।

আপনি যে বিশটি লেখার কথা বলেছেন তা কি একজনকেই বিশটা লেখতে হবে নাকি ব্লগে মোট বিশটা হলে হবে? আর হ্যাঁ নতুন ব্লগের জন্য ধন্যবাদ। এগিয়ে যান আজকে দিতে না পারলেও ভবিষ্যতে নিশ্চয় লেখার আগ্রহ আছে।

    কামরুল কক্স আপনাকেও ধন্যবাদ http://shimanaperiye.com ব্লগে ভিজিট করার আমন্ত্রন রইল। আশা রাখি খুব তারাতারি সিমানাপেরিয়েতে আপনার লেখা দেখতে পাবঅ

আর একটু বিস্তারিত লিখলে ভাল হত । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

    Level 0

    আমিও আপনার সাথে একমত

রমজান ভাই আপনাকেও ধন্যবাদ।খুশি হব যদি http://shimanaperiye.com এখনে যদি আপনার কোন লিখা পাই।

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

কয়জনকে পুরষ্কার দেওয়া হবে??????????

    LuckyFM যেই কয়জন এর লিখা গ্রহন করা হবে সবাই কে দেওয়া হবে।:)

    Level 0

    কিছু গোপনীয়তা থেকেই যাচ্ছে…।কেমন কেমন যেন লাগছে….।।…।
    যাহোক ধন্যবাদ

    LuckyFM ভাই কোন গোপনিয়তা রাখার ইচ্ছা আমাদের নেই।যদি একান্তই কিছু না যানানো হয়ে থাকে বা আপনার জানবার থাকে তাহলে এখোনে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো বিষয় গুলো জানানোর ধন্যবাদ আপনাকে LuckyFM ভাই।

Level 0

আরেকটু ডিটেইলস হলে ভাল হত

    হুম ….. সহমত LuckyFMভাইয়ের সাথে….

Level 0

আমরা কি নোটপ্যাডের ভাষায় বলতে পারি যে শুধু মাত্র লেখা পাওয়ার জন্যই এই ব্যবস্থা?????????????

    নোটপ্যাডের ভাষায় বলতে কি বুঝাতে চেয়েছেন ভাইয়া ঠিক বুঝলাম না।