SSD – আপনার কম্পিউটারকেও বানিয়ে ফেলুন ম্যাক এর মত সুপার ফাস্ট

অনেককেই মাঝে মাঝে প্রশ্ন করতাম আচ্ছা এত কম কনফিগারেশন তারপরও মানুষ বেশি টাকা দিয়ে অ্যাপল এর ম্যাক কম্পিউটার কেন কেনে । সবাই বলে ম্যাক অনেক ফাস্ট । বুঝতাম না কিভাবে ম্যাক এত ফাস্ট হয় । আমার ল্যাপটপটাও তো Core i7 প্রসেসর এর সাথে ৮ গিগা র‍্যাম , ২ গিগার এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড আছে । কিন্তু তারপরও আমার ল্যাপটপ এত স্লো লাগে কেন ?
কারন একটাই 5400 rpm এর একটা হার্ডডিস্ক । গুগলে অনেক খোজাখুজি করে বুঝতে পারলাম ম্যাক অনেক ফাস্ট কারন ম্যাক এ হার্ডডিস্ক এর বদলে SSD ( Solid State Drive ) আছে । প্রশ্ন হল SSD কি ? SSD হল হার্ডডিস্কেরই সবচেয়ে উন্নত সংস্করন । সাধারন হার্ডডিস্কের ভিতর ডিস্ক থাকে এবং সেখানে তথ্য সংরক্ষন হয় কিন্তু SSD এর ভিতরে কোন ডিস্ক থাকে না । এইটার ভিতরে চিপ থাকে আর সেই চিপ এর মধ্যে তথ্য সংরক্ষিত হয় । ঠিক যেমন মেমোরি কার্ড / পেনড্রাইভ এর ভিতরে তথ্য রাখা হয় । হা SSD আসলে NAND ভিত্তিক Flash মেমোরি ডিভাইস এবং এইটার তথ্য আদানপ্রদানের গতি সাধারন হার্ড ডিস্কের তুলনায় প্রায় ৫ গুন ।

Core i7 ল্যাপটপ কেনার পর অনেক হতাশ হয়েছিলাম সাইফুল ভাইয়ের মত । আমার আগের core i5 এর সাথে এর কোন পার্থক্যই ছিল না। শুধু শুধু দিগুন দাম নিয়েছিল । কিন্তু এখন আমি আমার এই দুইটি ল্যাপটপ একসাথে রেখে তুলনা করে দেখাই তবে আপনারাই বুঝতে পারবেন যে একটা SSD কতটা পার্থক্য তৈরি করতে পারে । নিচে ভিডিওটি দিলাম । দেখার আগে আমি আমার ল্যাপটপ দুইটার কনফিগারেশন বলে দেই ।

বামদিকের এইচপি ল্যাপটপটিতে Core i7 3rd Generation 2.3 GHz প্রসেসর , ৮ গিগা র‍্যাম এবং ২৫০ গিগার SSD লাগানো আছে ।
ডানদিকের এসার ল্যাপটপটিতে core i5 2nd Generation 2.67 Ghz প্রসেসর , ৮ গিগা র‍্যাম এবং ৭৫০ গিগার হার্ডডিস্ক লাগানো আছে ।

দুইটি ল্যাপটপ এই আমি গতকাল রাতে উইন্ডোজ ৭ আল্টিমেট ৬৪বিট ভার্সন সেটআপ দিয়েছি ।

ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হচ্ছে ? SSD লাগানো ল্যাপটপটি মাত্র ১৬ সেকেন্ডে চালু হয়ে গিয়েছিল যেখানে হার্ডডিস্ক লাগানো কম্পিউটারটি চালু হতে প্রায় 65 সেকেন্ড সময় লেগেছিল । পার্থক্যটা প্রায় ৫০ সেকেন্ড এর ।

এখন আসুন আরেকটা পরীক্ষা করি । আমার দুই ল্যাপটপ এর ডেক্সটপ এ ১৩০মেগাবাইটের একটা পিএসডি ফাইল আছে এবং এডোবি ফটোশপ সিএস৫ ইন্সটল করা আছে । আমরা একই সময় দুইটা ফাইলে ওপেন ক্লিক করে দেখবো কোনটায় কত দ্রুত ফাইলটি ওপেন হয়।

মাথা এইবার নষ্ট হইছে । হা SSD এতটাই দ্রুত কাজ করে । মাত্র ৭ সেকেন্ড এ SSD লাগানো ল্যাপটপটি ১৩০মেগাবাইটের পিএসডি ফাইলটি ওপেন করে ফেলেছ , যেখানে হার্ডডিস্ক লাগানো ল্যাপটপটিতে একই ফাইল ওপেন হতে ৩২ সেকেন্ড সময় লেগেছে । হার্ডডিস্ক লাগানো ল্যাপটপে ফটোশপের স্প্লাশ স্ক্রিন আসার আগেই SSD লাগানো ল্যাপটপটি পিএসডি ফাইলটি ওপেন হয়ে বসে আছে । আগে জানলে core i7 ল্যাপটপ না কিনে আমার পুরনো core i5 ল্যাপটপে SSD লাগাইতাম ।

যাদের মনে হচ্ছে আমার কম্পেয়ারটা ঠিক নয় , কারন ল্যাপটপ দুইটা ভিন্ন , তারা ইউটিউব এর এই ভিডিও টা দেখতে পারেন । এখানে কিন্তু একই মডেল এবং কনফিগারেশন এর দুইটা ল্যাপটপ ব্যবহার করা হয়েছে ।

আগে SSD খুবই ব্যয়বহুল ছিল । কিন্তু এখন দিন দিন দাম কমসে । আমার ২৫০জিবি Samsung SSD 840 এর দাম পড়েছিল ১৮০ডলার , সাথে ৩৬ ডলার শিপিং চার্জ । ১২০জিবি Samsung SSD 840 এর দাম ১০০ডলার এবং ৫০০জিবি Samsung SSD 840 এর দাম প্রায় ৩৫০ডলার ।

১২০জিবি , ২৫০জিবি এবং ৫০০ জিবি SSD এর Write Speed ভিন্ন ভিন্ন হয় ।

Capacity120GB250GB500GB
Write Speed in MBPS130250330
Read Speed in MBPS550550550

এছাড়াও আরও অন্য ব্রান্ড এর SSD পাওয়া যায় । যেমন intel , Corsair , Kingston , OCZ .

SSD এবং হার্ডডিস্কের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে । নিচে পার্থক্য গুলো দিলাম ।

  • SSD মাত্র ২-৩ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে যেখানে সাধারন হার্ডডিস্ক ৬-৭ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে সুতরাং SSD ব্যবহার করলে আপনার ল্যাপটপ আরও বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিবে ।
  • SSD এর মধ্যে কোন ডিস্ক নেই তাই এইটায় কোন ডিস্ক ঘোরার শব্দ ও ভাইব্রেসন হয় না । হার্ডডিস্কে ডিস্ক থাকে এবং তা ঘোরেও, তাই মাঝে মাঝে শব্দ ও ভাইব্রেসন হয় এবং উত্তপ্ত হয়ে ল্যাপটপ গরম করে ফেলে । SSD তুলনা মূলক অনেক কম তাপ উৎপন্ন করে ।
  • SSD তে ফাইল কপি / লেখার স্পিড প্রায় ৫৫০ মেগাবাইট প্রতি সেকেন্ড পর্যন্ত হতে পারে , যেখানে হার্ডডিস্কের স্পিড সর্বচ্চো ১২০ মেগাবাইট প্রতি সেকেন্ড ।
  • SSD তে চুম্বক এর কোন প্রভাব নেই কিন্তু চুম্বক এর প্রভাবে হার্ডডিস্ক নষ্ট হতে পারে ।
  • SSD হার্ডডিস্কের তুলনায় অনেক হালকা এবং কিছুটা পাতলা ।
  • SSD অনেক বায়বহুল (বর্তমানে দাম কমছে) কিন্তু হার্ডডিস্ক তুলনামূলক অনেক সস্তা ।
SSD এর দাম বেশি হলেও আসলে এইটা কম্পিউটার এর স্পিড এ যে পরিবর্তন করতে পারে তা দেখলে সবাই একমত হবেন যে এর দাম ঠিক ই আছে। আর নতুন নতুন প্রযুক্তির দাম একটু বেশি থাকে , দিন দিন দাম কমে আসে ।
SSD এর একটা খারাপ দিক আছে , সেইটা হল এর লাইফটাইম । আমার ২৫০ জিবিটার লাইফটাইম হল ৫ বছর । মানে প্রতিদিন যদি আমি ১০জিবি Read/Write করি তাহলে এইটা ৫ বছর পর্যন্ত চলবে । তারপর মরে যাবে 🙂 ।
আসলে আমরা কিন্তু এর চাইতে অনেক কম ব্যবহার করি । আর একটা ল্যাপটপ ৫ বছর ব্যবহার করার কোন ইচ্ছাই আমার নাই । তারপরও ৫ বছরের কথা সুনলে কেন জানি একটু কম কম লাগে ।
যাইহোক আজ এই পর্যন্ত । তো এখন বলেন কে কে SSD কিনবেন ? বাংলাদেশ এ SSD পাওয়া যায় কিন্তু দাম ওরা অনেক বেশি চায় । আমি ইবে থেকে আনিয়েছি । প্রায় ২৪ দিন লেগেছে আসতে । কাস্টমস কোন ঝামেলা করে নাই । সরাসরি বাসায় দিয়া গেছে ।  মাত্র ৩৬০ টাকা চার্জ নিছে তাও রশিদ দিয়া । নতুন যারা কিনতে আগ্রহী তাদের বলব Samsung 830 / 840 Pro অথবা Intel 330 Series এর নিতে । আমি ইন্টারনেট এ অনেক রিভিউ পরেছি । সবার মতে এই মডেল গুলান সবচেয়ে ভাল । আমার জানার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে , আশা করব সবাই গঠনমূলক সমালোচনা করবেন । আমি আমার টিউন আপডেট করে দিব । যারা ভালো করে কথা বলতে শেখেননি তাদের কমেন্ট করার দরকারই নাই । সবাই ভালো থাকবেন ।
ফেসবুক এ ফ্রিলান্সিং সংক্রান্ত বিষয়ে সাহায্য করার জন্য আমাদের একটা গ্রুপ আছে। যারা আগ্রহী তারা এই গ্রুপ এ জয়েন করতে পারেন । http://www.facebook.com/groups/442349095828183/

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ই-বে কি এস এল আর ক্যামেরা পাওয়া যায়?

এই চমৎকার টিউনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Level New

    @সাকিব: আপনার সুন্দর কমেন্ট এর জন্য আপনাকেও ধন্যবাদ ।

Level New

আমার ম্যাক নেই কিন্তু আমি জানি যে ম্যাক, উইন্ডোজ পিসির চেয়ে অনেক গতি সম্পন্ন। আমি যতটুকু পড়েছি ম্যাক আর পিসির আসল পার্থক্য হল এর ফাইল সিস্টেম এর জন্য। আগে ম্যাক এ ডিস্ক বেজড হার্ড ডিস্ক ছিল আর চিপ ছিল ম্যাক এর। এখন এস,এস,ডি আর প্রসেসর ইন্টেলের স্যান্ডি ব্রিজ প্রসেসর (কোর ফ্যামিলি) শুধুমাত্র হার্ড ডিস্ক এর মাধ্যমে আপনার উপরের পরীক্ষার সঠিক ফলাফল পাওয়া সম্ভব নয়।

আপনার প্রথম পিসিটি এইচ,পি -নতুন কেনা, কোর আই ৭ থার্ড জেনারেশন।
২য় পিসি এসার, কোর আই ৫, পুরাতন।

হার্ড ডিস্ক এক থাকলেও আগে এইচপি লোড হবে। কিন্তু প্রতিটি উইন্ডোজই একটা সময় পর স্লো হয়ে যায়, এটাই এর ধর্ম, ডট।

    Level New

    @blogkori: আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ । আপনার কথাটা ঠিক আছে । কিন্তু আমি আগেই বলে নিয়েছিলাম আগে আমি আমার কোর আই৭ এবং কোর আই৫ ল্যাপটপ এর স্পিড এর তেমন কোন পার্থক্য দেখতে পেতাম না এবং দুইটা ল্যাপটপ এরই উইন্ডোজ গতকাল রাতে সেটআপ দেয়া হয়েছে । এসার ল্যাপটপ এর HDD টাও নতুন । আপনার যদি SSD এবং HDD এর আমার এই রিভিউ টা নিয়ে সন্দেহ থাকে তবে আপনাকে একটু কষ্ট করে একটা ইউতিউব এর ভিডিও দেখতে বলব । http://www.youtube.com/watch?v=j84eEjP-RL4 এইখানে কিন্তু একই মডেল এবং কনফিগারেশন এর দুইটা লাপটপ ব্যবহার করা হয়েছে ।

Level 0

আমার যা মনে হয় আগামি ৩ বছরের ভিতর এস এস ডি আর ম্যাগনেটিক হার্ডডিস্কের দাম প্রায় কাছাকাছি চলে আসবে।
কারণ এস এস ডি আর ম্যাগনেটিক হার্ডডিস্কের ইতিহাস দেখলে তাই মনে হয়।

    Level New

    @newboy: হুম কিন্তু আমার মনে হয় ওরা আরও কিছুদিন এসএসডির দাম এইরকম ই রাখবে । তবে সামনে দাম কমবে এইটা শিওর ।

Level 0

সুন্দর post ,আশা করি SSD দাম আরও কমবে এবং লাইফ টাইম ১০ বছর পর্যন্ত পাবে।.

    Level New

    @paris2900: আমিও আশা করছিলাম দাম কমবে , কিন্তু যখন সামসাং ৮৩০ মডেল কিনতে গেলাম তখন দেখি দাম আরও বেড়ে গেছে , বাধ্য হয়ে ৮৪০ মডেল কিনলাম। আপনার মত একই প্রত্যাশা করছি ।

Level 0

I would like to try SSD in my lappi. 😉

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান টিউন টি করার জন্য । নতুন অনেক কিছু জানতে পারলাম।

আপনি লিখেছেন “কষ্ট কইরা টিউন করি, যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি । তারপরও কেউ কেউ ধান্দাবাজ / বাটপার বইলা সামুতে যাইতে কয় । সেই দুঃখে আমি আহত ।”
ভাই কি বলবো একটা টিউন করা যে কি কষ্ট তা অকৃতজ্ঞরা বোঝে? টিউন তো করা হয় সবার উপকারের জন্য এতে টিউনার এর তো স্বার্থ নাই। আর এই বাজে কমেন্ট এর জন্য লেখারই ইচ্ছে থাকেনা । আমি মনে করি যারা বাজে মন্তব্য করে তাদের টেকটিউনস থেকে বাদ দেওয়া উচিত ।

আশাকরি আপনি আরও মানসম্মত টিউন উপহার দিবেন । ধন্যবাদ ।

    Level New

    @Tanvir Mustafa Joy: ভাই আপনাকেও ধন্যবাদ । একজন মানুষের সাথে আরেকজনের মতের অমিল থাকতেই পারে । তো সেই কথা তো সুন্দরভাবে , ভদ্রভাবেও তারা বলতে পারে । আসলে অনেকে আছে যারা অন্যকে ছোট করে দেখতে ভালবাসে , তারাই ওইভাবে কমেন্ট করে । ওরা যে নিজেরাই মানসিকভাবে কতটা ছোট তা প্রমান করে ।

এই চমৎকার টিউনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন হল SSD এর Life Time এতো কম কেন ?

Level 0

হুম আমার ফ্রেন্ড SSD use করে , উইন্ডোজ ৮ মাত্র ৩ সেকেন্ড সময় লাগে অন হইতে , আর অফ হইতে ৬-৮ সেকেন্ড লাগে ।

    Level New

    @Riyad: আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ ।

Level 0

ভাইয়া আপনার ২৫০ জিবি SSD টা কত পরেছে ?

    Level New

    @laabib: ভাইয়া দাম তো বলেই দিছি । মূল দাম ১৮০ ডলার , শিপিং ৩৬ ডলার ।

অনেক কিছু জানতে পারলাম । ভবিষ্যতে SSD ব্যবহারের আশা আছে ।

ভাই আমি কি আমার ডেস্কটপে SSD Use করতে পারবো ? বা আমি কি ডেস্কটপে HDD and SDD উভয়ই ব্যবহার করতে পারবো। তাহলে করনিয় কি?

    Level New

    @এম,এইচ সজিব: হা ভাই , SSD এবং HDD একই সাথে ডেক্সটপ এ ব্যবহার করা সম্ভব । এইটার একটা কিট পাওয়া যায় । যার মাধ্যমে আপনি SSD te সাটা কেবল ব্যবহার করতে পারবেন । আরও বেশি তথ্য পাবেন গুগল এ ।

vai apni ki ebay theme card diye kinechen naki paypal diye? jodi paypal use kori, kono jhamela hobe na to? purchase korar bepare ektu help korle valo hot.

    Level New

    @গরীবের পোলা: ভাই আমার নিজের পেপাল আকাউন্ট নাই । আমি ফ্রিলান্সার , আমার আমেরিকান ক্লায়েন্টকে বললেই কিনে দেয় । বাংলাদেশ থেকে পেপাল ব্যবহার করা কখনই নিরাপদ না ।

Level New

আমার একটি এলিটবুক ল্যাপটপ আজ অনেক দিন পড়ে আছে। কারণ এটার হার্ডডিস্ক SSD। কোরটুডুয়ো প্রসেসর এর ল্যাপটপ তাই অতিরিক্ত দাম দিয়ে SSD হার্ডডিস্ক কেনা সম্ভব হয়নি। কারো কাছে ১২০ জিবি SSD হার্ডডিস্ক এর খবর থাকলে জানাইয়েন।

    Level New

    @sadidigital: ক্লিকবিডি তে পাবেন । আইডিবিতেও পেতে পারেন ।

Apnake onek onek dhonnobad karon amio apnar moto vabtam Mac kom configuration tar poro eto fast keno ekhon bujlam………jai hok thank u so much

আমি কবে নিব? :/ আমারে একটা আনায় দেন !

    Level New

    @সাইফুল ইসলাম: লুল , সিলেটীর কি হইলো ?

      @আহত: ধুর ভাই ! ওর ওখানে অতিরিক্ত কাস্টম চার্জ নেয় 🙁 ৩ ডলারের জিনিসে ৭০০ টাকা কাস্টম চার্জ হলে ২০০ ডলারের কত হয় ভাবেন !!?!!

SSD ছাড়া সিস্টেমের পুরো রেটিং পাওয়া সম্ভব না 😀

    Level New

    @Ochena Balok: SSD লাগানর পর আমার ৭.৯ এ পৌঁছে গেছে

Level 0

আমি সাধারনত কমেন্ট করি না, কমেন্ট করি না বললে ভুল হবে পোষ্ট দেখে কমেন্ট করতে ইচ্ছা হয় না। কিন্তু আপনার পোষ্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ না দিয়ে পারলাম না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ অভাগা জাতির জন্য অনেক পরিশ্রম করেছেন। আশা করি আপনার কাছ থেকে এরকম পোষ্ট আরও পাব।