আইপিএল টিমগুলোর অফিসিয়াল সাইট + অফিসিয়াল টুইটার + অফিসিয়াল তথ্য(!)

আইপিএল জনপ্রিয়তার তুঙ্ঙ্গে । বাঙ্গালীরাও পিসিএল রেখে আইপিএলই দেখে । তাই আইপিএল টিমগুলোর সব অফিসিয়াল তথ্য শেয়ার করলাম !

১. কোলকাতা নাইট রাইডার্স

শুরুতেই গুরু । আমার মত অধিকাংশ বাঙ্গালীই মনে মনে  KKR সাপোর্টার । কারন ১. কোলকাতা ২. মাশরাফী ৩. শাহরুখ !!!

অধিনায়ক: (আবার জিগায়..) সৌরভ গাঙ্গুলী http://twitter.com/SCGanguly

কোচ: ডেভ ওয়াটমোর ।

মালিক: যৌথভাবে শাহরুখের Red Chillies Entertainment , জুহী চাউলা ও তার স্বামী জয় মেহতা ।

সাইট: http://www.kkr.in/

টুইটার: http://twitter.com/KKriders

বিশেষ তথ্য: শাহরুখের টুইটার :  http://twitter.com/iamsrk

২. মুম্বাই ইন্ডিয়ানস

অধিনায়ক: শাচীন টেন্ডুলকার ।

কোচ: রবিন সিং ।

মালিক:  আম্বানীর Reliance Industries ।

সাইট: http://www.mumbaiindians.com/

টুইটার: http://twitter.com/mipaltan

৩. রয়েল চেলেন্জার্স ব্যাঙ্গলোর

অধিনায়ক: রাহুল দ্রাবিড়

কোচ: Ray Jennings (সাবেক দক্ষিন আফ্রিকান কোচ)

মালিক:  আলোচিত ব্যাক্তিত্ব বিজায় মালীয়ার কোম্পানী UB Group. ।

সাইট: http://www.royalchallengers.com/

টুইটার: http://twitter.com/RCBTweets

৪. চেন্নাই সুপার কি

নেতূত্বে দুজন চমৎকার মানুষ থাকতেও এদের অবস্থা এমন কেন আল্লাহ জানে ।

অধিনায়ক: মা. সিং ধোনি ।

কোচ:  স্টিভেন ফ্লেমিং

মালিক: N. Srinivasan, Vice-Chairman and Managing Director of India Cements Ltd.

সাইট: http://www.chennaisuperkings.com

টুইটার: http://twitter.com/ChennaiIPL

৫. দিল্লী ডেয়ারডেভিলস

অধিনায়ক: শেওয়াগ ।

কোচ:Greg Shipperd ।

মালিক:  GMR Group

সাইট: http://www.delhidaredevils.com/

টুইটার: http://twitter.com/Delhidaredevils

৬. কিংস ইলেভেন পান্জাব

বতর্মানে সবচেয়ে খারাপ অবস্থা মোহালীর এই দলটির । দলে সব বাঘা বাঘা খেলোয়াড় , হার্ড হিটার । মাগার জয়ের কোন দেখা নাই । গতবারের ব্যর্থতায় অধিনায়ক বদলেও লাভ হয় নাই , এবার অবস্থা আরো খারাপ ।

অধিনায়ক: কুমার সাঙ্গাকারা ।

কোচ: টম মুডি ।

মালিক:  প্রিতি জিনতা ও তার বন্ধু নেসওয়াদিয়া ।

সাইট: http://www.kingsxipunjab.com/

টুইটার: http://twitter.com/kxip

বিশেষ তথ্য: প্রিতি জিনতার টুইটার : http://twitter.com/realpreityzinta

৭. রাজস্থান রয়ালস

আইপিএলের বিডে সবচেয়ে কম দামে বিক্রি হওয়া এই দলটি প্রথমবারেই বাজিমাত করে । ২য় আসরেও খারাপ করেনি দলটি । এটাই একমাত্র দল যার কোচ ও অধিনায়ক একজনই !

অধিনায়ক:  শেন ওয়ার্ন

কোচ:  শেন ওয়ার্ন

মালিক:  বিগ ব্রাদার খ্যাত শিল্পা শেটী ।

সাইট: http://www.rajasthanroyals.com/

টুইটার: http://twitter.com/rajasthanroyals
বিশেষ তথ্য: শেন ওয়ার্নের টুইটার : http://twitter.com/warne888

৮. ডেকান চার্জার্স

নাম শুনে বোঝার উপায় নাই এটা কোন জায়গার ফ্রান্চাইজ বা দল । ২য় আইপিএলের এই বিজয়ীরা হল হাইড্রাবাদের দল ।

অধিনায়ক:  আডাম গিলক্রিস্ট

কোচ:  ড্যারেন লেইম্যান ।

মালিক:  Deccan Chronical

সাইট: http://www.deccanchargers.com/

টুইটার: http://twitter.com/Chargershome

পুরাটা লেখার পর মনে হলো এটা না লিখলেই ভাল হত ! যাক কি আর করার !!!

এইচএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডিটকে করল ??? ভাল হইসে …. 😉

আমি নিজে ডেকান সাপোর্টার ….. একটা তথ্য সংশোধন করে নিন ….. ডেকানের কোচ “ড্যারেন লেইম্যান”

আমি কেকেআর ছিলাম এখন মুম্বাই ইন্ডিয়ানস

আমি রাজস্থান এর সমর্থক কারন ইউছুফের রকিং পার্ফমেন্সের জন্য

ডেকান ছাড়া কথাই নাই!
ডেকান চার্জার্স রক্স ! গিলি জোসসস….

আমার দল হলো যে ভালো খেলে সেই,টিউনের জন্য ধন্যবাদ টিউনটা ভালো হয়েছে,

Level 0

Ami Kings XI Panjub.

Level 0

আমি চেননাই কোরি….তথ্যের জন্য ধন্যবাদ.

Level 0

আমি দিল্লী ডেয়ারডেভিলস
Gambhir bosssssssss

নাহ ! কাল ডেকান হেরে গেল… দু:খ পাইছি! 🙁

আমি কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা কোলকাতা ………………………………………………………..