আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটি আমার প্রথম টিউন। অনেক জায়গায় ভুল হতে পারে।প্লীজ ক্ষমার চোখে দেখবেন। বাংলাদেশের মানুষ এখন মূলত অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। কারন, অনলাইনে ঠিক মত চোখ বুলালেই সব পাওয়া যায়। এবার মূল বিষয়ে আসা যাক, বর্তমানে অনলাইন শপিং আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।এটিকে ডিজিটাল দেশের একটি অন্যতম বৈশিষ্ট বলা যায়।এবার অনলাইনে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি চালু হলো দেশের সর্বপ্রথম ও একমাত্র সেবা দান কারী প্রতিষ্ঠান ''ভাড়াবিডি.কম'' । আপনি এখানে পাবেন আপনার প্রয়োজনীয় ভাড়া দেওয়া- নেওয়া সংক্রান্ত সকল সুবিধা। এই সেবা গ্রহন করার ফলে ভোগান্তি, সময়ের অপচয় থেকে শুরু করে নানান প্রকারের বিড়ম্বনা থেকে আপনি রেহায় পেতে পারেন। তাহলে আর দেরি কেন !? আজ থেকেই ভাড়া সংক্রান্ত হাজারো সমস্যার সমাধান খুঁজতে অলি-গলি না ঘুরে ঘরে বসে নিশ্চিন্তে সমস্যা গ্যাচাং (রবি স্টাইল) করে ফেলুন এক নিমিশেই।এতে আপনার লাভ হয়- সময়ের অপচয় হয় না আর অতিরিক্ত শ্রম ও দিতে হয় না। আপনি যে যে সুবিধাগুলো পাচ্ছেন...
১. আপনি নির্দিষ্ট categori থেকে পছন্দের ভিত্তিতে নির্দিষ্ট স্থানের বিজ্ঞাপন দেখতে পারবেন।
২. পছন্দের ভিত্তিতে বিজ্ঞাপন সার্চ করতে পারবেন।
৩. সম্পূর্ণ ফ্রি তে বিজ্ঞাপন দিতে পারবেন।
৪. আপনি আপনার পছন্দের ভিত্তিতে নির্দিষ্ট এলাকার বিজ্ঞাপন গুলোর সেবা গ্রহন করতে পারবেন। এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে। সাথেই থাকবেন।
ফ্রি সেবা নিতে এক্ষুনি ভিসিট করুন http://www.varabd.com এ
সেই সাথে ওয়েব সাইটের স্ক্রিন শর্টটি দেখুন
ফ্রি বিজ্ঞাপন দিন বাটনে ক্লিক করলে বিজ্ঞাপন বিবরণি দেওয়ার পেইজটি ওপেন হবে। দেখতে ঠিক এই রকম
বিজ্ঞাপনের বিস্তারিত বর্ণনা দিয়ে continue বাটনে ক্লিক করলে নিচের মত দেখাবে
আপনি চাইলে ছবি যুক্ত করতে পারেন বিজ্ঞাপনের গ্রহনযোগ্যতা বাড়াতে
এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে... ফেইসবুক , টুইটার , গুগোল প্লাস , ইউটিউব
আজকে এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন, আর দোয়া করবেন।
আমি alamcpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ এই রকম একটি site তৈরির জন্য। অনেক উপকার আসবে সবার ।আমি এই site এর সাফল্য কামনা করি।