Global Entrepreneurship Week বা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে এক সপ্তাহের বিশেষ আয়োজন নিয়ে আসছে “স্টার্টআপ ব্যাশ”।
ঢাকার ইএমকে সেন্টার, বেসিস এবং নিউজক্রেড কার্যালয়ে তরুন উদ্যোক্তাদের জন্য নানান উপাদান দিয়ে সাজানো হয়েছে “স্টার্টআপ ব্যাশ”।
২০০৮ থেকে প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে। শুরু হবার পর থেকে ১২৫টি দেশে প্রায় ১ কোটি লোক বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ নিয়ে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে।
এক সপ্তাহের “স্টার্টআপ ব্যাশ” আয়োজন তরুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে সাজানো হয়েছে।
উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে সেতুবন্ধন তৈরি করা, ব্যবসার মডেল নিয়ে কাজ করা, সফল উদ্যোক্তাদের গল্প তুলে ধরা, ব্যবসার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমধান করা এবং প্রযুক্তিকে ব্যবসার কাজে লাগিয়ে সফলতা অর্জন করার জন্য বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। “স্টার্টআপ ব্যাশ” এর অন্যতম আয়োজক ফায়াজ তাহের বলেন “পৃথিবীর সব দেশেই এখন উদ্যোক্তাদের সম্মানের দৃষ্টিতে দেখা হয়। শুধু অর্থনৈতিকই নয় সামাজিক সমস্যা সমাধানেও উদ্যোক্তাদের অবদান এখন বিশ্বব্যাপী স্বীকৃত।
আমাদের লক্ষ্য তরুণদের নতুন কিছু উদ্ভাবনে অনুপ্রেরিত করা এবং নিজের স্টার্টআপ করতে সহায়তা করা ”।
➡ উদ্যোক্তা হতে ইচ্ছুক যে কেউ রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারেন “স্টার্টআপ ব্যাশ” - এ, লিঙ্কঃ http://startupbashbd.com
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....