বছরের শেষ দিনে একটু হতাশ হয়ে আর আপনাদের নতুন বছরেরর সুভেচ্ছা জানিয়ে টিউনটি করছি।
একটি মোবাইল ফোন অথবা ল্যাপটপ , যেটা চার্জ করতে পারবেন কোন ইলেক্ট্রিক তার ছারাই , যখন খুসি তখন , যেখানে খুসি সেখানে ।
টিভি অথবা প্রিন্টার যেটাতে কোন ইলেক্ট্রিক কেব্লের কোন প্রয়োজন নেই , যেখানে খুসি সেখানে ব্যবহার করতে পারবেন ।
সত্যি অদ্ভুত না ?
আমেরিকার বিজ্ঞানীরা এই প্রযুক্তি আবিষ্কার করেছেন।
WiTricity – বোস্টনের একটি কোম্পানি , এমন একটা device আবিষ্কার করেছে যেটা থেকে যেকোনো ইলেক্ট্রিক device এ কোন প্রকার তার ছারাই চার্জ করা যায়।
প্রতিদিনের চার্জার গুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে ইলেক্ট্রিক শক্তি পাঠায়।
কিন্তু অপর হাতে WiTricity device গুলো চুম্বকীয় তরঙ্গ দিয়ে ইলেক্ট্রিক শক্তি পাঠায় যা ইটের দেয়াল কেও ভেদ করতে পারে। এই device গুলি প্রতিধ্বনিকারী চৌম্বকীয় সংযোজন (resonant magnetic coupling) এর মধ্যে দিয়ে তড়িৎ শক্তি প্রেরন করে ,যা কিছু মিটারের মধ্যেই কার্জকর।
উদাহরন হিসাবে বলা যেতে পারে – একজন অপেরা গায়িকা যখন গান গায় ,তার গলার সুরে কাঁচের গ্লাস ভেঙ্গে যাওয়া।
বর্তমানে এখন এই প্রযুক্তি কিছু মিটারের মধেই সীমাবদ্ধ। কিন্তু কোম্পানির দাবী অদুর ভবিষ্যতে (২০১৫) শুধু মাত্র এমন একটা device এর ইলেক্ট্রিক শক্তি দিয়ে একটা পুরো বাড়িকে supply করা যাবে। তারা এটাও দাবী করেছেন যে , সে দিন আর দূরে নয় যখন ইলেক্ট্রিক শক্তি চালিত গাড়িগুলি রাস্তায় চলতে চলতে চার্জ হবে।
আমার পূর্বের টিউনগুলো দেখার অনুরধ রইল - এখানে কিল্ক করুন
পূর্বে প্রকাশিত - আমার ব্লগে (একটু ঘুরে আসার আনুরধ রইল)
আজ এই পর্যন্তই। ভাল থাকবেন।
আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
OMG