এ বছরই আপনাদের জন্য আসছে নতুন একটি ব্লগ

এডমিন/কর্তৃপক্ষ আমার এই লেখাটিকে আশাকরি মুছে ফেলবেন না।

প্রযুক্তি প্রেমী সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মানে নতুন কিছু। অনেকদিন পর লিখতে বসলাম। নতুন বছর শুরুর সাথে সাথে তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক দিনের একটি স্বপ্নের।

আমার অনেক দিনের শখ একটি ব্লগ সাইট তৈরি করা। আর এমন একটি ব্লগ সাইট যা শুধু আমার নয়, সেই সাইটের সকল ব্যবহারকারীর উপকারে আসবে। এমন একটি সাইট যেখানে অনেক কিছু থাকবে, থাকবে অনেক ফিচার।

স্বাভাবিকভাবেই ব্লগ সাইট তৈরি করার ক্ষেত্রে তাই চলে আসে জুমলা বা ওয়ার্ডপ্রেসের নাম। কিন্তু আমি ভাবলাম নিজে কোডিং করে তৈরি করার। আর সেভাবেই যাত্রা শুরু করেছি বিজয়ের এই ডিসেম্বর মাস থেকে। সারাদিন অফিস শেষ করে রাতে মাত্র ২ঘন্টা কাজ করার সময় পাই। তাই দেরি হচ্ছে। আর আমি একা একা কোডিং করছি। সাহায্য করার মতো আপতত কেউ নেই। তাই অনেক সময় স্বল্প-জ্ঞান এবং সব না জানার কারণে গুগল থেকে সাহায্য নিয়ে কাজ করতে কিছুটা দেরি লাগছে। এখনো অনেক কিছু বাকি। কাজ চলছে দ্রুত গতিতে।

টেকটিউনসকে বলছি। আপনারা আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। আমি আপনাদের মতোই ব্লগ তৈরি করছি। আমার চেষ্টা থাকবে আপনাদের থেকে আরো বেশি ফিচার সমৃদ্ধ, ইউজার ফ্রেন্ডলি এবং দ্রুত লোড হয় এমন সাইট তৈরি করতে। বা বলতে পারেন, আপনাদেরকে আরো বেশ কিছু নতুন ফিচার আপনাদের সাইটে যোগ করার অপশন বলে দিতে।

আপনাদের সাহায্য এবং দোয়া চাই। আশা করি কেউ বাড়াবাড়ি বা পাগল বলে বাজে মন্তব্য করবেন না। আর আমি যদি সফল হই, তাহলে আমার ব্লগ-সাইটের কোড আমি উন্মুক্ত করে দেবো, যাতে অন্যদের লাভ হয়।

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ আপনাকে।

শুভ কামনা রইল……..

    টিনটিন ভাই, তাই বলে ভাববেন না আপনাদের জনপ্রিয়তা কমে যাবে, আমি তো মনে করি আরো বেড়ে যাবে।

হুমম , করেন আমরা আছি .

    ধন্যবাদ আরিফ আপনাকে।

স্বাগতম জানাই

    আপনাকেও অগ্রিম স্বাগতম জানিয়ে রাখলাম রুহুল

আপনার সফলতা কামনা করছি।আপনার ব্লগ হয়তো টেকটিউনের চাইতেও সু্পার হিট হবে কিন্তু টেকটিউনস সব সময় টেকটিউনসই।নামেই যার পরিচয়।এখানকার এডমিন থেকে শুরু করে,টিউনার,আমার মত সধারন মন্তব্যকারী,সবার মাঝে যে আন্তরিকতা,——বুকে হাত দিয়ে বলুনতো আর কোন ব্লগে দেখেছেন কি?লিঙ্কটা দেয়েন…আসবো আপনার ব্লগ দেখতে।

    দাদা, গুরু গুরুই। গুরুর কখনো কোনো বিকল্প নেই। আমিও চাই না আমি সুপারহিট হই। কারণ আমি নিজেও টেকটিউনস-এর একজন ভীষন ভক্ত। বলতে পারেন, এই সাইটের কারণেই আমি কাজটা শুরু করেছি। আর আন্তরিকতার কথা বলছেন, এটা এ জন্যই সম্ভব কারণ আমরা বাঙালী, বাংলাদেশী। আমরা আমাদের ভাষার জন্য অনেক কিছুই করতে পারি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Apni ki computer source kaj koren?ki post?

    হ্যাঁ ভাই, আমি কম্পিউটার সোর্স-এ কর্মরত আছি বিজনেস ম্যানেজার (ওয়েব ডেভেলপমেন্ট, মিডিয়া এন্ড মার্কেটিং) হিসেবে।

এই জিনিসটা খুবই ভালো লাগলো যে নিজে কোডিং করছেন কারন সবাই যেভাবে সিএমএস এর পেছনে ছুটছে তাতে নিজেদের শিক্ষা কোন কাজেই আসছে না।
শুভ কামনা রইলো আপনার ব্লগের জন্য।

    ভাই শাকিল, আপনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন গুগল এডসেন্স বিষয়ে। ফোনে এবং এই সাইটের মাধ্যমে। আশাকরি সামনের দিনেও আপনাকে পাশে পাওয়া যাবে। আর আপনি যে বিষয়টি ধরেছেন সেটিও আর একটা মূল কারণ। কারণ এই সাইটটিও সিএমএস দিয়ে তৈরি। নিজে কষ্ট করে শিখে যদি কোনো সাইট দাড় করাতে না পারি তাহলে সে শিক্ষার কী মূল্য আছে বলেন। ধন্যবাদ আপনাকে।

শুভ কামনা রইলো আপনার সফলতা কামনা করছি।

    ধন্যবাদ ওয়াহিদ ভাই

ভাইজান অপেক্ষায় রইলাম

    ভাই অপেক্ষায় থাকেন, প্রহর এক সময় শেষ হবেই।

Level 0

অসংখ ধন্যবাদ আপনাকে এমন একটা খবর দিয়ার জন্য

    স্যার, আশা করি আমার ব্লগে আসবেন।

শুরু করেন তারপর দেখা যাক কি হয়

প্রতিযোগীতা হওয়া চাই!
লাইক গুগল ভার্সাস মাইক্রোসফ্ট!

দুদলের জন্যই শুভকামনা রইল!

    ধন্যবাদ সাইফ ভাই আপনার মন্তব্যের জন্য। চেষ্টা করব তাই।

অপেক্ষায় রইলাম

Tahole techtunes a jara achi tader jonno charer kono system kora jai na?

    কোনো ছাড়-এর সিস্টেম নাই। তবে পুরা ফ্রি।

Level 0

ভাই আপনার চেষ্টা কে স্বাগত জানায়. কিন্ত আপনি নিজে কোডিং করে ওয়ার্ডপ্রেস এর চেয়ে ভালো কিসু করতে পারবেন বলে মনে হয়না. ওয়ার্ডপ্রেস এর যে ফিচার , যে প্লাগিনস এর যে ভান্ডার সে গুলা আপনি কি পাবেন. তা ছাড়া তাদের আছে বিরাট কমুনিটি . যারা নিরলস চেষ্টা করছে. তাই আমি বলব আপনি জুমলা অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে সুরে করেন. আপনার টাইম এবং শ্রম দুইটাই সেভ হবে.
আপনি সফল হবেন এইটা কামনা করি,

    ভাই, আমি নিজে কোডিং করে জুমলা বা ওয়ার্ডপ্রেস থেকে ভালো কিছু করতে পারব এমন ভাবা বোকামিই হবে। কিন্তু এমন কিছু করতে পারব যা অন্যরা ব্যবহার করে নিজের মতো এডিট করতে পারবে সহজেই। আর আমি তো জুমলা বা ওয়ার্ডপ্রেসকে চ্যালেঞ্জ ছুড়িনি। আমি চাই এমন একটা ব্লগ তৈরি করতে যা পরবর্তীতে অন্যেরা খুব সহজেই তৈরি এবং ব্যবহার করতে পারবে। তাছাড়া আমি এখানে শুধু পিএইচপি ব্যবহার করেছি। বিরাট কমিউনিটি তো আমরাও তৈরি করতে পারি, তাই না। ঠিক আছে আমার ব্লগ তৈরি শেষ হলে আপনাকে টেস্টিং করার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর এভাবেই কমিউনিটি তৈরি হবে।

ভাইয়া , PHP স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে আমার ভালো লাগে . আপনার স্ক্রিপ্ট টেস্টিং এর দরকার হলে আমাকে বলেন

[email protected]

    আরিফ ভাই, আমার এই ব্লগ শুধু আমার হবে তা নয়। আপনারাও এর প্রোগ্রামার হবেন আশা করি। আগে আমার কাজ টুকু শেষ করি। তারপর আপনাদের হাতে তুলে দেবো এর আপডেট/মডিফিকেশন করার জন্য।

Level 0

শুভ কামনা রইলো আপনার জন্য।

ভাই আপনার সাইটের অপেক্ষায় রইলাম। চালায় জান ! আমরা আছি আপনার সাথে ………….

vai apar bolg er address ta den………..

    ১ বছর আগে বলে ছিলাম ব্লগ তৈরির কথা। কাজও করছিলাম। কিন্তু নিজের কাজের তুলনায় অন্যের কাজ বেশি করতে হয়। কারণ সেখানে অর্থ জড়িত। ৯-৭টা চাকরি। এরপর বাসায় এসে খেপ-এর কাজ। নিজের কাজের সময় কই ? তারপরও যখন জানতে চেয়েছেন, অসমাপ্ত কাজের লিংক দিচ্ছি – http://www.amartunes.com/test/। এখন আবার চাকরি পরিবর্তন করছি। কিছুটা সময় বের করতে পেরেছি। আশা করি এ বছর যা পারিনি তা সামনের বছর শেষ করব।