আমার প্রথম টিউনে আপনাকে স্বাগতম। আমার লেখায় থাকবে কিভাবে পিডিএফ ফাইল বানাতে হয়, সম্পাদনা করতে হয় এবং কয়েকটি ফাইল জোড়া লাগাতে হয়। আমি যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো তার নাম PDF24 Editor।
PDF24 Editor সফটওয়্যারের মাধ্যমে যে কোন ফাইল (word, Excel, image) কে পিডিএফ ফাইলে রুপান্তর করা যায়। PDF24 Editor ইনস্টল করলে pdf24 নামে একটি প্রিন্টার ইনস্টল হবে। pdf24 এর মাধ্যমে কোন ফাইল প্রিন্ট করলে স্বয়ংক্রিয়ভাবে pdf ফাইল তৈরী হবে এবং ওপেন হবে। PDF24 Editor এর মাধ্যমে আপনি পিডিএফ ফাইল তৈরি, সেভ এবং এডিট করতে পারবেন। এছাড়া আপনি অনেকগুলো পেজ জোড়া লাগাতে এবং কেটে আলাদা করতে পারবেন।
১০.৩৮ মে.বা. এর সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে
এটি আমার প্রথম লেখা । আশা করি সবাই মন্তব্য করবেন।
আমি হারুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে টেকটিউনে অভিনন্দন।…………ধন্যবাদ।