এডমিন/কর্তৃপক্ষ আমার এই লেখাটিকে আশাকরি মুছে ফেলবেন না।
প্রযুক্তি প্রেমী সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মানে নতুন কিছু। অনেকদিন পর লিখতে বসলাম। নতুন বছর শুরুর সাথে সাথে তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক দিনের একটি স্বপ্নের।
আমার অনেক দিনের শখ একটি ব্লগ সাইট তৈরি করা। আর এমন একটি ব্লগ সাইট যা শুধু আমার নয়, সেই সাইটের সকল ব্যবহারকারীর উপকারে আসবে। এমন একটি সাইট যেখানে অনেক কিছু থাকবে, থাকবে অনেক ফিচার।
স্বাভাবিকভাবেই ব্লগ সাইট তৈরি করার ক্ষেত্রে তাই চলে আসে জুমলা বা ওয়ার্ডপ্রেসের নাম। কিন্তু আমি ভাবলাম নিজে কোডিং করে তৈরি করার। আর সেভাবেই যাত্রা শুরু করেছি বিজয়ের এই ডিসেম্বর মাস থেকে। সারাদিন অফিস শেষ করে রাতে মাত্র ২ঘন্টা কাজ করার সময় পাই। তাই দেরি হচ্ছে। আর আমি একা একা কোডিং করছি। সাহায্য করার মতো আপতত কেউ নেই। তাই অনেক সময় স্বল্প-জ্ঞান এবং সব না জানার কারণে গুগল থেকে সাহায্য নিয়ে কাজ করতে কিছুটা দেরি লাগছে। এখনো অনেক কিছু বাকি। কাজ চলছে দ্রুত গতিতে।
টেকটিউনসকে বলছি। আপনারা আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। আমি আপনাদের মতোই ব্লগ তৈরি করছি। আমার চেষ্টা থাকবে আপনাদের থেকে আরো বেশি ফিচার সমৃদ্ধ, ইউজার ফ্রেন্ডলি এবং দ্রুত লোড হয় এমন সাইট তৈরি করতে। বা বলতে পারেন, আপনাদেরকে আরো বেশ কিছু নতুন ফিচার আপনাদের সাইটে যোগ করার অপশন বলে দিতে।
আপনাদের সাহায্য এবং দোয়া চাই। আশা করি কেউ বাড়াবাড়ি বা পাগল বলে বাজে মন্তব্য করবেন না। আর আমি যদি সফল হই, তাহলে আমার ব্লগ-সাইটের কোড আমি উন্মুক্ত করে দেবো, যাতে অন্যদের লাভ হয়।
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnar sofolota kamona korsi 🙂