WiTricity – মোবাইল চার্জ করুন কোন ইলেক্ট্রিক তার ছাড়াই!

বছরের শেষ দিনে একটু হতাশ হয়ে আর আপনাদের নতুন বছরেরর সুভেচ্ছা জানিয়ে টিউনটি করছি।

একটি মোবাইল ফোন অথবা ল্যাপটপ , যেটা চার্জ করতে পারবেন কোন ইলেক্ট্রিক তার ছারাই , যখন খুসি তখন , যেখানে খুসি সেখানে ।

টিভি অথবা প্রিন্টার যেটাতে কোন ইলেক্ট্রিক কেব্‌লের কোন প্রয়োজন নেই , যেখানে খুসি সেখানে ব্যবহার করতে পারবেন ।

সত্যি অদ্ভুত না ?

আমেরিকার বিজ্ঞানীরা এই প্রযুক্তি আবিষ্কার করেছেন।

WiTricity – বোস্টনের একটি কোম্পানি , এমন একটা device  আবিষ্কার করেছে যেটা থেকে যেকোনো ইলেক্ট্রিক device এ কোন প্রকার তার ছারাই চার্জ করা যায়।

প্রতিদিনের চার্জার গুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে ইলেক্ট্রিক শক্তি পাঠায়।

কিন্তু অপর হাতে WiTricity device গুলো চুম্বকীয় তরঙ্গ দিয়ে ইলেক্ট্রিক শক্তি পাঠায় যা ইটের দেয়াল কেও ভেদ করতে পারে। এই device গুলি প্রতিধ্বনিকারী চৌম্বকীয় সংযোজন (resonant magnetic coupling) এর মধ্যে দিয়ে তড়িৎ শক্তি প্রেরন করে ,যা কিছু মিটারের মধ্যেই  কার্জকর।

উদাহরন হিসাবে বলা যেতে পারে – একজন অপেরা গায়িকা যখন গান গায় ,তার গলার সুরে কাঁচের গ্লাস ভেঙ্গে যাওয়া।

বর্তমানে এখন এই প্রযুক্তি কিছু মিটারের মধেই সীমাবদ্ধ। কিন্তু কোম্পানির দাবী অদুর ভবিষ্যতে (২০১৫) শুধু মাত্র এমন একটা device এর ইলেক্ট্রিক শক্তি দিয়ে একটা পুরো বাড়িকে supply করা যাবে। তারা এটাও দাবী করেছেন যে , সে দিন আর দূরে নয় যখন ইলেক্ট্রিক শক্তি চালিত গাড়িগুলি রাস্তায় চলতে চলতে চার্জ হবে।

আমার পূর্বের টিউনগুলো দেখার অনুরধ রইল - এখানে কিল্ক করুন
পূর্বে প্রকাশিত - আমার ব্লগে
(একটু ঘুরে আসার আনুরধ রইল)

আজ এই পর্যন্তই। ভাল থাকবেন।

Level 0

আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    @নামনাই: অবাক হলেন তো? এমন আরও খবর জানতে পোস্টগুলো শেয়ার করে আমায় উৎসাহিত করুন ।

ভাই এত বড় এত সুন্দর একটা পোস্ট লিখলেন। এবার বাংলা বানানের দিকে একটু নজর দিন।

    Level 0

    @ফেরদৌস: পোস্টটি ভাললাগার জন্য ধন্যবাদ। আসলে ভাই গত ৪-৫ বছর ধরে বাংলা লেখিনা , তাই বানান ভুলের জন্য ক্ষমা চাই।ভুল ধরিয়ে দিলে ভালো হতো।

Level 0

Vai, ai tune tar jonno thanks.

    Level 0

    @nil noyon: অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

Level 0

আপনার সাইট টি অনেক সুন্দর হয়েছে।

    Level 0

    @nirob11 অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য, মেম্বার হলে আরও খুসি হব।

ছারাই, প্রতিধ্বানিকারী, জ্ঞান গায় বানানগুলো ভুল মনে হচ্ছে।

    Level 0

    @মালেক: ভাই ভুল দেখানর জন্য ধন্যবাদ। ছারাই তা কি হবে বলতে পারছিনা, কিন্তু বাকি দুটো ভুল আশা করি এবার ঠিক হয়েছে। অনেক ধন্যবাদ সাহায্য করায়।

Level 0

অসম জিনিস শিয়ার করলেন ভাই

    Level 0

    @ripon: ধন্যবাদ ভাই । আর নতুন বছরের শুভেচ্ছা রইল সাথে।

Level 0

টেকনলজীটা বোধ হয় পুরোনো কারন ব্যাটারী ছাড়া রেডিও চালানোর অভিজ্ঞতা অনেকেরই আছে।

    Level 0

    @sikor: আপনার কমেন্টের কিছু প্রমান দিতে পারলে খুসি হই । কারন আমার জানা মতে টেকনোলজি টি নতুন – আর আপনি যে রেডিওর কথা বলছেন হয়ত সেটা হাত দিয়ে ছাবি ঘুরানোর রেডিওর কথা বলছেন । কিন্তু আপনি হয়ত জানেনা যে ওইখানে ওই চাবিটি স্থির তড়িৎ উৎপন্ন করে যার কারনে রেডিও চলে। আর এই যন্ত্র গুলো চুম্বকীয় তরঙ্গ দিয়ে ইলেক্ট্রিক শক্তি তৈরি করে। তাই ২ টো জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে ।
    যাই হোক কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

সরি বস, বুঝতে ভুল করেছেন। ঐ রেডিওতে ও ধরনের কোন সোর্স থাকে না। এটার জন্য বড় এনটেনা লাগে এনটেনা রেডিও ফ্রিকুযেন্সি ক্যাচ করে। যেহেতু ওটা ইলেকট্রিক ওয়েভ সেই ক্ষেত্রে ট্রান্সফরমারের ন্যায় কাজ করে, পাওয়ার খুবই সামান্য তাই হেড ফোন দিয়ে শুনতে হয়। এই সাকিট আমি বানিয়েছিলাম আজ থেকে 15 বছর বা তার আগে অব্শ্য সার্কিটা এখন আর আমার কাছে নেই।

    Level 0

    আপনার রেডিওর সুন্দর নামটি হল ক্রিস্টাল রেডিও। শুধুমাত্র Amplitude Modulation(AM) Band এ কাজ করবে। যাদের বাসা রেডিও স্টেশন(MW/AM) এর খুব কাছে তারা কিন্তু রেডিও স্টেশন থেকে প্রেরিত electro magnetic energy কাজে লাগাতে পারবেন।

    Level 0

    আমার যতদূর মনে পরে চরম জিনিয়াস বিজ্ঞানী টেসলা ১৮৯১ সালে wireless power ট্রান্সমিট করেন।

      Level 0

      @Faisal।ভাই কমেন্টের জন্য ধন্যবাদ । যদি একটা লিঙ্ক দিতেন খবু ভালো লাগত ।

    Level 0

    @sikor: টেকনোলজি যুগে যুগে পরিবর্তন হয় আরও উন্নত হয়। আপনি যে রেডিওটির ব্যাপারে বলছেন তা আমার জানা নেই , যদি কোন article এর লিঙ্ক দিতেন খুব ভালো হতো।

খবরে লিঙ্ক দিতে পারবেন

    Level 0

    @SHAIKH NOOR-E-ALAM: witricity লিখে গুগলে সার্চ করলে এর উপর হাজারও লিঙ্ক পেয়ে যাবেন।

Level 0

valo……but……
khotikar readyation barbe atee sondeho nai

    Level 0

    @mrikadey: Point to be noted. আপনি ঠিক বলেছেন , কিন্তু WiTricity Corp.এই ক্ষতিকর দিকের ব্যাপারেও চিন্তা করছে। কমেন্ট এর জন্য ধন্যবাদ।

Vai Post er title er sathe to vitorer kono mil khuje pachchi na.

    Level 0

    @হাসান ফেরদৌস রুবেল: ভাই আপনার কমেন্টের জন্য প্রথমেই ধন্যবাদ। পুরো টিউনটি WiTricity এর উপর এ বলে টিউনের প্রথমে আমি ওই শব্দটি ব্যবহার করি। আর পরের অংশটি নেওয়ার পিছনে ২টি কারন আছে –
    ১। টিউনটিকে আকর্ষণীয় আর নজর কারার জন্য, সহজে মানুষ যাতে আকৃষ্ট হয় আমার লেখায়।
    ২। মোবাইল চারজিং WiTricity Corp. পরিষেবা সমূহের মধ্যে অন্নতম।
    — এই কারনে টিউনটির নাম এমন করেছি।

ছোট বেলায় রিমোট নিয়া অনেক ট্রাই করছি…… মাগার কারেন্ট পাস করতে পারি নাই :p
বাই দ্যা ওয়ে, ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য 🙂

    Level 0

    @ইমরান: কমেন্টের জন্য ধন্যবাদ, কিন্তু আপনার কমেন্টের অর্ধেকটাই বুঝলাম না 😉

      @Dr.Mithun: ছোট বেলায় খেলনা গাড়ির রিমোটের সার্কিটে কারেন্টের তার লাগায়া (অ্যাডাপ্টর) বাল্ব জালাইতে চাইতাম।। :p

    Level 0

    @ইমরান: good idea bro .. hope you ll innovate this device !!!

Level 0

এই প্রযুক্তির কথা কিছুদিন আগে শুনেছিলাম…আসলেই প্রযুক্তি ক্ষেত্রে দারুন কিছু একটা অপেক্ষা করতেছে আমাদের জন্য…ধন্যবাদ সুন্দর একটা পোস্টের জন্য…

    Level 0

    @mizan065: আপনাকেও অনেক ধন্যবাদ আমার টিউনটি লাইক করার জন্য।

Level 0

আসলে এক অজানা কারনে টেসলা কে কাজ করতে দেয়া হয় নি। এবং তার সম্পর্কে প্রচার নাই। হয়ত উনি ব্যবসায়ী কথা চিন্তা না করে জনগনের কথা চিন্তা করেছিলেন এই কারনে। The Prestige movie তে নিকোলাস টেসলা কে দেখান হয়েছে। ঐ সিনেমায় তাকে দেখা যায় তার ছাড়া হাতে ধরে বাতি জ্বালাতে।
wireless power transmission সম্পর্কিত কিছু সাইট।
wikipedia এর পেজের নিচে সালগুলো খেয়াল করুন।
http://en.wikipedia.org/wiki/Wireless_power

এছাড়া

http://teslatech.info/ttmagazine/v1n4/valone.htm

http://communities.washingtontimes.com/neighborhood/energy-harnassed/2012/jul/15/GreaterThanEnergy_TeslaWireless_1000/

http://electronics.howstuffworks.com/everyday-tech/wireless-power.htm

েই প্রযুক্তি খুব শিঘ্রই বাজারে এসে গেলে ভালো হবে চার্জার বহন খুব ঝামেলার কাজ। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য