● অ্যাপল’এর আইপ্যাড, প্রথম দিনেই বিক্রি ৩ লাখের বেশি !!! আসছে মাইক্রোসফট এবং অ্যাপলের নতুন হ্যান্ডসেট …

অ্যাপল'এর আইপ্যাড, প্রথম দিনেই বিক্রি ৩ লাখের বেশি!!!


আইফোন কিনতে যেমন ভিড় দেখা গিয়েছিলো আইপ্যাডের সময় নাকি তেমন ভীড় দেখা যায়নি। উল্লেখ্য, আইফোন প্রথম দিনেই সোয়া ৫ লাখ বিক্রি হয়েছিলো, আর আইপ্যাড ৩ এর কিছু বেশি।

অ্যাপল জানিয়েছে, আইপ্যাড বিক্রি শুরুর প্রথম দিনে যুক্তরাষ্ট্রেই উল্লেখযোগ্য পরিমাণ ইউনিট বিক্রি হয়েছে। আগের অর্ডার এবং সদ্য বিক্রি সবমিলিয়েই এ সংখ্যাটি ৩ লাখেরও বেশি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের আশা ছিল সংখ্যাটি আরো বড় হবে। খবর বিবিসি অনলাইনের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, অ্যাপলের আইপড বিক্রির সঙ্গেই বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যও। শেয়ার মূল্যে এ বৃদ্ধির হার শতকরা ১ দশমিক ১ ভাগ। উল্লেখ্য, অ্যাপলের আইপ্যাড কেবল যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছে। এ মাসের শেষে এটি পাওয়া যাবে ইউরোপ, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আইপ্যাড বিক্রি হয়েছে ৪৯৯ থেকে ৮২৯ ডলারে তবে অ্যন্যান্য দেশে এই দাম কতো হবে অ্যাপল এখনও জানায়নি।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আইপ্যাড ব্যবহারকারীরা আইপ্যাড কেনা ছাড়াও অ্যাপল স্টোর থেকে ১০ লাখ অ্যাপল অ্যাপ্লিকেশন ও আড়াই লাখ ই-বুক ডাউনলোড করেছেন।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, অ্যাপলের আইপ্যাডে ওয়াই-ফাই সংযোগ সুবিধা থাকলেও থ্রিজি সংযোগের কোনো সুবিধাই নেই।

অ্যাপল সিইও স্টিভ জবস-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইপ্যাড গেম বিষয়ক ধারণাই পাল্টে দিতে পারে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৭ সালে অ্যাপলের তৈরি আইফোন কিনতে যেমন ভিড় দেখা গিয়েছিলো আইপ্যাডের সময় তেমন ভিড় দেখা যায়নি। উল্লেখ্য, আইফোন প্রথম দিনেই সোয়া ৫ লাখ বিক্রি হয়েছিলো।

আসছে মাইক্রোসফট এবং অ্যাপলের নতুন হ্যান্ডসেট ...

Microsoft Handheld Pink Project

প্রযুক্তি জগতের দুই শীর্ষস্থানীয় কোম্পানি মাইক্রোসফট এবং অ্যাপল বাজারে নতুন মোবাইল হ্যান্ডসেট আনার পরিকল্পনা করেছে। জানা গেছে, মাইক্রোসফট আনছে পিঙ্ক প্রোজেক্টের অধীনে নতুন হ্যান্ডসেট। অন্যদিকে অ্যাপল আইফোনের অপারেটিং সিস্টেম এর নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে। খবর সি-নেট এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের তৈরি নতুন পিঙ্ক হ্যান্ডসেট বাজারে আসতে পারে এপ্রিল মাসের ১২ তারিখেই। এই ফোনে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা থাকছে। এছাড়াও থাকছে মাইক্রোসফটের তৈরি সফটওয়্যার, অনলাইন সার্ভিস এবং হার্ডওয়্যার। মাইক্রোসফটের এই হ্যান্ডসেট তৈরি করছে জাপানি ইলেকট্রনিক জায়ান্ট শার্প।

অন্যদিকে, অ্যাপল ঘোষণা দিয়েছে তারাও এপ্রিল মাসের ৮ তারিখে আইফোনের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে। আইফোনের নতুন এই অপারেটিং সিস্টেমে আইপ্যাডের অনেক বৈশিষ্ট্যই যুক্ত হতে পারে। জানা গেছে, এবছর গ্রীষ্মেই বাজারে আসবে নতুন অপারেটিং সিস্টেমের আইফোন।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মাইক্রোসফট এবং অ্যাপলের তৈরি হ্যান্ডসেট পুরো স্মার্টফোনের মতো হবে না বরং এটি হবে ‘ফিচার ফোন’-এর আদলেই।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙄 welcome ভাই………….. :mrgreen: