জিডিজি ঢাকা কর্তৃক “জিসক ২০১৩ (GSoC 2013)” অনুষ্ঠানমালার প্রথম পর্যায়ে দেশ ব্যাপি প্রচারণামূলক কার্যক্রম জিসক ওরিয়েন্টেশনের শেষ আয়োজন অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম ও সিলেটে। ঢাকার বেসিস মিলনায়তনে, বেসিস এর সহযোগীতায় ওরিয়েন্টেশন কার্যক্রম উদ্বোধনের পর, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে দুইটি সহ, ঢাকায় মোট তিনটি আয়োজন হয়। তারপর, খুলনা ও যশোরে - খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় মোট ৩টি ওরিয়েন্টেশন। গত ২৬শে এপ্রিল শুক্রবার চট্টগ্রামের চুয়েট এবং ২৭শে এপ্রিল শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে শেষ হয় দেশব্যপী এই বছরের জিসকের প্রচারণা। ছাত্রছাত্রীদের জন্যে, প্রতিবছর গ্রীষ্মে মাত্র আট সপ্তাহ বিখ্যাত সব ওপেন সোর্স প্রজেক্টে কাজ করে ৫০০০ ডলার বা প্রায় ৪ লাখ টাকা আয়ের এই সুযোগ করে দিয়েছে গুগল ।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, CSE বিভাগে আয়োজিত অনুষ্ঠানে, বাংলাদেশের জিসক প্রচারনার উদ্যোক্তা মাহে আলম খান বলেন, ২০০৫ সালে জিসক আরম্ভ হবার পর প্রায় ৭ বছরে সারা বিশ্ব থেকে ছয় হাজারেরও বেশী শিক্ষার্থী অংশ নিলেও, বাংলাদেশ থেকে এপর্যন্ত খুব বেশী আবেদন জমা পরেনি, যার মধ্যে ২০ জনেরও কম শিক্ষার্থীর আবেদন গৃহীত হয়েছিলো। অন্যদিকে আমাদের সার্ক প্রতিবেশী শ্রীলংকা থেকে গৃহীত হয় ১৬৪ জন শিক্ষার্থীর আবেদন। বাংলাদেশ থেকে জিসকের অংশগ্রহন বৃদ্ধির লক্ষ্যে, বাংলাদেশের গুগলের কান্ট্রি-কনসালটেন্ট কাজী মনিরুল কবিরের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক এই কার্যক্রম হাতে নেয় গুগল ডেভলপার গ্রুপ ঢাকা ও অঙ্কুর আইসিটি ডেভলপমেন্ট ফাউন্ডেশন। মাহেআলম খান আরও জানান, আগামী ৩রা মে পর্যন্ত বাংলাদেশের যেকোন বিষয়ের শিক্ষার্থীরা জিসকে আবেদন করতে পারবেন।
গতকাল ২৬শে এপ্রিল সিলেটের অনুষ্ঠানটিতে, ছাত্র-ছাত্রীদের নিজের দক্ষতা মূল্যায়ন পূর্বক পেশা বেছে নেওয়ার গুরুত্ব সহ, ক্যারিয়ার সম্পর্কে পরামর্শ দেন জিডিজি ঢাকার অর্গানাইজার এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের বিভাগীয় প্রধান ড. হাসান সারওয়ার। এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞানের প্রভাষক আবু শোয়েব। গুগল ডেভেলপার গ্রুপ নিয়ে আলোচনা করেন আরিফ নিজামী ও ফয়সাল আহমেদ । সাস্ট সিএসসি সোসাইটি এবং চুয়েট সিএসসি ডিপার্টমেন্ট অনুষ্ঠান দুটির আয়োজনে সহযোগিতা করেন।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....