সবার জন্য অ্যামেচার রেডিও :: প্রসঙ্গ লাইসেন্স ও রেডিও সেট

টেকটিউনস-এর প্রত্যেকটি সম্মানিত টিউনারদের আমার অ্যামেচার রেডিও সংক্রান্ত পূর্বের টিউনটি পড়ার জন্য এবং এই সায়েন্টিফিক হবিটি সম্পর্কে আরও বিস্তরিত ভাবে জানার আগ্রহ পোষণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আবার প্রাত্যহিক কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও টিউন করতে বসার তাগাদা অনুভব করেছি আর এর কারণ হলেন আপনারা, টেকটিউনসের টিউনারা :)। অ্যামেচার রেডিও সম্পর্কে আমি অনেক ধরনের প্রশ্ন এবং মন্তব্য পেয়েছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার এ বিষয়ে আগের টিউনটি পাবেন নিচের লিংক থেকে >>

https://www.techtunes.io/tech-talk/tune-id/1782/

আজকে আপনাদের একটি খুশির খবর প্রথমেই দিয়ে দেই আর তা হলো, আপনারা যারা অধীর আগ্রহে অ্যামেচার রেডিও অপারেটর লাইসেন্স পরীক্ষার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য নভেম্বর মাসে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিটিআরসি। আপনাদের পরীক্ষা হবে ২৭ নভেম্বর, ২০০৮ তারিখে। আপনারা আপনাদের পরিচিত যারা পরীক্ষা দেবেন, দয়া করে তাদের এই তথ্যটি জানিয়ে দিন। বিস্তারিত জানা যাবে এখান থেকে

এবার চলুন দেখা যাক, কিভাবে কি করতে হয়।

আমাদের দেশে হ্যাম ভাইদের মধ্যে আমি বেশিরভাগকে Motorola Radius GP 300 সেটটি ব্যবহার করতে দেখেছি। এটি খুবই শক্তিশালী একটি হ্যান্ডি (আপনাদের ভাষায় যাকে হ্যান্ড সেট বলেন)। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এরা প্রায় প্রত্যেকটি সেট জাঙ্ক ইয়ার্ড থেকে বাতিল অবস্থায় সংগ্রহ করে ঠিকঠাক করে নিয়েছেন, খরচ পড়েছে সর্বোচ্চ ৩০০০ টাকা। আপনি ইচ্ছা করলে নতুনও কিনতে পারেন সিঙ্গাপুর বা চায়না থেকে। তবে নতুন কিনলে সেট-এর সার্কিটবোর্ড নিয়ে কাজ করার বা ইলেকট্রনিক্স নিয়ে ঘাঁটাঘাটিঁ করার প্রয়োজন পড়বেনা। শুধু বাজার থেকে কিনে এনে ফ্রিকোয়েন্সি বসিয়ে নিলেই চলবে। কিন্তু আমার মনে হয়না, এতে আপনারা কেউ কিছু শিখতে পারবেন না। কারণ প্রয়োজনের সময় আপনার রেডিও-র যদি কোন প্রকার কাজ করার প্রয়োজন পড়ে, তাহলে অন্য হ্যাম ভাইয়ের দ্বারস্থ হতে হবে। কিন্তু আপনাদের কিছুই শেখা হবে না, এই আফসোস করবেন শুধু। অনেকে বিদেশ থেকে তাদের নিজেদের ব্যবহারের জন্য বেইজ রেডিও (HF)  এবং হ্যান্ডি (UHF) নিয়ে এসছেন। এটা আসলে যার যার সামর্থ্যের ওপর নির্ভর করে। বিভিন্ন রেডিও প্রস্তুতকারী কোম্পানীর ঠিকানা পাবেন এই লিংক থেকে

http://www.barl.org/index.php?id=72

নিচেরটি হলো একটি Motorola Radius GP 300

gp300.jpg

আর নিচের ছবিটি হলো একজন আমেরিকান হ্যাম-এর ব্যক্তিগত হ্যাম রেডিও স্টেশন, যেখানে অনেকগুলো HF বেইজ সেট দেখা যাচ্ছে

ham_radio_station.jpeg

তবে সবচেয়ে মজার এবং গর্বের বিষয় হলো এই যে, বা্ংলাদেশের যারা হ্যাম হয়েছেন, তারা আজকে সবাই ইলেকট্রনিক্স সম্পর্কে ভালো আইডিয়া রাখেন। বাংলাদেশের যে রিপিটার (Repeater) এবং ইকোলিংক (Echolink) টি আছে, তা বেলায়েত রবিন (S21RB) এর নিজের হাতে ডিজাইন এবং তৈরি করা। এগুলো আমাদের পাশের দেশ্ ইন্ডিয়ার হ্যামদের কাছে ডাল-ভাত। আমরা তো চিটাগাং বা অন্যান্য জাঙ্ক ইয়ার্ড থেকে ২-৩ টা ভাঙা, নষ্ট রেডিও যোগাড় করে সেখান থেকে ১টা ভালো রেডিও যোগাড় করি, ইন্ডিয়ান হ্যাম ভায়েরা সেই বেইজ রেডিও নিজেরা তৈরি করে! আশ্চর্য হলেও সত্যি।

আমরা করতে পারিনা, কারণ আমাদের দেশে হ্যাম-এর সংখ্যা কম, এবং চাহিদা কম, তাই আসলে একাজ করার মতো পরিস্থিতি সেই। কিন্তু তাই বলে রাতুল ভাই (S21RE) নিজে খুবই কম খরচে বাংলাদেশের এবং যতদূর জানি, ভারতীয় উপমহাদেশের প্রথম SDR (Software Defined Radio) তৈরি করেছেন, যা আপনারা BARL-এর সাইটে দেখতে পাবেন। এটি আসলে একটি ডিভাইস, যা দিয়ে আপনি রেডিও সিগন্যাল রিসিভ করতে পারবেন, যা আপনার কম্পিউটারের সাইন্ড কার্ডের লাইন ইন (Line In) দিয়ে সিগন্যাল ঢুকবে আপনার পিসিতে, সেখানে আপনি সফ্টওয়্যার দিয়ে ব্যান্ড এবং আনুষাঙ্গিক তথ্য ব্যবহার করে সেই চ্যানেল ধরতে পারবেন, যা আপনার সাউন্ড কার্ডের লাইন আউট (Line Out) পোর্ট ব্যবহার করে স্পিকারে শুনতে পারবেন। রাতুল ভাইয়ের এটা তৈরিতে আমি যতদূর জানি, ৩০০-৪০০ টাকা খরচ হয়েছে। এটা আপনিও ইচ্ছা করলে পেতে পারেন, তবে তার জন্য আপনাকে বৈধ লাইসেন্সধারী হ্যাম হতে হবে। পরীক্ষা দেয়ার জন্য লাগবে ২০০ টাকা আর কলসাইনের জন্য বিটিআরসিকে দিতে হবে ১, ১০০ টাকা। আর প্রতিবছর লাইসেন্স নবায়ন ফী মাত্র ১০০ টাকা।

এছাড়াও আরেকটা জনপ্রিয় পদ্ধতি হলো, ইকোলিঙ্ক (Echolink) ব্যবহার করা। ইকোলিঙ্ক নামে একটি সফ্টওয়্যার আছে, যেটি আপনার পিসিতে ইন্সটল করার পর আপনি আপনার পিসি থেকে হেডফোন ব্যবহার করে ইয়াহু মেসেঞ্জারের মতো বিশ্বের যে কোন দেশের হ্যামদের সাথে কথা বরতে পারবেন। তবে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে। এই ইকোলিঙ্ক সফ্টওয়্যারটি একটি উন্মুক্ত এবং ফ্রি সফ্টওয়্যার। তাই যে কেউ ব্যবহার করতে পারবেন। তবে এটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার বৈধ লাইসেন্স, একটি কলসাইন এবং আপনার ইমেইল অ্যাড্রেস লাগবে। আর আপনাকে আপনার বৈধ লাইসেন্সের একটি ফটোকপি তাদের কাছে পাঠাতে হবে। ইকোলিংক সফ্টওয়্যারটি ডাউনলোড করার লিংক হলো >>

http://www.echolink.org/register_data.jsp

আমরা যদি এশিয়ার অন্যান্য দেশের সাথে আমাদের দেশের সাথে তুলনা করি, তাহলে বলা যায় যে, আমরা অন্যান্য দেশের থেকে প্রযুক্তি ও দক্ষ লোকবলের দিক থেকে যথেষ্ট এগিয়ে আছি। কারণ আমাদের দেশে ইকোলিংকে সংযুক্ত যে রিপিটারটি আছে, সেটি ২৪ ঘন্টা ইন্টারনেটে সংযুক্ত আছে একটি আইএসপি-র অফিসে এবং সেই আই্এসপি এর মালিক নিজে একজন হ্যাম এবং তিনি বা্ংলাদেশের হ্যামদের থেকে কোন অর্থ নেন না এই সেবা দেয়ার বিনিময়ে। অথচ অন্যান্য দেশে পালা করে ইকোলিংক চালায়। আর বাংলাদেশের হ্যামরা সবসময়ই কেউ না কেউ ব্যান্ডে থাকে। তারা সবসময়ই নিজেদের মধ্যে নানা বিষয়ে কথাবর্তা বলে। এমন কোনো দিন নেই যেদিন ব্যান্ডে ১০-১২ টা বিদেশী স্টেশন আসে না। বিদেশের প্রত্যেকটি দেশের হ্যামদের কাছে সিয়েরা ২১ ল্যান্ড (বাংলাদেশের কলসাইন S21 দিয়ে শুরু, তাই বাংলাদেশকে সিয়েরা ২১ ল্যান্ড বলা হয়) খুবই জনপ্রীয়। কারণ হচ্ছে, যখনই কোন বিদেশী স্টেশন আমাদের দেশের ইকোলিংকের মাধ্যমে সংযুক্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন স্টেশনের (এক একজন হ্যাম-এর অবস্থানকে স্টেশন বলা হয়) সাথে কথা বলতে চায়, তখন অবশ্যই কেউ না কেই তাদের উত্তর দেয়। বিদেশী স্টেশনগুলো অনেক সময়ই বাংলাদেশের স্টেশনগুলোর সাথে কথা বলে হ্যাম রেডিও সংক্রান্ত বিষয়ে বাংলাদেশী হ্যামদের সাহায্য নেয়। এসবই হয় ইংরেজী ভাষায়, এতে করে আমাদের ইংরেজী ভাষার চর্চাটাও খুব বেশী হয়, যা আমাদের জন্য একান্ত দরকার। আমাদের দেশে হ্যামরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেডিও সিগন্যাল পাঠাচ্ছেন বহনযোগ্য রিপিটার ব্যবহার করে, যেগুলো বাংলাদেশী প্রযুক্তিতে অতি সামান্য অর্থ ব্যয় করে হাতে তৈরি করা হয়েছে। এমনকি বাংলাদেশ অ্যামেচার রেডিও লীগের প্রেসিডেন্ট ভদ্রলোক তাঁর নিজের বাসায় একটি রুম ছেড়ে দিয়েছেন রিপিটার এবং অন্যান্য কার্যক্রম সম্পাদনার জন্য। যখনই কোন প্রয়োজন হয়েছে, আমি সবসময়ই কোন না হ্যামকে তাঁর শত ব্যস্তাতার মাঝেও ছুটে দেখেছি ঢাকার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। আর আগেই বলেছি আমাদের হ্যাম ভাইদের হাতের কারিশমার কথা।

সুতরাং, শুধু একবার ভাবুন, বসে আছেন একাকী, হাতে কোন কাজ নেই। তখন যদি আপনি বিনা খরচে বসে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতির ও ভাষার মানুষের সাথে কথা বলতে পারছেন, তখন ব্যাপারটা কেমন হবে? অথবা যখন কোন স্পেস স্টেশন বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার সময় স্পেস স্টেশনে অবস্থানকারী নভোচারী হ্যাম বাংলাদেশী হ্যামদের ডাকে, তখন যদি আপনি তার ডাকে সাড়া দেন, কেমন মজা হবে? সুতরাং আর দেরী না করে এখনই বিটিআরসি-র ওয়েবে দেয়া নির্দেশাবলী অনুযায়ী আবেদন করে লাইসেন্স নিয়ে হয়ে যান বাংলাদেশের একজন গর্বিত অ্যামেচার রেডিও ব্যবহারকারী!

আর আপনাদের যেকোন ব্যক্তিগত সাহায্যের জন্য আমাকে মেইল করতে পারেন নিচের ঠিকানায় ::

[email protected]

zicobaby@zicobaby.tk

beware-of-ham-radio.jpg

ধন্যবাদ সবাইকে 🙂

জিকো

http://www.zicobaby.tk

Level 0

আমি zicobaby। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice one. Like it very much. Write some more similar article.
Thanks. S21RC

Level 0

ধন্যবাদ রাব্বি ভাই।
আপনি তো অনেকদিন থেকে এই দিকে আছেন, আপনি যদি আমাকে আরো কিছু সাহায্য সহযোগীতা করতেন, আমি আরও লিখতে উৎসাহিত হবো। আপনিও যদি একটু লিখতেন, আমরা অনেক কিছু শিখতে পারতাম।

জিকো
S21RN

সুপ্রিয় রোমিও নভেম্বর, সবাইকে দিয়ে সবকিছু হয় না, লেখা লেখি টা নাহয় তুমিই চালিয়ে যাও। কতো কস্টে যে বাংলা লিখলাম…..
রোমিও চারলি (s21rc)

Level 0

For all of your concern, I am available @ Echolink whole day, so if you want me talk with, feel free to connect me.
My Echolink Node No.: 398616. Anybody with a valid Amateur Radio Licence issued by Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) can QSO with me via Echolink.

73’s.

Nazirul Islam.
Amateur Radio CallSign = S21RN

nice tune, I’m interested, I’ll communicate with u soon….Thanks

ভালো লাগল
ধন্যবাদ