অবশেষে আমরা প্রায় সকলেই এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার শুরু করেছি। এক সময় হয়ত Incandescent (ফিলামেন্ট) এবং Fluorescent Lamp (টিউব লাইট) ছাড়া আমরা কিছু ভাবতেই পারতাম না। CFL এর পূর্ণরূপ হল Compact Fluorescent Lamp, আর Compact Fluorescent Lamp এর একটি প্রকারভেদ হল এনার্জি সেভিং ল্যাম্প।
যাই হোক, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হল এনার্জি সেভিং ল্যাম্প এর বিভিন্ন উপাত্ত সম্মন্ধে ভালভাবে জানা। বাজারে বিভিন্ন কোম্পানির এনার্জি সেভিং ল্যাম্প পাওয়া যায় তাদের মধ্য নিন্মলিখিত কোম্পানির ল্যাম্প উল্লেখযোগ্যঃ
উপরোক্ত কোম্পানিগুলোর গুনাগুণ যাই হোক না কেন দামের দিক দিয়ে প্রায় সবাই কাছাকাছি। আমার জানামতে একমাত্র নাসির গ্লাস এনার্জি সেভিং ল্যাম্প এর কাঁচামাল উৎপাদন করে, বাকি সবাই তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী চীন বা অন্য কোন দেশ থেকে আমদানী করে নিজেরা assemblingকরে বিক্রয় করে থাকে। দুই চারটি নামীদামী কোম্পানি ছাড়া বাকিদের পণ্যের গুণাগুণ এবং তাদের প্যাকেট এ product এরSpecificationমিল পাওয়া দুস্কর।
এনার্জি সেভিং ল্যাম্পমূলত চারটি প্রধান পার্ট নিয়ে গঠিতঃ
সাধারনত ৫-৩২ ওয়াট এরEnergy Saving Lampই বেশী বিক্রয় হয়ে থাকে, এছাড়াও ৪৫-১০৫ ওয়াট পর্যন্তEnergy Saving Lamp পাওয়া যায়।
বেশীরভাগ কোম্পানির এমপ্লয়ী, দোকানদার, এমনকি প্রায় আমরা সবাই উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে জানিনা। এটা দোষের কিছু নয়, আমিও সঠিকভাবে কিছুই জানতাম না, এগুলো জেনেছি চায়না manufacturerদের সাথে কথা বলে ও টেস্ট reports justify করে।
এছাড়া বিষয়গুলো জানা এত সহজও নয়, কারন laboratory টেস্ট করার পর জানা সম্ভব। কিন্তু আমরা সচেতন হলে বেশ কিছু ফালতু কোম্পানিএড়িয়ে চলতে পারব।
আপনি যদি সঠিকভাবে ব্যবসাটি করতে পারেন তাহলে এই সেক্টরে ২৩-৩৫% পর্যন্ত প্রফিট করা যাবে।
এরপর আবার LED Lightনিয়ে লিখব।সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারলাম না।
যদি এই পোস্টটি আপনাদের একটু উপকার করে থাকে তবে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন এবং এনার্জি সেভিং ল্যাম্প সংক্রান্ত প্রশ্ন বা সমস্যা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন অথবা মেইল করতে পারেন ।যথাসম্ভব আপনার সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব।
আমাদের : ফেসবুক পেজ
বিঃ দ্রঃ এটা আমার চতুর্থ টিউন, ভুল গুলো ধরিয়ে দিতে ভুল করবেন না । আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না, কারন কমেন্ট ছাড়া পোস্টের মূল্য বুঝা যায় না । আমি মুলত ব্লগিং করি এই অটোমেশন নিয়ে। কিছুদিন হল ব্লগিং শুরু করলাম। ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন আমার অটোমেশন ব্লগ থেকে। কোন পরামর্শ থাকলে জানাবেন।
আমি মোঃশহিদুল ইসলাম রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
CEO ProjuktiShop.Com
১0,000 লাখ or ১০ লাখ…?