আসছে নতুন বছরে আমার-আপনার শপথগুলো…

আর দু'ঘণ্টা পরে নতুন বছর আসছে। ২০১২ এর গ্লানিময়, ক্লেদাক্ত অধ্যায়গুলো ভুলে নতুন প্রত্যাশা, নতুন উদ্দীপনায় আমরা ২০১৩ কে 'লাকি থারটিন' করব - মনে মনে এমনই একটি অঙ্গীকার করছি আমরা অনেকেই। নিজেদের ভুলগুলো শোধরাতে কিছু অঙ্গীকারে নিজেকে বাঁধতে আমাদের অনেকেরই একটা 'দিবস' বা নির্দিষ্ট দিন প্রয়োজন হয় (যদিও, ভাল কাজের জন্য সবসময় 'এখনই' হল শ্রেষ্ঠ সময়)। যেমনঃ অনেকে ধূমপান ছাড়তে নিজের জন্মদিন বা বিয়ে-বার্ষিকীর দিনটি বেছে নেন, অনেকে ঠিক করেন নতুন বছরের প্রথম দিনটিকে।

আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন আর এর জন্য অঙ্গীকার বা শপথ করতে একটা দিবসের যদি প্রয়োজন হয় তাহলে তাহলে মনে করিয়ে দিচ্ছি আজ রাত ১২:০১ কিন্তু একটা দারুন সময়।

টেকটিউনস যেহেতু একটি প্রযুক্তি উৎকর্ষের প্ল্যাটফর্ম, তাই আমরা কি আজ থেকে অঙ্গীকার করতে পারি না যেঃ

- আমরা আর প্রযুক্তির অপব্যবহার করব না।

- আমরা আমাদের ও আমাদের সন্তানদের জন্য সুস্থ একটি সমাজ গড়তে মূল্যবোধ অবক্ষয়কারী সাইবার পণ্য, যেমন পর্ণগ্রাফী, তথ্যচুরি, অবৈধ অর্থনৈতিক লেনদেন, পাইরেসী ইত্যাদি থেকে বিরত থাকব ও এর বিরুদ্ধে আমাদের যা করা সম্ভব করব।

- আমরা ইন্টারনেটকে অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চায় ব্যবহার করব না।

- আমরা ইন্টারনেটে/ই-মেইলে/ওয়েবসাইটে/ব্লগে ধর্ম ও জাতিসত্তা নিয়ে কাউকে আঘাত দেব না।

- আমরা সাইবারস্পেসে কাউকে গালাগাল করা, অপমান করা, অপ্রস্তুত করা ইত্যাদি থেকে বিরত থাকব।

- আমরা ইন্টারনেটকে অন্যের কল্যাণে (শুধুমাত্র একজন হলেও) ব্যবহার করব।

- আমরা বাংলাদেশের সত্যিকার প্রযুক্তিগত উৎকর্ষের জন্য একসাথে কাজ করে যাব - হিংসা-বিদ্বেষ, দল-মত ভুলে।

আসুন না দেখি কতগুলো শপথ বাস্তবে পরিণত করতে পারি। আমরা যেহেতু রাজনীতিবিদ নই, আমার ধারনা আমরা সত্যিকারের কিছু ভাল শপথ বাস্তবায়ন করতে পারব। আপনি আছেন আমার সাথে?

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যিকার অর্থেই আজকে শপথ নিতে হবে
আল্লাহ্ আমাদের তৌফিক দান করুন ।। (আমীন)

I agree with Prince Mahmud

অনেক ভাল কথা বলেছেন আসলেই এই সব কথার প্রতিফলনই হওয়া উচিত সবার জীবনে,ধন্যবাদ আপনাকে।
বি,দ্রঃ পাইরেসী মনে হয় কারো পক্ষেই মানা সম্ভব নয়,কি বলেন?